কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

চবি শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, সম্পাদক ড. আবু নোমান

চবি শিক্ষক সমিতির সভাপতি ড. মাহবুবুর রহমান (বামে) ও সম্পাদক ড. এবিএম আবু নোমান (ডানে)। ছবি : কালবেলা
চবি শিক্ষক সমিতির সভাপতি ড. মাহবুবুর রহমান (বামে) ও সম্পাদক ড. এবিএম আবু নোমান (ডানে)। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৪ নির্বাচন শেষ হয়েছে। এতে সভাপতি হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান এবং আইন বিভাগের অধ্যাপক ড. এবিএম আবু নোমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়। চলে দুপুর দেড়টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোট দিয়েছেন ৮৮২ জন শিক্ষক।

ভোট গণনা শেষে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফল ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এমদাদুল হক।

৪৪৮টি ভোট পেয়ে সভাপতি পদে ড. মাহবুবুর রহমান রহমান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মো. দানেশ মিয়া পেয়েছেন ২৮৯টি ভোট।

সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের অধ্যাপক ড. এবিএম আবু নোমান পেয়েছেন ৩৯১টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. মোহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৩৪০ ভোট।

সহসভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের মুহাম্মদ আলাউদ্দিন, কোষাধ্যক্ষ পদে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক শাহনেওয়াজ মাহমুদ সোহেল, যুগ্ম সম্পাদক পদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

এ ছাড়া ৬ সদস্য পদে নির্বাচিত হয়েছেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের মঞ্জুরুল আলম, ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. রাশেদ-উন-নদী, নৃবিজ্ঞান বিভাগের এসএম সাদাত আল সাজীব, পদার্থবিদ্যা বিভাগের ড. একেএম রেজাউর রহমান, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এসএম মনিরুল হাসান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. এএসএম বোরহান উদ্দীন ।

এ বছর আওয়ামী ও বামপন্থি শিক্ষকদের হলুদ দলের ২২ জন প্রার্থী বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নেন। তবে বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকের কোনো সদস্য এবারের নির্বাচনে অংশ নেননি।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির গত কার্যনির্বাহী পরিষদে রাজনীতি বিজ্ঞান বিভাগের মুস্তাফিজুর রহমান সিদ্দিকী সভাপতি ও পরিবেশবিদ্যা বিভাগের আবদুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, শিক্ষকসহ ২ জনের কারাদণ্ড

আজ মেতে উঠতে পারেন ‘চা আড্ডায়’

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কাজী ফার্মসে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় ২৮ মে

৫৩ বছর বয়সী কাশেমের ভোট দিতে এলো কিশোর

আজিজের ওপর নিষেধাজ্ঞা ভিসানীতির অধীনে নয় : পররাষ্ট্রমন্ত্রী

চালের উৎপাদন বেড়েছে চারগুণেরও বেশি : কৃষিমন্ত্রী

রাইসির মৃত্যুতে ইরানে উল্লাস করছে কারা?

শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ করিনি : সাবেক সেনাপ্রধান

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করতে গিয়ে ইউপি চেয়ারম্যান আটক

১০

বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

১১

রাইসির মৃত্যুতে শোক পালন করবে বাংলাদেশ

১২

প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ায় সহকারী প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি

১৩

তাসকিন দল পেলেও অবিক্রিত বাকিরা

১৪

কোপার দল গঠনে মধুর সমস্যায় স্কালোনি

১৫

ইঞ্জিনিয়ার নেবে বসুন্ধরা গ্রুপ, পাবেন পিক অ্যান্ড ড্রপ সুবিধা

১৬

জামায়াত নেতা এ টি এম আজহারসহ ১১ জনের কারাদণ্ড

১৭

সরকারি কলেজের শ্রেণিকক্ষে ঢুকে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা

১৮

জালভোট দেওয়ায় ২ যুবকের কারাদণ্ড

১৯

ইভিএম দখলের ভিডিও ধারণের সময় সাংবাদিকদের ওপর হামলা

২০
X