রাজবাড়ী জেলা মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
কুমকুম নজরুলকে সভাপতি এবং ইয়াসমিন আক্তার পিয়াকে সাধারণ সম্পাদক করে গঠিত রাজবাড়ী জেলা মহিলা দলের ১৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।  বুধবার (২৪ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় মহিলা দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের এই তথ্য জানানো হয়েছে। মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই কমিটি অনুমোদন দিয়েছেন।  এদিকে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সকলকে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য (দপ্তরের চলতি দায়িত্বপ্রাপ্ত) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান তারা। বিবৃতিতে বলা হয়, ৭ জানুয়ারি প্রহসনমূলক ও একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা কুক্ষিগত করে দখলদার আওয়ামী লীগ অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় আদালতকে দিয়ে ফরমায়েশি সাজা প্রদান, জামিন নামঞ্জুর ও কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে। আর সেটিরই ধারাবাহিকতায় উল্লিখিত নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। দখলদার আওয়ামী সরকারের এ ধরনের জুলুম প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। তারা বলেন, সারা দেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে মিথ্যা মামলাায় বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের সাজা প্রদান ও জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং উল্লিখিত নেতৃবৃন্দের সাজা বাতিল ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।
২৪ এপ্রিল, ২০২৪

রাজবাড়ী থানায় ঢুকে ওসিকে বৈদ্যুতিক শক
রাজবাড়ী সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধানকে বৈদ্যুতিক শকার যন্ত্র দিয়ে শক দিয়ে রক্তাক্ত জখম করেছে এক যুবক। রোববার বিকেলে ওসির কক্ষে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) নীহারিকা সরকার বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ বলছে, এটি বিরল ঘটনা। এমন ঘটনা রাজবাড়ীতে এর আগে কখনো ঘটেনি। অভিযুক্ত যুবক সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিগ্রিচর চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম। এ ঘটনায় তাকেসহ তার সঙ্গী লিটন শেখ ও আক্কাস আলী মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওসি ইফতেখারুল আলম প্রধানের ভাষ্য, রোববার বিকেলের দিকে শফিকুল ইসলাম নামে এক যুবক থানা প্রাঙ্গণে এলোমেলোভাবে ঘোরাফেরা করছিল। ওই সময় পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য তার অফিস কক্ষে নিয়ে আসেন। তখন ওই যুবকের শরীর তল্লাশি করে বৈদ্যুতিক শক দেওয়ার একটি যন্ত্র পাওয়া যায়। এতে যুবক ক্ষিপ্ত হয়ে হঠাৎ করেই ওই যন্ত্র দিয়ে তার ওপর আক্রমণ করে। আহত ওসির মুখে একটি সেলাই লেগেছে জানিয়ে পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ কালবেলাকে বলেন, অবৈধ বৈদ্যুতিক শকার কীভাবে শফিকুল ইসলাম হাতে পেল সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এসআই নীহারিকা সরকার বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টা মামলা করেছেন। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
১৩ ফেব্রুয়ারি, ২০২৪

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক রোমান গ্রেপ্তার
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে (৩৭) রাজবাড়ী সদর থানার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।  মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।  র‍্যাব-১০ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার আরিফুল ইসলাম রোমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে বিএনপির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থতির ব্যাঘাত ঘটাতে তারা আক্রমণাত্মক হয়ে পুলিশ, সাংবাদিক ও সাধারণ পথচারীদের ওপর হামলা চালায়। এ সময় তারা এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যাসহ কয়েকজনকে গুরুতর আহত করে। এ ঘটনায় রাজধানীর পল্টন থানা পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজাহার নামায় ৭৮ নম্বর আসামি ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। তাকে পল্টন থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।  রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাড. আসলাম মিয়া বলেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে আজ দুপুর ১টায় দিকে ঢাকার একটি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করেছে র‍্যাব। জেলা বিএনপির পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাকে নিঃস্বার্থ মুক্তির দাবি জানাই।
১৪ নভেম্বর, ২০২৩

দীর্ঘ ১১ বছর পর রাজবাড়ী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
দীর্ঘ ১১ বছর পর রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জেলা স্কুল মাঠে এ সম্মেলন হয়। সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। এ ছাড়া রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম, সহসভাপতি কাজী কেরামত আলী ও সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহসভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, যতকাল আওয়ামী লীগ থাকবে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। বিএনপি-জামায়াত এখন হরতাল দেয় না। কারণ, হরতাল দিয়ে তারা মানুষের কাছে সন্ত্রাসীতে পরিণত হয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, সব ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
২২ জুলাই, ২০২৩
X