বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ারকে আদালতে হাজির করা হয়েছে।
শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তাকে আদালতের গারদে রাখা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুরে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মজিবুর রহমান সারোয়ারের পরিবার জানিয়েছে যে, তাকে গভীর রাতে তুলে নিয়েছে সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা। আমি এই আটকের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মন্তব্য করুন