ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও শীর্ষে উঠে এসেছে লিভারপুল। দুই ঘণ্টার ব্যবধানে ম্যানচেস্টার সিটির কাছ থেকে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ইয়ুর্গেন ক্লপের দল। পয়েন্ট টেবিলের তলানির দল বার্নলিকে হারিয়ে জয়ে ফিরেছে লিভারপুল।
শনিবার (১০ ফেব্রুয়ারি) হোম ভেন্যু অ্যানফিল্ডে ইপিএলের ম্যাচে বার্নলিকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। অল রেডদের হয়ে গোলের দেখা পেয়েছেন ডিয়েগো জোতা, লুইস দিয়াজ ও ডারউইন নুনেজ।
এভারটনকে ২-০ গোলে হারিয়ে দীর্ঘ ৭৭ দিন পর প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছিল ম্যানসিটি। তবে বার্নলিকে হারিয়ে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে সিটিজেনদের কাছ থেকে শীর্ষস্থান দখল নেয় লিভারপুল। গতবারের ট্রেবল জয়ীদের জন্য এবার লিগ জেতা যে সহজ হবে না তা বুঝিয়ে দিল ইয়ুর্গেন ক্লপের দল।
ঘরের মাঠে লিভারপুলের সঙ্গে সমানতালে লড়ছিল বার্নলি। বারবার প্রতিপক্ষের রক্ষণে আক্রমণের পসরা সাজায় স্বাগতিকরা। ৩১ মিনিটে প্রথমবার এগিয়ে যায় লিভারপুল। আলেক্সজান্ডার আর্নল্ডের অ্যাসিস্টে গোল করেন ডিয়েগো জোতা। তবে প্রথমার্ধেই সমতায় ফিরে আসে বার্নলি। আইরিশ ডিফেন্ডার ডারা ওশিয়া দুর্দান্ত গোল করেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভাবে নেয় লিভারপুল। ৫২ মিনিটের মাথায় হার্ভে এলিয়টের ক্রসে ব্যবধান ২-০ করেন লুইস দিয়াজ। ৭৯ মিনিটের মাথায় আবারও বার্নলির ডি-বক্সে এলিয়টের ক্রস। এবার হেডে লক্ষ্যভেদ করেন উরুগুয়ের ফরোয়ার্ড ডারউইন নুনেজ। আর তাতেই ৩-১ ব্যবধানে জিতে ম্যানসিটির কাছে থেকে শীর্ষস্থান পুনরুদ্ধার করে লিভারপুল।
এই জয়ে ২৪ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৫৪। এক ম্যাচ কম খেলা ম্যানসিটির সংগ্রহ ৫২ পয়েন্ট।
মন্তব্য করুন