সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে জীবন দাস (৩৫) নামে এক আদিবাসী যুবক।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে ডুবে থাকা জীবনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জীবন দাস শাহজাদপুর পৌর এলাকার বাগদিপাড়ার দুলাল চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও জীবন দাসের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে শিশু-কিশোররা পুকুরে গোসলে নেমে তাদের পায়ের সঙ্গে বাঁধে জীবনের দেহ। শিশু-কিশোরদের চিৎকারে স্থানীয়রা ডুবন্ত জীবনকে উদ্ধার করে ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার বলেন, দুপুরে গোসল করতে নেমে সবার অলক্ষ্যে ডুবে যায় জীবন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন