দীর্ঘ ১১ বছর পর রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জেলা স্কুল মাঠে এ সম্মেলন হয়। সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। এ ছাড়া রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম, সহসভাপতি কাজী কেরামত আলী ও সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহসভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, যতকাল আওয়ামী লীগ থাকবে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। বিএনপি-জামায়াত এখন হরতাল দেয় না। কারণ, হরতাল দিয়ে তারা মানুষের কাছে সন্ত্রাসীতে পরিণত হয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, সব ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
মন্তব্য করুন