উপজেলা পরিষদ নির্বাচন / ভাতিজার কাছে হারলেন জেলা আ.লীগ সভাপতি
ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম। তিনি নির্বাচনে তার চাচা জেলা আ.লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে পরাজিত করেন।   বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।  প্রাপ্ত ফলাফল অনুযায়ী ঘোড়া প্রতীক নিয়ে উপজেলা  চেয়ারম্যান পদে ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকের প্রার্থী সাংবাদিক আকবর খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান কলসি প্রতীকের প্রার্থী হাসিনা আকতার বিউটিকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এতে ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম  ঘোড়া প্রতীক নিয়ে ২৭,২৪৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছহাব উদ্দিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫,৪৩৮ ভোট। এ ছাড়া অন্য আরেক প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৯৬৫ ভোট পেয়েছেন। কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ দ্বীপ উপজেলায় প্রথমবারের ভোটের মাঠে এসে বাজিমাত করেছেন ব্যারিস্টার হানিফ। তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলামের ভাতিজা। চাচাকে হারিয়ে দ্বীপের হাল ধরেছেন তিনি।
৩ ঘণ্টা আগে

গাইবান্ধায় ভোট বর্জন করল উপজেলা আ.লীগ সভাপতি
গাইবান্ধার ফুলছড়িতে উপজেলা নির্বাচনের ভোট বর্জন করেছেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ। বুধবার (৮ মে) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে কঞ্চিপাড়া এমএইউ স্কুল ভোটকেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এ ভোট বর্জনের ঘোষণা দেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯টি উপজেলার সঙ্গে গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর ১ ঘণ্টা পর থেকে ফুলছড়ি উপজেলার বিভিন্ন চরের ১৫-২০টির বেশি কেন্দ্রে ভোট ডাকাতির অভিযোগ আসতে শুরু করে। এ সময় ঘোড়া মার্কা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম পারভেজ অভিযোগগুলো রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালেও তারা কোনো অভিযোগ আমলে নেননি বলে জানিয়েছেন সেলিম পারভেজ। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য গোপনে তার পছন্দের মোটরসাইকেল প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করার চেষ্টা করছেন। ভোটের আগের দিন রাতে নিজ বাড়িতে ডেকে এ উপজেলার বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সকলকে হুমকি-ধমকিসহ বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করেছেন। আর এ কারণেই আমার সাধারণ ভোটাররা আজ আতঙ্কিত। যেখানে আমার ৮০ শতাংশ ভোট পাওয়ার কথা সেখানে আমাকে নির্বাচন বর্জন করতে হলো। স্থানীয় সংসদ সদস্যের এ আচরণ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙের শামিল। এ সময় তিনি আরও বলেন, ফজলুপুর, ফুলছড়ি, এরেন্ডাবাড়ী ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান, তাদের ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে ঐ ইউনিয়নগুলোর বিভিন্ন কেন্দ্র দখল করে ন্যক্কারজনকভাবে ভোট ডাকাতি করেছেন। জিএম সেলিম পারভেজ আরও বলেন, আমি সকাল থেকে প্রায় ২০ বার অভিযোগগুলো রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তাকে জানালেও তারা ব্যবস্থা নিচ্ছি বলে পাশ কাটিয়ে যান। তারা সেই সময় অভিযোগগুলো আমলে নিয়ে ব্যবস্থা নিলে এ পরিস্থিতি হতো না। এ রকম একতরফা ভোট করায়, ভোটকে আবারও প্রশ্নবিদ্ধ করায়, এলাকার মানুষের ভোটের  প্রতি আরও আস্থার সংকট সৃষ্টি হলো। সেলিম পারভেজ এ ভোট কারচুপির বিষয়ে তদ্ন্ত করে সৃষ্ট বিচারসহ পুনরায় ভোটের দাবি করেন।
২১ ঘণ্টা আগে

শাবির স্পোর্টস সাস্ট’র সভাপতি মাসুদ সম্পাদক আইয়ুব
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ক্রীড়াবিষয়ক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’র ১৯তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।  নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা ও সাধারণ সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. আইয়ুব হোসাইনকে  মনোনীত করা হয়েছে। রোববার (৫ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ১৮তম কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে এবং ১৯তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণা করেন সদ্যবিদায়ী কমিটির সভাপতি শাইখ হাসান দিপ্ত। এদিন রাতে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মো. নাইমুর রহমান, সহসভাপতি রাউফুন জাহান মিলেনিয়াম ও আবিদ হাসান নাইম, যুগ্ম সম্পাদক হিসেবে জয় চৌধুরী, মো. ফারহান তামিম ভুইয়া, সহসাধারণ সম্পাদক হাসিন আবরার, সাজ্জাদুর রহমান শিহাব, মোস্তাহাসান সিয়াম, তানজিদ রহমান অপুর্ব, ইয়াসিন বাশার, রেদুয়ানুল করিম, স্পোর্টস সাস্ট স্কুল পরিচালক মো. জুবায়ের হোসাইন সালমান, সহ-স্পোর্টস সাস্ট স্কুল পরিচালক আব্দুল্লাহ আল মাহফুজ, রায়হান ফেরদৌস, সাজিদুল সাজিদ, গণসংযোগ সম্পাদক আহমেদ নাইম, সহগণসংযোগ সম্পাদক তানবির শাহরিয়ার, নিবির আহমেদ ও মুহই সারদ। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে সাজ্জাদুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মো. ইমাম হোসাইন নয়ন, দুর্জয় বনিক, মো. আব্দুল খালেক জিসান, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাকি এ কাউসার, সহ-কোষাধ্যক্ষ, এস এম তৌহিদুর রহমান, শাহরিয়ার মুসতাক মাহি, প্রিয়ব্রত দাস পার্থ, মো. রাজু ইসলাম, প্রকাশনা সম্পাদক আরিফ জাওয়াদ, সহপ্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, কাউসার আহমেদ হৃদয়, মুসলিম উদ্দিন, নিয়ামুল হাসান সাজিন, আসিফ আদনান, প্রচার সম্পাদক ইমামুল হোসাইন পিয়াস, সহপ্রচার সম্পাদক কাজী আক্তারুজ্জামান জয়, মো. ইমরান হোসাইন বাপ্পি, আরিফ সরকার, ইফতেকার সাকিব, আকিফ জামান আলভি, হাসান শাহরিয়ার, দপ্তর সম্পাদক সাজ্জাদ রহমান শাহিল , সহদপ্তর সম্পাদক এস এম নাঈম, সায়েদ সাইদুল ইসলাম কামরুল, মুবাস্বিরুল ইসলাম বেগ, অনুরাগ সাহা, মো, আব্দুল হাসিব মনোনীত হয়েছেন। উল্লেখ্য, ‘কম্পিটিশন ফর দ্য কম্পোজিশন অব লাইফ’ এই মূলমন্ত্র নিয়ে ২০০৫ সালে যাত্রা শুরু করে শাবিপ্রবির একমাত্র ক্রীড়াবিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট। প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
০৬ মে, ২০২৪

লোকসভা নির্বাচনের টুকিটাকি / মোদিকে এক হাত নিলেন কংগ্রেস সভাপতি
সম্প্রতি নির্বাচনী প্রচারণায় ভারতের মুসলমানদের অনুপ্রবেশকারী আখ্যা দেওয়ার পাশাপাশি ‘তাদের সন্তান বেশি হয়’ দাবি করে বক্তব্য দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া কংগ্রেস ক্ষমতায় এলে ভারতের জনগণের সম্পদ মুসলমানদের মাঝে বিলিয়ে দেবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। মোদির দেওয়া সেই মুসলিমবিদ্বেষী বক্তব্যের জোর প্রতিবাদ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মোদির উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনি বলেছেন... আমরা সম্পদ চুরি করে যাদের আরও সন্তান আছে তাদের দেব। দরিদ্র মানুষের সবসময় সন্তান বেশি হয়। সন্তান কী কেবল মুসলমানদেরই আছে? আমি আমার বাবা-মায়ের একমাত্র সন্তান। আমার নিজেরও তো পাঁচটি সন্তান। তাহলে কি শুধু মুসলমানদের বাচ্চা বেশি হয়?’ মঙ্গলবার ছত্তিশগড়ের জাঞ্জগীর-চাম্পা জেলার একটি নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। মোদির দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘মোদি বলেছেন... আমরা জনগণের সম্পদ, মঙ্গলসূত্র কেড়ে নেব। আমরা ৫৫ বছর ধরে দেশ শাসন করেছি, আমরা কার মঙ্গলসূত্র কেড়ে নিয়েছি?’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এখন মঙ্গলসূত্র এবং মুসলমানদের কথা বলছেন। আসলে লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া-জোট সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে... তা বুঝতে পেরে মোদি হতাশ হয়েছেন।’ তিনি আরও বলেন, ‘দরিদ্র মানুষের সন্তান বেশি আছে। কারণ তাদের সম্পদ নেই। কিন্তু কেন আপনি শুধু মুসলমানদের কথাই বলছেন? মুসলমানরা এই দেশেরই একটি অংশ।’
০৩ মে, ২০২৪

চবি শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, সম্পাদক ড. আবু নোমান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৪ নির্বাচন শেষ হয়েছে। এতে সভাপতি হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান এবং আইন বিভাগের অধ্যাপক ড. এবিএম আবু নোমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়। চলে দুপুর দেড়টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোট দিয়েছেন ৮৮২ জন শিক্ষক। ভোট গণনা শেষে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফল ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এমদাদুল হক।  ৪৪৮টি ভোট পেয়ে সভাপতি পদে ড. মাহবুবুর রহমান রহমান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মো. দানেশ মিয়া পেয়েছেন ২৮৯টি ভোট। সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের অধ্যাপক ড. এবিএম আবু নোমান পেয়েছেন ৩৯১টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. মোহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৩৪০ ভোট। সহসভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের মুহাম্মদ আলাউদ্দিন, কোষাধ্যক্ষ পদে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক শাহনেওয়াজ মাহমুদ সোহেল, যুগ্ম সম্পাদক পদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। এ ছাড়া ৬ সদস্য পদে নির্বাচিত হয়েছেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের মঞ্জুরুল আলম, ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. রাশেদ-উন-নদী, নৃবিজ্ঞান বিভাগের এসএম সাদাত আল সাজীব, পদার্থবিদ্যা বিভাগের ড. একেএম রেজাউর রহমান, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এসএম মনিরুল হাসান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. এএসএম বোরহান উদ্দীন । এ বছর আওয়ামী ও বামপন্থি শিক্ষকদের হলুদ দলের ২২ জন প্রার্থী বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নেন। তবে বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকের কোনো সদস্য এবারের নির্বাচনে অংশ নেননি। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির গত কার্যনির্বাহী পরিষদে রাজনীতি বিজ্ঞান বিভাগের মুস্তাফিজুর রহমান সিদ্দিকী সভাপতি ও পরিবেশবিদ্যা বিভাগের আবদুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
৩০ এপ্রিল, ২০২৪

ডিজাবের সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ
সশস্ত্র বাহিনী তথা প্রতিরক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে দৈনিক সময়ের আলোর হেড অব নিউজ আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র রিপোর্টার আহম্মদ উল্লাহ নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানী ঢাকার একটি অভিজাত রেস্তোরাঁয় এ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোট গণনা শেষে ডিজাব নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় অপর দুই নির্বাচন কমিশনার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সস্পাদক আকতার হোসেন ও ডিজাবের বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি আলমগীর হোসেন এর আগে দুই দফায় ডিজাবের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। দুই বছর মেয়াদে ১৩ সদস্যবিশিষ্ট ডিজাব নির্বাহী কমিটির অন্যান্য পদে নবনির্বাচিতরা হলেন- সহসভাপতি পদে চ্যানেল আইর বিশেষ প্রতিনিধি তারিকুল ইসলাম মাসুম, যুগ্ম সম্পাদক দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক দেশ টিভির সিনিয়র রিপোর্টার মিরাজ মিজু, অর্থ সম্পাদক বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক দৈনিক আজকালের খবরের ইসমাইল হোসেন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার কামাল হোসেন তালুকদার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ মাহমুদ খান এবং তিনজন নির্বাহী সদস্য যথাক্রমে- বাংলা টিভির অ্যাসাইনমেন্ট এডিটর এম এম বাদশা, মাইটিভির সিনিয়র রিপোর্টার রাকিবুল হাসান ও দ্য বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান রাব্বি। এর আগেই ডিজাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সংগঠনের বিদায়ী কমিটির সহসভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ওই এজিএমে ডিজাবের প্রায় সকল সদস্য উপস্থিত থেকে গঠনমূলক আলোচনা ও নানা সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্বাচন অনুষ্ঠানে বেশ কয়েকজন অতিথি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
৩০ এপ্রিল, ২০২৪

টুকুর মুক্তির দাবিতে কর্মসূচি দিল যুবদল
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। কর্মসূচি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) দেশের সব জেলা ও মহানগরে এবং পর দিন বুধবার (১ মে) দেশের সব উপজেলা ও পৌরশাখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় সোমবার (২৯ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে দুপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না। এদিন সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, যুবদলের প্রাণপুরুষ সুলতান সালাউদ্দিন টুকুর আন্দোলনের বিভিন্ন কৌশল দেখে স্বৈরাচারী সরকার ভয় পেয়ে তাকে রুখতে বিভিন্ন রকম কুটকৌশলে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা কল্পিত গায়েবি মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। টুকুর অপরাধ তিনি এ দেশের গণতন্ত্রহীন যুবসমাজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশের যুবসমাজকে একত্রিত করে ভোটাধিকার বঞ্চিত তরুণ সমাজের ভোটের অধিকার আদায়ের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে দাবি আদায়ে রাজপথে সরব থাকেন। যুবদল সভাপতি ব্যাংক ডাকাত, ভূমিদস্যু, বিদেশে টাকা পাচারকারী, ধর্ষকদের বিচার দাবি করেন। যুবদলের সাধারণ সম্পাদক বলেন, যুবদল এ দেশের কোটি যুবকের গণতান্ত্রিক যুব সংগঠন, একজন টুকুকে গ্রেপ্তার করে যুবদলের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। গত দুই দশক ধরে যুবদলের ওপর স্বৈরাচারী সরকার গুম, খুন, জেল জুলুমসহ এমন কোনো নিপীড়ন নেই যা করেনি। কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের অধিকার আদায়ের দাবি থেকে আমাদের ফিরাতে পারেনি। দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে রেখে নির্যাতন করা হচ্ছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রাপ্তি থেকে এই সরকার বঞ্চিত করছে। অন্যদিকে সাজাপ্রাপ্ত কুখ্যাত ব্যাংক ডাকাত, খুনিরা রাষ্ট্রের সব সুবিধা পাচ্ছে। দেশ এভাবে চলতে পারে না, পারবে না, চলতে দেওয়া হবে না। গণতন্ত্রবঞ্চিত, ভোটবঞ্চিত যুব ও তরুণ সমাজের চলমান আন্দোলনের মাধ্যমেই এই স্বৈরাচারের পতন ঘটানো হবে।
২৯ এপ্রিল, ২০২৪

জাল সনদে স্কুলের সভাপতি
স্নাতক পাসের সনদ জাল করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার অভিযোগ উঠেছে মো. রাশেদুল হক রায়হান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত বছরের ৩১ অক্টোবর স্কুলের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে সভাপতি নির্বাচিত করা হয় মো. রাশেদুল হক রায়হানকে।  সভাপতি নির্বাচিত করার পর উপজেলা শিক্ষা অফিসের অনুমোদনের জন্য তিনি দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা বাংলাদেশ থেকে পাস করা সনদ দাখিল করেন। তিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য। সভাপতির শিক্ষা সনদ নিয়ে সন্দেহ হওয়ায় কমিটির অনুমোদন দেননি উপজেলা শিক্ষা কর্মকর্তা।  গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মো. রাশেদুল হক দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা বাংলাদেশ থেকে অনার্স পাস করেছেন ২০২২ সালে। কিন্তু শিক্ষা সনদে অর্জিত ফলাফল (সিজিপিএ) উল্লেখ না থাকায় সন্দেহ হলে শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেননি। ওই সভায় ১১ সদস্যের মধ্যে ৯ সদস্য উপস্থিত ছিলেন। এ বিষয়ে মো. রাশেদুল হক রায়হানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। গোয়ালন্দ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন কালবেলাকে বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা বাংলাদেশের নাম খুঁজে পাওয়া যায়নি। তাই সনদটি নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচালক ওমর ফারুক বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শুধু নামটা আছে আর কিছু নাই। ২০২২ সালে একটি সনদ ইস্যু করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সনদ অবৈধ। সনদ ইস্যু করার এখতিয়ার নাই তাদের। তাদের ভিসি নাই, অনুমোদন নাই, সনদ দেয় কীভাবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের তালিকা ইউজিসির ওয়েবসাইটে দেওয়া আছে।
২৯ এপ্রিল, ২০২৪

তামিমের দলে ফেরা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের দলে ফেরা-না ফেরা নিয়ে নাটকীয়তা এখনও চলছে। গত বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজের সময় হঠাৎ অবসরের ঘোষণা দেওয়ার পর সিদ্ধান্ত বদলাতেও সময় নেননি তিনি। এরপর সেপ্টেম্বরে জাতীয় দলে ফিরেও আসেন তিনি। তবে এক ম্যাচ খেলার পর থেকেই দলের বাইরে তিনি। বাদ পড়েন ওয়ানডে বিশ্বকাপের দল থেকেও। এখন জাতীয় দলে তামিম আর ফিরবেন কি না এই প্রশ্নই দেখা দিচ্ছে সবচেয়ে বেশি। দেশসেরা এই ওপেনারের গত বছর থেকে তার পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনা তিনি আর জাতীয় দলে ফিরবেন কি না তা নিয়ে। এমনকি দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবিও জানে না তামিম টাইগারদের হয়ে আর ফিরবেন কি না। এর আগে খবর এসেছিল বোর্ড প্রেসিডেন্ট ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পরেই জাতীয় দলে ফেরা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তামিম। তবে কাঙ্খিত সেই বৈঠক এখনও অনুষ্ঠিতই হয়নি। তবে এবার তামিমের ইস্যুতে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি দেশ সেরা এই ওপেনারের জাতীয় দলে ফেরার দিনক্ষণ জানিয়েছেন। রোববার (২৮ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন জানান, ২০২৫ সালে জাতীয় দলে দেখা যেতে পারে তামিমকে। তিনি বলেন, ‘লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল ও (তামিম) প্রথমে ক্রিকেট অপারেশন্সের জালাল ইউনুস এবং আমাদের সিরাজ ভাই (এনায়েত হোসেন সিরাজ) ওনাদের সঙ্গে বসবেন তারপর আমার সাথে বসবে। ওনাদের সাথে বসেছে, এখন আমার সাথে বসবে। আমি যেটা শুনেছি, ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে সামনের বছর থেকে খেলবে।’ তবে জাতীয় দলে না থাকলেও ক্রিকেটের সাথেই আছেন তিনি। বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে শিরোপাও এনে দিয়েছেন তিনি। এছাড়া ডিপিএলে প্রাইম ব্যাংকের জার্সিতেও বেশ রানের মধ্যেই আছেন এই বাঁহাতি। এর আগে মার্চের ১০ তারিখ বিসিবির সঙ্গে বৈঠকে বসেন তামিম। সেই বৈঠকের ফল অবশ্য এখনও জানা যায়নি। সেই বৈঠকের পর ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী বলেছিলেন, 'আলাপ আলোচনা হয়েছে। এখন বিষয়গুলো আমরা সভাপতি সাহেবের (পাপন) কাছে জানাব। আলাপ করার পরে তারপর আমরা একটা বক্তব্য দেবো। তার (তামিম) প্ল্যান আমরা শুনেছি, এবার সভাপতিকে জানিয়ে আলাপ শেষে আমরা বিস্তারিত জানাতে পারবো।'
২৮ এপ্রিল, ২০২৪
X