আবারও ইউনাইটেডে পা হড়কালো লিভারপুল
এই মৌসুম শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম বিখ্যাত ক্লাব লিভারপুল ছাড়বেন তাদের কোচ ইয়র্গেন ক্লপ। অলরেডদের প্রায় তিন দশকের অপেক্ষা ঘুঁচিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেওয়া এই কোচের বিদায় রাঙাতে এই মৌসুমে সম্ভাব্য সব ট্রফি জয়ের বাসনা নিয়ে মাঠে নেমেছিল সালাহ-নুনেজরা। তবে এই সম্ভাব্য সব ট্রফির একটি এফএ কাপ থেকে তারা বিদায় নেয় চিরশত্রু ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে। এবার একই দলের সাথে ড্র তে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেল ক্লপের শিষ্যরা। রোববার (৭ মার্চ) ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে ২-২ গোলে ড্র করে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান খুঁইয়েছে লিভারপুল। সালাহ এবং দিয়াজের গোল করলেও শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক গোল মিসের মাসুল হিসেবে ২ পয়েন্ট হারাল অলরেডরা। ইউনাইটেডের পক্ষে তাদের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ ও তরুণ মিডফিল্ড সেনসেশন কোবি মাইনো গোল করে। ম্যাচটির প্রথমার্ধ থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লিভারপুলের খেলোয়াড়েরা। প্রথমার্ধে তাদের আধিপত্য কতটুকু ছিল একটি পরিসংখ্যান দ্বারাই বোঝানো যায়। পুরো প্রথমার্ধে লিভারপুল স্বগতিকদের জালে ১৩টি শট নিয়েছে বিপরীতে ইউনাইটেড শট নিয়েছে সব মিলিয়ে শূন্যটি। প্রথম মিনিট থেকে গোলের নেশায় মত্ত থাকা দলটির অপেক্ষা করতে হয় ২৩ মিনিট পর্যন্ত। অ্যান্ডি রবার্টসনের কর্নার থেকে ডারউইন নুনেজের হেডে বল চলে যায় লুইস দিয়াজের কাছে। ইউনাইটেডের বাজে রক্ষণের সুযোগে ফাঁকায় থাকা দিয়াজ দারুণ এক স্করপিয়ন কিকে লিভারপুলকে এগিয়ে দেন। এরপর একাধিক সুযোগ এসেছিল অলরেডদের কাছে ম্যাচের ব্যবধান বাড়ানোর জন্য  তবে হাস্যকর সব গোল মিসে ম্যান ইউকে ম্যাচে ফেরার সুযোগ দেয় ম্যাক অ্যালিস্টার-দিয়াজরা। লিভারপুলের গোল মিস আর রক্ষণের ভুল ম্যাচে ফেরত নিয়ে আসে স্বাগতিকদের।  দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে লিভারপুলের ডিফেন্ডার কোনসাহর ভুলে দরকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। প্রায় মাঝ মাঠ থেকে বুদ্ধিদীপ্ত শটে গোল করেন এই পর্তুগীজ তারকা।   এরপর ৬৬ মিনিটে লিভারপুলকে হতাশায় ডুবিয়ে স্বাগতিকদের হয়ে দ্বিতীয় গোল করে প্রতিভাবান ইংলিশ মিডফিল্ডার কোবি মাইনো। মাঝমাঠে ক্যাসেমিরোর পাস দখলে নিয়ে লিভারপুলের রক্ষণে ঢুকে পড়েন মাইনো। বক্সে ঢোকার আগে পাস দেন ওয়ান-বিসাকাকে। এরপর তার থেকে ফিরতি বল পেয়ে লিভারপুলের জালে বল জড়িয়ে লিড এনে দেন ইউনাইটেডকে। এরপর ম্যাচে ফেরত আসার জন্য একের পর একে আক্রমণ করতে থাকে সালাহ-নুনেজরা। কিন্তু কোনোভাবেই তারা জালের দেখা পাচ্ছিল না। ব্যবধান ধরে রেখে জয়ের পথে হাঁটছিল রেড ডেভিলরা। কিন্তু ভুল করে বসেন ডিফেন্ডার ওয়ান-বিসাকা। ম্যাচের ৮৩ মিনিটে তার করা অপ্রয়োজনীয় এক ফাউল করে লিভারপুলকে পেনাল্টি উপহার দেন বিসাকা। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান মো সালাহ। শেষদিকে দিয়াজ জয় নিশ্চিত করার সুবর্ণ সুযোগ পায় লিভারপুল। তবে তা কাজে লাগাতে পারে নি তারা। এই ড্রয়ে  ৩১ ম্যাচে ১৫ জয় আর ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে ইউনাইটেড। অন্যদিকে ৩১ ম্যাচ শেষে ২২ জয় আর ৫ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে ইপিএল টেবিলের দুই নম্বরে অবস্থান তাদের।    
০৮ এপ্রিল, ২০২৪

সিটি-আর্সেনালের ড্র, শীর্ষেই থাকল লিভারপুল
ব্রাইটানকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে বসলেও স্বস্তিতে ছিল না লিভারপুল। ম্যানচেস্টার সিটির মাঠে আর্সেনাল জিতলে শীর্ষস্থান হাতছাড়া হতো অলরেডদের। ইত্তিহাদের ম্যাচ গোলশূন্যভাবে শেষ হওয়ায় শীর্ষেই থাকল ইয়ুর্গেন ক্লপের দল। ৬৭ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে থাকলেও শেষদিকের নাটকীয়তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। তৃতীয় স্থানে থাকা সিটির সংগ্রহ ৬৪ পয়েন্ট। ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইটা তিন দলেই সীমাবদ্ধ হয়ে আছে। চতুর্থ স্থানে থাকা অ্যাস্টনভিলা শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে। ঘরের মাঠ অ্যানফিল্ডে ব্রাইটনের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে লিভারপুল। ড্যানি ওয়েলব্যাকের দ্বিতীয় মিনিটের গোলের পর লুইস দিয়াজ ২৭ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান। বিরতির পর, ৬৫ মিনিটে মোহামেদ সালাহ ম্যাচের ভাগ্য লিখে দেন। স্কোরলাইন ২-১ হওয়ার পর দিয়াজ আরও একবার বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে ওই গোল বৈধতা পায়নি। ইত্তিহাদ স্টেডিয়ামে হারলে শিরোপা রেস থেকে ছিটকে যাওয়ার শঙ্কা ছিল। হয়তো এ কারণে দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও রক্ষণটা আঁটোসাঁটো রেখেছিল। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা হলেও ডেডলক ভাঙতে পারেনি কোনো দলই। বরাবরের মতো এদিনও পাসের ফুলঝুরি ছুটিয়েছে পেপ গার্দিওলার ম্যানসিটি। ৭০ শতাংশ বল দখলে রেখেছিল দলটি। ম্যাচে স্বাগতিকরা ১২ শট নিলেও গোলের লক্ষ্য ছিল মাত্র একটি। ম্যানসিটির অর্ধেক, ৬ শটের দুটি পোস্টে রাখলেও আর্সেনাল তার সুফল তুলতে পারেনি। ম্যাচে পেশিশক্তির প্রদর্শনও হয়েছে— প্রথম ৩০ মিনিটেই ফাউল হয় আটবার!
০১ এপ্রিল, ২০২৪

ক্লপের লিভারপুল ১০০০ অপরাজিত লেভারকুসেন
ইয়ুর্গেন ক্লপের যুগে ১ হাজার গোলের মাইলফলক ছুঁয়েছে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭৬ মাচে এমন কৃতিত্ব গড়েছে দলটি। বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্পার্তা প্রাহাকে ৫-১ গোলে গুঁড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল। একই দিনে ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিছিয়ে পড়েও কারাবাগের বিপক্ষে ২-২ গোলে ড্র করছে লেভারকুসেন। এর ফলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একমাত্র অপরাজিত দল তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে জার্মান দলটি অপরাজিত টানা ৩৪ ম্যাচে। লিভাপুলে টানা ৯ মৌসুমে প্রায় সব কাপ জিতেছেন ক্লপ। এখনো অধরা ইউরোপা লিগ শিরোপা। চলতি মৌসুম শেষে লিভারপুল থেকে বিদায় নেওয়ার আগে ট্রফিটা পেলে সাফল্যের বৃত্ত পূরণ হয়। সেই পথে ভালোভাবেই এগিয়ে চলছে লিভারপুল। বৃহস্পতিবার প্রাহার লেতনা স্টেডিয়ামে ৬ মিনিটেই পেনাল্টি গোলে এগিয়ে যায় লিভারপুল। গোলটি করেন আর্জেন্টিনা তারকা অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডারউইন নুনেজ। এটিই ক্লপ যুগে লিভারপুলের এক হাজারতম গোল। ক্লাব ফুটবলে এমন কীর্তি আছে শুধু পেপ গার্দিওলার। তার অধীনে সিটি এক হাজারতম গোলের মাইলফলক স্পর্শ করেছিল ৪০৪ ম্যাচে। বৃহস্পতিবার স্পার্তার বিপক্ষে তৃতীয় গোলটিও করেন নুনেজ। ৫৩ মিনিটে লুইস দিয়াজ চতুর্থ গোলটি করেন। লিভারপুল শেষ গোলটি পেয়েছে শেষ বাঁশি বাজার ঠিক আগে। ম্যাচের ৪৬তম মিনিটে আত্মঘাতী গোল করে কনর ব্রাডলি স্পার্তাকে একটি গোল শোধের সুযোগ করে দেন। ম্যাচ শেষে নুনেজের প্রশংসা করে ক্লপ বলেন, ‘লিভারপুলে আসার পর নুনেজকে মানিয়ে নিতে হতো, সেই সময় এখন শেষ হয়েছে এবং সে দলে দারুণ মানিয়ে নিয়েছে। সত্যি বলতে, তার সামর্থ্যের শেষ নেই।’ তিনি আরও বলেন, ‘সে কি তার ফর্মের চূড়ায় পৌঁছেছে? না, আমার কাছে এখনো তা মনে হয় না। সে কি আরও উন্নতি করতে পারে? আমার উত্তর হ্যাঁ। প্রতিপক্ষের জন্য সে কি সবসময় ভয়ংকর একজন ফুটবলার? উত্তর অবশ্যই হ্যাঁ।’ ইউরোপা লিগে বৃহস্পতিবার জয় পেয়েছে রোমা, মার্শেই আর এসি মিলানও। ব্রাইটনকে ৪-০ গোলে হারিয়েছে রোমা। স্পেনের ভিয়ারিয়ালকে ৪-০ গোলে হারিয়েছে ফ্রান্সের মার্শেই। স্লাভিয়া প্রাহার বিপক্ষে ৪-২ গোলে জিতেছে এসি মিলান। তবে দারুণ রোমাঞ্চ জাগানো ড্র করে অপরাজিত থেকেছে লেভারকুসেন। প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে ছিল তারা। ৭০ মিনিটে ফ্লোরিয়ান উইজ একটি গোল শোধ করেন। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে প্যাট্রিক শিকের গোলে সমতায় ফেরে জার্মান ক্লাবটি।
০৯ মার্চ, ২০২৪

রেকর্ড দশম লিগ কাপ জিতল লিভারপুল
ইংলিশ লিগ কাপের ফাইনালে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। রুদ্ধশ্বাস ফাইনালে চেলসিকে হারিয়ে প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ড দশমবার শিরোপা জিতল ইয়ুর্গেন ক্লপের দল। ২০২১-২২ মৌসুমের পর আবারও লিগ কাপ জিতল অলরেডরা। রোববার (২৫ ফেব্রুয়ারি) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে লিগ কাপের শিরোপা জিতেছে লিভারপুল। ১১৮ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ২০২২ সালের ফাইনালেও মুখোমুখি হয়েছিল চেলসি-লিভারপুল। সেবার ব্লুজদের হারিয়ে শেষটা রঙিয়েছিল অল রেডরা। ২১ শটের ‘ম্যারাথন’ টাইব্রেকারে ১১–১০ ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল। এবার আর পেনাল্টি শুটআউটে গড়ায়নি ফাইনাল। অতিরিক্র সময়ে চেলসিকে হারিয়ে রেকর্ড দশমবারের মতো লিগ কাপের শিরোপা ঘরে তুলল ক্লপের দল। ম্যাচের শুরু থেকেই চেলসির রক্ষণে চাপ বাড়ায় লিভারপুল। আচমকা ২০ মিনিটে এগিয়ে যেতে পারত চেলসি। কোল পালমারের জোরাল শট রুখে দেন লিভারপুল গোলরক্ষক কেলাহার। ৩২তম মিনিটে গোল পেয়ে যায় ব্লুজরা। রাহিম স্টার্লিংয়ের গোলটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। বিরতির আগে কোডি গাকপোর হেড বাধা পায় পোস্টে। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে এবার লিভারপুলের গোল বাতিল করেন রেফারি। জাপানি মিডফিল্ডার ওয়াতারু এন্দো অফসাইডে থাকায় বঞ্চিত হয় অল রেডরা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। চেলসি গোলরক্ষকের পেত্রভিচের কল্যাণে জাল অক্ষত থাকে ব্লুজদের। বার বার ত্রাণকর্তা হইয়ে হাজির হন সার্বিয়া কিপার। দীর্ঘ লড়াইয়ের পর ম্যাচ যখন টাইব্রেকারে গড়ানোর পথে, ঠিক তখনই দলকে উৎসবের উপলক্ষ এনে দেন ফন ডাইক। কর্নারে উড়ে আসা বল লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন ডাচ ডিফেন্ডার। বাকিটা সময় জাল অক্ষত রেখে উৎসব শুরু করে লিভারপুল। বিদায়ী মৌসুমে নিজের প্রথম শিরোপা জিতলেন ক্লপ।
২৬ ফেব্রুয়ারি, ২০২৪

দুই ঘণ্টায় ম্যানসিটিকে নিচে নামাল লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও শীর্ষে উঠে এসেছে লিভারপুল। দুই ঘণ্টার ব্যবধানে ম্যানচেস্টার সিটির কাছ থেকে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ইয়ুর্গেন ক্লপের দল। পয়েন্ট টেবিলের তলানির দল বার্নলিকে হারিয়ে জয়ে ফিরেছে লিভারপুল। শনিবার (১০ ফেব্রুয়ারি) হোম ভেন্যু  অ্যানফিল্ডে ইপিএলের ম্যাচে বার্নলিকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। অল রেডদের হয়ে গোলের দেখা পেয়েছেন ডিয়েগো জোতা, লুইস দিয়াজ ও ডারউইন নুনেজ। এভারটনকে ২-০ গোলে হারিয়ে দীর্ঘ ৭৭ দিন পর প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছিল ম্যানসিটি। তবে বার্নলিকে হারিয়ে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে সিটিজেনদের কাছ থেকে শীর্ষস্থান দখল নেয় লিভারপুল। গতবারের ট্রেবল জয়ীদের জন্য এবার লিগ জেতা যে সহজ হবে না তা বুঝিয়ে দিল ইয়ুর্গেন ক্লপের দল।  ঘরের মাঠে লিভারপুলের সঙ্গে সমানতালে লড়ছিল বার্নলি। বারবার প্রতিপক্ষের রক্ষণে আক্রমণের পসরা সাজায় স্বাগতিকরা। ৩১ মিনিটে প্রথমবার এগিয়ে যায় লিভারপুল। আলেক্সজান্ডার আর্নল্ডের অ্যাসিস্টে গোল করেন ডিয়েগো জোতা। তবে প্রথমার্ধেই সমতায় ফিরে আসে বার্নলি। আইরিশ ডিফেন্ডার ডারা ওশিয়া দুর্দান্ত গোল করেন।  দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভাবে নেয় লিভারপুল। ৫২ মিনিটের মাথায় হার্ভে এলিয়টের ক্রসে ব্যবধান ২-০ করেন লুইস দিয়াজ। ৭৯ মিনিটের মাথায় আবারও বার্নলির ডি-বক্সে এলিয়টের ক্রস। এবার হেডে লক্ষ্যভেদ করেন উরুগুয়ের ফরোয়ার্ড ডারউইন নুনেজ। আর তাতেই ৩-১ ব্যবধানে জিতে ম্যানসিটির কাছে থেকে শীর্ষস্থান পুনরুদ্ধার করে লিভারপুল।   এই জয়ে ২৪ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৫৪। এক ম্যাচ কম খেলা ম্যানসিটির সংগ্রহ ৫২ পয়েন্ট।  
১১ ফেব্রুয়ারি, ২০২৪

চেলসিকে বিধ্বস্ত করে শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল। নিউক্যাসেল, বার্নলি ও বোর্নমাউথের পর জায়ান্ট চেলসির জালে ১ হালি গোল দিয়েছে অল রেডরা। নিজেদের হোম ভেন্যুতে ব্লুজদের পাত্তায় দেয়নি ইয়ুর্গেন ক্লপের দল। ফরাসি স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুনকু ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। বুধবার (৩১ জানুয়ারি) রাতে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল। একটি করে গোলের দেখা পেয়েছেন দিয়েগো জোটা, কনর ব্র্যাডলি, ডমিনিক সোবোস্লাই ও লুইস দিয়াজ।    লিভারপুলের ঘরের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেনি চেলসি।  গোলপোস্টে ১৩টি শট লক্ষ্যে রাখে স্বাগতিকরা। অন্যদিকে মাত্র ৩টি শট নিতে সক্ষম হয় পালমির-স্টার্লিংরা। অ্যানফিল্ডে ৮ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত লিভারপুল। তবে ডারউইন নুনেজের দূরপাল্লার শট ক্রসবারে বাধাপ্রাপ্ত হয়। ১০ মিনিট পর আবারও উরুগুইয়ান ফরোয়ার্ডের শট পোস্টে লেগে বাইরে চলে যায়। ২৩ মিনিটে আর ঠেকানো যায়নি লিভারপুলকে। ব্র্যাডলির পাসে ম্যাচের প্রথম গোলটি করেন দিয়োগো জোটা। ৩৯ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ব্যাডলি। লুইস দিয়াজের পাসে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই নর্দান আয়ারল্যান্ড ডিফেন্ডার। বিরতির পরও আধিপত্য ধরে রাখে লিভারপুল। ৬১ মিনিটে ব্যবধান ৩-০ করেন ডমিনিক সোবোস্লাই। আবার অ্যাসিস্ট করেন ডিফেন্ডার ব্র্যাডলি। তার ক্রস থেকে হেডের সাহায্যে গোলটি করেন হাঙ্গেরিয়ান মিডফিল্ডার। তবে ৭১ মিনিটের সময় চেলসির হয়ে একমাত্র গোলটি করেন এনকুনকু। ৭৮ মিনিটে চেলসির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ।  এই জয়ে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। ২২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে মাউরিসিও পচেত্তিনোর চেলসি। 
০১ ফেব্রুয়ারি, ২০২৪

নরউইচকে গোলবন্যায় ভাসিয়ে পঞ্চম রাউন্ডে লিভারপুল
নরউইচ সিটিকে গোলবন্যায় ভাসিয়ে এফএ কাপের কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে লিভারপুল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষকে ঘরের মাঠে কোনো রকম পাত্তায় দেয়নি জার্গেন ক্লপের শিষ্যরা। প্রথমাধে সমানতালে লড়লেও দ্বিতীয়ার্ধে শেষে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে নরউইচ।   রোববার (২৮ জানুয়ারি) এফএ কাপের কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে নরউইচ সিটিকে ৫-২ গোলে হারিয়েছে লিভারপুল। অলরেডদের হয়ে কুর্টিস জোনস, ডারউইন নুনেজ, ডিয়েগো জোটা, ভার্জিল ফন ডাইক ও রায়ান গ্রেনভেনব্রেচ একটি করে গোল করেন।    ঘরের মাঠে ১৬ মিনিটের মাথায় এগিয়ে যায় লিভারপুল। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি নরউইচ সিটিও। ২২ মিনিটে ব্যবধান ১-১ করেন গিবসন। ২৮ মিনিটে আবারও পিছিয়ে যায় নরউইচ। ডারউইন নুনেজ ব্যবধান দ্বিগুণ করেন।  দ্বিতীয়ার্ধে নরউইচকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে লিভারপুল। ৫৩ মিনিটে গোল ব্যবধান ৩-১ করেন ডিয়েগো জোটা। ৬৩ মিনিটে ডোমিনিক সোবোলসযাইয়ের অ্যাসিস্ট থেকে গোল করে সেটাকে ৪-১ করেন ভার্জিল ফন ডাইক। ৬৯ মিনিটে বোরজা সাইঞ্জের গোলে ব্যবধান ৪-২ করে নরউইচ। তবে অতিরিক্ত সময়ে লিভারপুলের হয়ে পঞ্চম গোলটি করেন ডাচ মিডফিল্ডার রায়ান গ্রেনভেনব্রেচ। ফলে ৫-২ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।  
২৮ জানুয়ারি, ২০২৪

লিভারপুল ছাড়ার ঘোষণা ক্লপের
৯ বছরের লিভারপুল অধ্যায় শেষ করার ঘোষণা দিলেন ইয়ুর্গেন ক্লপ। চলতি মৌসুম শেষে ইংলিশ ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন এ জার্মান কোচ। ২০১৫ সালের অক্টোবরে ইংলিশ পরাশক্তিদের দায়িত্ব নিয়েছিলেন। তার হাত ধরেই প্রায় ৩০ বছরের ব্যর্থতা ঝেড়ে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে অলরেডরা। তার আগের মৌসুমে লিভারপুলকে ইউরোপ সেরা করিয়েছেন ৫৬ বছর বয়সী এ কোচ। ২০২১-২২ মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ের পথে ছিল ক্লাবটি। ঘরোয়া ডাবল জিতলেও শেষদিকে ম্যানচেস্টার সিটির কাছে লিগ শিরোপা হারাতে হয়েছে। ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটির সঙ্গে ক্লপের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৬ সালে। তার আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে বসলেন এ কোচ। সেটা কী কারণে—এখনই খোলাসা করেননি জার্মান কোচ। অচিরেই নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করবেন বলে জানিয়েছেন জার্মান কোচ। ‘নভেম্বরেই নিজের সিদ্ধান্ত ক্লাবকে জানিয়ে রেখেছি। এমন সিদ্ধান্তের পেছনের কারণ অবশ্যই আমি ব্যাখ্যা করব’—বলছিলেন ইয়ুর্গেন ক্লপ। ক্লপ ঘোষণা দিলেও লিভারপুলের তরফ থেকে এখনো এ নিয়ে কিছু বলা হয়নি। প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে না হারলে ক্লপের লিভারপুল অধ্যায় আরও বর্ণিল হতো।
২৭ জানুয়ারি, ২০২৪

লিভারপুল ছাড়ার ঘোষণা ক্লপের
৯ বছরের লিভারপুল অধ্যায় শেষ করার ঘোষণা দিলেন ইয়ুর্গেন ক্লপ। চলতি মৌসুম শেষে ইংলিশ ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন এ জার্মান কোচ। ২০১৫ সালের অক্টোবরে ইংলিশ পরাশক্তিদের দায়িত্ব নিয়েছিলেন। তার হাত ধরেই প্রায় ৩০ বছরের ব্যর্থতা ঝেড়ে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে অলরেডরা। তার আগের মৌসুমে লিভারপুলকে ইউরোপ সেরা করিয়েছেন ৫৬ বছর বয়সী এ কোচ। ২০২১-২২ মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ের পথে ছিল ক্লাবটি। ঘরোয়া ডাবল জিতলেও শেষদিকে ম্যানচেস্টার সিটির কাছে লিগ শিরোপা হারাতে হয়েছে। ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটির সঙ্গে ক্লপের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৬ সালে। তার আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে বসলেন এ কোচ। সেটা কী কারণে—এখনই খোলাসা করেননি জার্মান কোচ। অচিরেই নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করবেন বলে জানিয়েছেন জার্মান কোচ। ‘নভেম্বরেই নিজের সিদ্ধান্ত ক্লাবকে জানিয়ে রেখেছি। এমন সিদ্ধান্তের পেছনের কারণ অবশ্যই আমি ব্যাখ্যা করব’—বলছিলেন ইয়ুর্গেন ক্লপ। ক্লপ ঘোষণা দিলেও লিভারপুলের তরফ থেকে এখনো এ নিয়ে কিছু বলা হয়নি। প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে না হারলে ক্লপের লিভারপুল অধ্যায় আরও বর্ণিল হতো।
২৭ জানুয়ারি, ২০২৪

লিভারপুল ছাড়ার ঘোষণা ক্লপের
৯ বছরের লিভারপুল অধ্যায় শেষ করার ঘোষণা দিলেন ইয়ুর্গেন ক্লপ। চলতি মৌসুম শেষে ইংলিশ ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন এ জার্মান কোচ। ২০১৫ সালের অক্টোবরে ইংলিশ পরাশক্তিদের দায়িত্ব নিয়েছিলেন। তার হাত ধরেই প্রায় ৩০ বছরের ব্যর্থতা ঝেড়ে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে অলরেডরা। তার আগের মৌসুমে লিভারপুলকে ইউরোপ সেরা করিয়েছেন ৫৬ বছর বয়সী এ কোচ। ২০২১-২২ মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ের পথে ছিল ক্লাবটি। ঘরোয়া ডাবল জিতলেও শেষদিকে ম্যানচেস্টার সিটির কাছে লিগ শিরোপা হারাতে হয়েছে। ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটির সঙ্গে ক্লপের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৬ সালে। তার আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে বসলেন এ কোচ। সেটা কী কারণে—এখনই খোলাসা করেননি জার্মান কোচ। অচিরেই নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করবেন বলে জানিয়েছেন জার্মান কোচ। ‘নভেম্বরেই নিজের সিদ্ধান্ত ক্লাবকে জানিয়ে রেখেছি। এমন সিদ্ধান্তের পেছনের কারণ অবশ্যই আমি ব্যাখ্যা করব’—বলছিলেন ইয়ুর্গেন ক্লপ। ক্লপ ঘোষণা দিলেও লিভারপুলের তরফ থেকে এখনো এ নিয়ে কিছু বলা হয়নি। প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে না হারলে ক্লপের লিভারপুল অধ্যায় আরও বর্ণিল হতো।
২৭ জানুয়ারি, ২০২৪
X