গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে জীবন দাস (৩৫) নামে এক আদিবাসী যুবক। মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে ডুবে থাকা জীবনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জীবন দাস শাহজাদপুর পৌর এলাকার বাগদিপাড়ার দুলাল চন্দ্র দাসের ছেলে।  পুলিশ ও জীবন দাসের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে শিশু-কিশোররা পুকুরে গোসলে নেমে তাদের পায়ের সঙ্গে বাঁধে জীবনের দেহ। শিশু-কিশোরদের চিৎকারে স্থানীয়রা ডুবন্ত জীবনকে উদ্ধার করে ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার বলেন, দুপুরে গোসল করতে নেমে সবার অলক্ষ্যে ডুবে যায় জীবন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। 
১৪ মে, ২০২৪

আন্তর্জাতিক ইয়ুথ পার্লামেন্টের পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি যুবক
বাংলাদেশের তরুণ, সমাজকর্মী ও ইনফ্লুয়েন্সার মো. আবু জুবায়ের বিশ্বের অন্যতম বড় যুব সংগঠন গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের ‘গ্লোবাল সোশ্যাল ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড-২০২৪’ এর জন্য মনোনীত হয়েছেন। যুবকদের উদ্বুদ্ধকরণ ও সামাজিক আন্দোলনের স্বীকৃতিস্বরুপ এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি।  গত ১১ মে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের প্রেসিডেন্ট দিবাকর আরিয়াল স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে মো. আবু জুবায়েরের মনোনয়নের বিষয়টি জানানো হয়। আনুষ্ঠানিকভাবে পুরষ্কার গ্রহণের জন্য একজন জাতীয় প্রতিনিধি হিসেবে ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট ও অ্যাওয়ার্ড-২০২৪’ এ যোগদানের জন্য জুবায়েরকে ইউরেশিয়ার দেশ জর্জিয়ায় আমন্ত্রণ জানানো হয়।  বিশ্বের বিভিন্ন প্রান্তের যুবকদের উন্নয়নে কার্যক্রম পরিচালনাকারীদের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডের আয়োজন করে থাকে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট।  এ ছাড়াও সংগঠনটি তরুণদের সামাজিক কাজ, উদ্যোক্তা তৈরি, গণতন্ত্র, উন্নত বিশ্বের জন্য টেকসই উন্নয়নে কাজ করতে উদ্বুদ্ধ করে এবং বিশ্বের বিভিন্ন দেশের উদ্ভাবনী তরুণ নেতাদের একত্রিত হতে সহযোগিতা করে।
১৪ মে, ২০২৪

বিয়ের ৫ মাস পর দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন
নড়াইলের লোহাগড়ায় ছুরিকাঘাতে মুন্সি ফয়সাল আহমেদ (২৫) নামে এক যুবক খুন হয়েছে।  সোমবার (১৩মে) রাত আনুমানিক ৯টার সময় লোহাগড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে লক্ষীপাশা গ্রামের কলা ব্যবসায়ী কাশেমের বাড়ির সামনে সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  ফয়সাল আহমেদ নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহম্মেদ মুন্সির ছেলে।  নিহতের বাবা আহম্মেদ মুন্সি জানান, আমার ছেলে দুদিন যাবত নিজের ব্যাটারি চালিত ভ্যানে বেকারির মালামাল বিক্রি করতো। আজ সকালে সে ভ্যান নিয়ে বেকারির মালামাল বিক্রয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। গতকাল রোববার দুপুর ৩টায় খাবার খাওয়ার জন্য বাড়িতে সে এসেছিল। কিন্তু আজ সকালে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসে নাই। আজ রাত ৯ টার পর আমার ছেলের মোবাইলে আমি কল করলে কলটি রিসিভ করেন লোহাগড়া থানার এসআই আল মামুন। মোবাইল রিসিভ করে তিনি আমার ছেলের খুনের ঘটনা জানান।  তিনি আরও বলেন, ৫ মাস আগে আমার ছেলে বিয়ে করে। ২ বছর আগে আমার ছেলে লোহাগড়া রেল প্রজেক্টে অস্থায়ীভাবে চাকরিতে নিয়জিত ছিল। ওই চাকরি চলে যাওয়ায় আমার ছেলে প্রায় ২ বছর বেকার অবস্থায় জীবনযাপন করে আসছিল। দুদিন হলো বাপ্পি নামের এক বেকারি ব্যবসায়ীর অধীনে বেকারির ডেলিভারি ম্যান হিসেবে চাকরি নেয়।  এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলমান। এ ব্যাপারে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
১৪ মে, ২০২৪

বাগেরহাটে ছুরিকাঘাতে যুবক খুন
বাগেরহাটের মোরেলগঞ্জে আল ইমরান খান (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়নের আমতলা নামক স্থানে ইজিবাইক চালক আহাদ শেখ তার বুকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডা. নিশাত তাসনিম তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান খান পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার চরণী পর্তাশী গ্রামের মো. সামাদ খানের ছেলে। জানা গেছে, আল ইমরান খান একটি ভ্যানে করে কিছু সুপারি বিক্রির জন্য মোরেলগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। ওই সময় বলইবুনিয়া গ্রামের সেলিম শেখের ছেলে ইজিবাইক চালক আহাদ শেখের সঙ্গে তুচ্ছ ঘটনায় তর্ক হয়। একপর্যায়ে আহাদ শেখ আল ইমরানের বুকে ছুরিকাঘাত করে। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ছুরিকাঘাতে আহত এক যুবক বাগেরহাট সদর হাসপাতালে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল পৌঁছেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।
১৩ মে, ২০২৪

বেপরোয়া গতির মোটরসাইকেল, ট্রাকের চাকায় পিষ্ট যুবক
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) বেলা ১১টায় ভাঙ্গা উপজেলার হেলিপ্যাড সংলগ্ন কাপুড়িয়া সদরদী-চৌধুরী কান্দা সদরদী গ্রামের ফিডার রাস্তার লেভেল ক্রসিংয়ের নিচে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম নিশাদ শিকদারের (২৫)। তিনি উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার শিকদারের ছেলে। নিশাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি খালি ড্রাম ট্রাক চরকান্দা এলাকা থেকে রেল রাস্তার পাশ দিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কের দিকে যাচ্ছিল। অপরদিকে নিহত নিশাদ তার ব্যবহৃত মোটরসাইকেল চালিয়ে কাপুড়িয়া সদরদী গ্রাম থেকে রেল রাস্তার নিচ দিয়ে চৌধুরীকান্দা সদরদীর দিকে ক্রস করছিলেন। তখন খালি ডাম্প ট্রাকের সামনে চাপা পড়লে নিশাদের মাথার ওপর চাকা উঠে গেলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিশাদের মর্মান্তিক মৃত্যু হয়। একমাত্র ছেলের মৃত্যুতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার হোসেন পাগলপ্রায়। এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, দুর্ঘটনাটি ঘটেছে গ্রামের রাস্তায় লেভেল ক্রসিংয়ের নিচে।
১৩ মে, ২০২৪

আরাকান আর্মির গুলিতে নিহত বাংলাদেশি যুবক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির গুলিতে আবুল কালাম (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে এ ঘটনা ঘটে। নিহত কালাম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বামহাতিরছড়ার মৃত বদিউজ্জামানের ছেলে। স্থানীয়রা জানান, গতকাল সকালে প্রতিদিনের মতো মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির জন্য খাদ্যসামগ্রী নিয়ে সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে মিয়ানমারের প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করেন আবুল কালাম। খাদ্যসামগ্রী বুঝিয়ে দিয়ে ফেরার পথে আরাকান আর্মির এক সদস্যের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই সদস্য তাকে গুলি করেন। এতে ঘটনাস্থলে মারা যান আবুল কালাম। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমন ও ৯ নম্বর ওয়ার্ড মেম্বার শামসুল আলম। শামসুল আলম বলেন, আবুল কালাম আমার এলাকার। তাকে মিয়ানমারের অভ্যন্তরে গুলি করে হত্যা করা হয়েছে বলে জেনেছি। তার লাশ ফেরত আনার চেষ্টা চলছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হননি।
১৩ মে, ২০২৪

ধনী যুবক ও মধ্যবয়সীরাই সামিয়ার টার্গেট
ইন্টারনেট জগত। যে জগতে ঘুরলেই দেখা মিলবে অসংখ্য ডেটিং অ্যাপস। আমাদের দেশেও রয়েছে এ রকম বেশ কিছু অ্যাপস। যেখানে প্রতিনিয়ত ঘটছে নানা প্রতারণার ঘটনা। যা চোখ লজ্জ্বার ভয়ে নিরবে সয়ে যাচ্ছে অনেকে। তবে চাপা পড়ছে না। মাঝে মধ্যেই বেরিয়ে আসছে দু-একটি ঘটনা। এবার এমনই এক ঘটনার তথ্য হাতে এসছে দৈনিক কালবেলার কাছে। যে ঘটনার মূল চরিত্রে রয়েছে মোছা. সামিয়া। মেয়েটি ডেটিং অ্যাপস ট্যানট্যানে অ্যাকাউন্ট করে প্রতারণা করছেন দীর্ঘদিন ধরে। ধনী যুবক ও মধ্যবয়সীদের টার্গেট করে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। নিজের ছবিতে যখন আর কাজ হচ্ছিল না, তখন বান্ধবীর ছবি ব্যবহার করে প্রতারণা শুরু করে সামিয়া। রুম ডেটের জন্য বিকাশে টাকা নেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্লক করে দেয় এই মেয়ে। পরবর্তীতে তার সেই বান্ধবী বিষয়টি জানতে পারলে প্রকাশ্যে আসে ঘটনাটি।  ভুক্তভোগী সেই বান্ধবী জানান, রাজধানীর উত্তরার একটি বেসরকারি কলেজের এক শিক্ষার্থী বেশ কয়েকদিন ধরে লক্ষ করছেন, বাসা থেকে বের হলেই আশপাশের কিছু মানুষ তার দিকে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরও তিনি বিষয়টি স্বাভাবিকভাবেই নিচ্ছিলেন। একদিন উত্তরায় রিকশায় যাচ্ছিলেন তিনি। রাস্তায় অপরিচিত এক ব্যক্তি তার নাম ধরে ডাকতে থাকেন। চিৎকার করে বলেন, এই মেয়ে কেন এমন করলে আমার সঙ্গে। আমার কাছে রুম ডেটের কথা বলে অগ্রিম টাকা নিয়ে তারপর আমাকে ব্লক করে দিলে। সেই ব্যক্তির কথা শুনে অবাক হন ওই শিক্ষার্থী। এ ঘটনার কয়েকদিন পর তার পরিচিতরা তাকে ডেটিং অ্যাপস ট্যানট্যানের একটি আইডির স্ক্রিনশট পাঠায়। সেখানে মাহি নামের একটি অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে তার ছবি। সেই ডেটিং অ্যাপসের অ্যাকাউন্ট থেকে রুম ডেট করার নামে বহু মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা। আর এসব কিছুই করেছে তারই কাছের বান্ধবীর সামিয়া। ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, সামিয়া এসব অ্যাপসে নিজের ছবি ব্যবহার করে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। রুম ডেটের কথা বলে ২০০ টাকা থেকে শুরু করে ৫০ হাজার; এমনকি সুযোগ বুঝে লাখ টাকাও নিয়েছে কারও কারও কাছ থেকে। ভুয়া জন্মদিনের কথা বলে নিয়েছে দামি উপহার। এমনকি বাসার জন্য মাছ, মাংসসহ বাজারও নিয়েছে। অভিযুক্ত সামিয়ার এসব অপকর্মের এবং বিভিন্ন পুরুষের কাছ থেকে টাকা লেনদেনের অডিও ও ম্যাসেজের তথ্য রয়েছে কালবেলার হাতে। একটি অডিওতে তাকে বলতে শোনা যায়, তুমি তো শুধু মাছ আর গোশত কিনে দিলে। তেল, লবণ কেনার জন্য আরও ৫ হাজার টাকা পাঠাও। তারপর রুম ডেটে যাব। বান্ধবীর দ্বারা এমন হেনস্তার শিকার হয়ে আইনের আশ্রয় নিয়েছেন সেই শিক্ষার্থী। বান্ধবীর নামে থানায় সাধারণ ডায়েরি করেছেন। কাছের বান্ধবীর এমন আচরণে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি কালবেলাকে বলেন, আমি রাস্তাঘাটে বের হতে পারছি না। সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি। বান্ধবী হয়ে আমার এত বড় ক্ষতি করল! আমি এই ঘটনার বিচার চাই। তার দ্বারা যেন অন্য কেউ আর প্রতারিত না হয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক কালবেলাকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এক শ্রেণির নারী প্রতারক চক্র পুরুষদের নানাভাবে প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। এসব ক্ষেত্রে পুরুষদের সচেতন হতে হবে। যে কোনো অ্যাপসে অ্যাকাউন্ট করার পর কোনো নারী সম্পর্কে ভালোভাবে না জেনে টাকা পাঠালে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে। এসব বিষয়ে জানতে অভিযুক্ত সামিয়ার মোবাইল ফোনে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর ফোনে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও কোনো উত্তর মেলেনি। ভুক্তভোগী ওই শিক্ষার্থী থানায় অভিযোগ করার পরই নিজের ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করে দিয়েছে সামিয়া। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানার পরিদর্শক পার্থ প্রতিম ব্রহ্মচারী কালবেলাকে বলেন, ভুক্তভোগী ওই শিক্ষার্থী একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
১০ মে, ২০২৪

জাল ভোট দিয়ে ভিডিও ফেসবুকে, যুবক আটক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জাল ভোট দেওয়ার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় হামিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৮ মে) উপজেলার দেওপাড়া ইউনিয়নের মনিগ্রামে অবস্থিত একটি কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটক হামিম হোসেন গোদাগাড়ী উপজেলার নিমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। পুলিশ জানায়, বুধবার দুপুর ২টার দিকে ‘এমডি হামিম হোসেন এসপি’ নামে একটি ফেসবুক আইডি থেকে জাল ভোট দেওয়ার ভিডিওটি আপলোড করা হয়। ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ৩টি চেয়ারম্যান, ৩টি মহিলা ভাইস চেয়ারম্যান ও ৩টি ভাইস চেয়ারম্যানের ব্যালটে একজন সিল মারছেন। ভোটদানকারী চেয়ারম্যান পদের বেলাল উদ্দিন সোহেলের দোয়াত-কলম মার্কাসহ অন্যান্য পদের পছন্দের প্রার্থীদের প্রতীকে সিল মারেন। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়লে অপর চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম ওই কেন্দ্রে ভোট বাতিলের দাবি জানিয়ে বলেন, একজন ভোটার ভোটকক্ষে ঢুকে চেয়ারম্যান পদের তিনটা ব্যালট পেপারে জাল ভোট দেন। এটা দেওপাড়া ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে ঘটেছে। তাই দেওপাড়া ইউনিয়নের নির্বাচন বাতিল চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী থানার ওসি আব্দুল মতিন বলেন, ‘হামিমসহ আরও একজন কেন্দ্রে একসঙ্গে প্রবেশ করেছিলেন। নিজে ভোট দিতে গিয়ে ভোটগ্রহণের গোপন কক্ষের ভিডিও ধারণ করে তা ফেসবুকে ভাইরাল করা হয়। পরে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’ রাজশাহী জেলা প্রশাসক শামীম আহম্মেদ বলেন, একসঙ্গে তিনজন ভোটগ্রহণের গোপন কক্ষে প্রবেশ করে তাদের ভোট দেয়। তারা কোনো ব্যালটের বান্ডিল নিয়ে যায়নি। তবে এটি একটি অপরাধ। এছাড়াও তারা কীভাবে একসঙ্গে ৩ জন প্রবেশ করল সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তারা এটি অন্যায় করেছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৮ মে, ২০২৪

প্রেমিকার টানে ভারতে বাংলাদেশি যুবক, অতঃপর...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘদিন ভারতীয় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশি এক যুবকের। একপর্যায়ে প্রেমিকাকে বাংলাদেশে নিয়ে আসতে ভারতে যান যুবক। সব ঠিক থাকলেও শেষে নারী পাচারের অভিযোগ তুলে প্রেমিকার পরিবারের হাতে মার খেয়েছেন বাংলাদেশি ওই যুবক। সম্প্রতি ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের মালবাজার এলাকায়।  স্থানীয় সূত্রে জানা গেছে,  ডুয়ার্সের মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় বাংলাদেশি যুবকের। কয়েক মাস কথা বলার পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যায়। একপর্যায়ে তরুণীকে বিয়ের প্রস্তাবও দেন ওই যুবক। তরুণী তাতে রাজিও হলে, তাকে বাংলাদেশে আনতে, পাসপোর্ট-ভিসা নিয়ে বৈধভাবে ভারতে যান ওই যুবক। আর বৈধভাবে বাংলাদেশে যেতে পৃথকভাবে পাসপোর্ট ভিসা করেন ওই তরুণীরও।  সোমবার (৬ মে) তরুণীকে নিতে আসতে মালবাজারে যান যুবক। বাড়িতে কিছু না জানিয়ে ওই যুবকের সঙ্গে পালিয়ে যান তরুণী। পরে মেয়ের খোঁজ না পেয়ে মেটেলি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে তার পরিবার। তদন্তে নেমে মোবাইলের নেটওয়ার্ক ট্রেস করে মঙ্গলবার (০৭ মে) মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে থেকে তাদের দুজনকে আটক করে মালবাজার পুলিশ। পরে মেটেলি থানাকে খবর দিলে তারা, মালবাজার থানায় গিয়ে ওই দুজনকে আটক করে মেটেলি  থানার দিকে রওনা হন। তবে মাঝপথেই ঘটে বিপত্তি। মালবাজার শহরের ক্যালটেক্স মোড়ে আচমকাই পুলিশের গাড়ি বিকল হয়ে যায়। আর সেই খবর পেয়ে তরুণীর পরিবার পুলিশের গাড়ি ঘেরাও করে। পরে আটক বাংলাদেশি যুবককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ হেফাজতে থাকাকালীন তাকে ব্যাপক মারধরও করা হয়। পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে তরুণীর পরিবারের সদস্যরা। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে মালবাজার থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক তরুণী ও যুবককে ফের মালবাজার থানায় নিয়ে যাওয়া হয়। তরুণীর পরিবারের অভিযোগ, ওই বাংলাদেশি যুবক এর আগে অন্তত তিনটি বিয়ে করেছেন। তিনি ওই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।    
০৮ মে, ২০২৪

পুকুর খননের সময় ট্রাকচাপায় যুবক নিহত
নাটোরের গুরুদাসপুরে পুকুর খনন করে মাটি নেওয়ার সময় ট্রাকচাপায় বাদল প্রামাণিক নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার মশিন্দা চরপাড়ার টেওশাগাড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল প্রামাণিক সিংড়া পৌর শহরের গোডাউন ঘাট মহল্লার বাসিন্দা। তিনি মাটিবাহী ট্রাকচালক হিসেবে কাজ করছিলেন।  স্থানীয়রা জানান, উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা চরপাড়া মৌজার টেওশাগাড়ি বিলের প্রায় ২০ বিঘা জমিতে পুকুর খনন করছিলেন ওই এলাকার বাসিন্দা আব্দুল লতিফ ও আবুল কালাম আজাদ। সেখানকার মাটি বহন করে একটি ইটভাটায় নেওয়া হচ্ছিল। সন্ধ্যায় সেখানে ট্রাকচালক হিসেবে কাজ করছিলেন নিহত বাদল প্রামাণিকও। সন্ধ্যার দিকে খননযন্ত্রের মাধ্যমে তার ট্রাকে মাটি বোঝাই করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। এ সময় ধাক্কা দেওয়া ট্রাকটি তাকে পিষ্ট করে চলে যায়। ঘটনাস্থলেই নিহত হন বাদল। তারা আরও জানান, বাদলের মৃত্যুর ঘটনাটি ঘটার পর দ্রুত খননযন্ত্রটি সরিয়ে একটি বাড়িতে রেখে পালিয়ে যান খননের কাজে নিয়োজিত লোকজন। পরে স্থানীয়রা রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বাদলের লাশ উদ্ধার করে নিয়ে যায়। গুরুদাসপুর থানার ওসি উজ্জল হোসেন কালবেলাকে বিষযটি নিশ্চিত করে বলেন, বাদলকে চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশটি রাতেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
০৬ মে, ২০২৪
X