ইংলিশ লিগ কাপের ফাইনালে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। রুদ্ধশ্বাস ফাইনালে চেলসিকে হারিয়ে প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ড দশমবার শিরোপা জিতল ইয়ুর্গেন ক্লপের দল। ২০২১-২২ মৌসুমের পর আবারও লিগ কাপ জিতল অলরেডরা।
রোববার (২৫ ফেব্রুয়ারি) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে লিগ কাপের শিরোপা জিতেছে লিভারপুল। ১১৮ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক।
২০২২ সালের ফাইনালেও মুখোমুখি হয়েছিল চেলসি-লিভারপুল। সেবার ব্লুজদের হারিয়ে শেষটা রঙিয়েছিল অল রেডরা। ২১ শটের ‘ম্যারাথন’ টাইব্রেকারে ১১–১০ ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল। এবার আর পেনাল্টি শুটআউটে গড়ায়নি ফাইনাল। অতিরিক্র সময়ে চেলসিকে হারিয়ে রেকর্ড দশমবারের মতো লিগ কাপের শিরোপা ঘরে তুলল ক্লপের দল।
ম্যাচের শুরু থেকেই চেলসির রক্ষণে চাপ বাড়ায় লিভারপুল। আচমকা ২০ মিনিটে এগিয়ে যেতে পারত চেলসি। কোল পালমারের জোরাল শট রুখে দেন লিভারপুল গোলরক্ষক কেলাহার। ৩২তম মিনিটে গোল পেয়ে যায় ব্লুজরা। রাহিম স্টার্লিংয়ের গোলটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। বিরতির আগে কোডি গাকপোর হেড বাধা পায় পোস্টে।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে এবার লিভারপুলের গোল বাতিল করেন রেফারি। জাপানি মিডফিল্ডার ওয়াতারু এন্দো অফসাইডে থাকায় বঞ্চিত হয় অল রেডরা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। চেলসি গোলরক্ষকের পেত্রভিচের কল্যাণে জাল অক্ষত থাকে ব্লুজদের। বার বার ত্রাণকর্তা হইয়ে হাজির হন সার্বিয়া কিপার।
দীর্ঘ লড়াইয়ের পর ম্যাচ যখন টাইব্রেকারে গড়ানোর পথে, ঠিক তখনই দলকে উৎসবের উপলক্ষ এনে দেন ফন ডাইক। কর্নারে উড়ে আসা বল লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন ডাচ ডিফেন্ডার। বাকিটা সময় জাল অক্ষত রেখে উৎসব শুরু করে লিভারপুল। বিদায়ী মৌসুমে নিজের প্রথম শিরোপা জিতলেন ক্লপ।
মন্তব্য করুন