ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল। নিউক্যাসেল, বার্নলি ও বোর্নমাউথের পর জায়ান্ট চেলসির জালে ১ হালি গোল দিয়েছে অল রেডরা। নিজেদের হোম ভেন্যুতে ব্লুজদের পাত্তায় দেয়নি ইয়ুর্গেন ক্লপের দল। ফরাসি স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুনকু ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
বুধবার (৩১ জানুয়ারি) রাতে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল। একটি করে গোলের দেখা পেয়েছেন দিয়েগো জোটা, কনর ব্র্যাডলি, ডমিনিক সোবোস্লাই ও লুইস দিয়াজ।
লিভারপুলের ঘরের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেনি চেলসি। গোলপোস্টে ১৩টি শট লক্ষ্যে রাখে স্বাগতিকরা। অন্যদিকে মাত্র ৩টি শট নিতে সক্ষম হয় পালমির-স্টার্লিংরা। অ্যানফিল্ডে ৮ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত লিভারপুল। তবে ডারউইন নুনেজের দূরপাল্লার শট ক্রসবারে বাধাপ্রাপ্ত হয়। ১০ মিনিট পর আবারও উরুগুইয়ান ফরোয়ার্ডের শট পোস্টে লেগে বাইরে চলে যায়।
২৩ মিনিটে আর ঠেকানো যায়নি লিভারপুলকে। ব্র্যাডলির পাসে ম্যাচের প্রথম গোলটি করেন দিয়োগো জোটা। ৩৯ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ব্যাডলি। লুইস দিয়াজের পাসে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই নর্দান আয়ারল্যান্ড ডিফেন্ডার।
বিরতির পরও আধিপত্য ধরে রাখে লিভারপুল। ৬১ মিনিটে ব্যবধান ৩-০ করেন ডমিনিক সোবোস্লাই। আবার অ্যাসিস্ট করেন ডিফেন্ডার ব্র্যাডলি। তার ক্রস থেকে হেডের সাহায্যে গোলটি করেন হাঙ্গেরিয়ান মিডফিল্ডার। তবে ৭১ মিনিটের সময় চেলসির হয়ে একমাত্র গোলটি করেন এনকুনকু। ৭৮ মিনিটে চেলসির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ।
এই জয়ে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। ২২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে মাউরিসিও পচেত্তিনোর চেলসি।
মন্তব্য করুন