ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ১০ম সমাবর্তন অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ১০ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মে) সকালে রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আচার্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পক্ষে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এ সময় সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আর্বানা-স্যাম্পেইনের অ্যাডওয়ার্ড উইলিয়াম এবং জেন মার গুটসেল প্রফেসর ড. মো. তাহের আবু সাইফ। ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, শিক্ষা এখন আর মুষ্টিমেয় তথাকথিত কিছু অভিজাত শ্রেণির মধ্যে কুক্ষিগত নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার ব্যাপক বিস্তৃতি ঘটেছে-প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষার দ্বারও এখন দেশব্যাপী উন্মুক্ত। চতুর্থ শিল্প-বিপ্লবের প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকার শিক্ষা পদ্ধতিতে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা ও কর্মমুখী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এ পরিপ্রক্ষিতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের শিক্ষাক্রমে যুগপৎ জ্ঞান ও দক্ষতার সমন্বয় ঘটাতে হবে। সমাবর্তন বক্তা ড. মো. তাহের আবু সাইফ তার বক্তব্যে বলেন, আজকের দিনটি একইসঙ্গে আনন্দের ও জীবনের প্রতিফলনের দিন। আজ সবচেয়ে বেশি মনে পড়ছে জামিলুর রেজা চৌধুরী স্যারের কথা। যার সারা জীবনই আমাদের জন্য শিক্ষণীয়। ড. সাইফ গ্রাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, এখনই তোমাদের বড় বড় স্বপ্ন দেখা উচিত, যা মানবকল্যাণে কাজ আসবে। উল্লেখ্য, এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ৫ হাজার ৯৭৭ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। যার মধ্যে স্নাতক ৪ হাজার ২১৬ জন এবং স্নাতকোত্তর ১ হাজার ৭৬১ জন। সমাবর্তনে ৯ জনকে আচার্য গোল্ড মেডেল এবং ৫৫ জন শিক্ষার্থীকে উপাচার্য গোল্ড মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, শিক্ষার্থীদের জ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করতে হবে। তাদের এমনভাবে তৈরি করতে হবে, যাতে তারা নেতৃত্ব দিতে পারে। আত্মকেন্দ্রিকতা বাদ দিয়ে একসঙ্গে চলার সক্ষমতা অর্জন করতে হবে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারপার্সন স্থপতি মাহবুবা হক এবং উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। সমাবর্তনে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ এবং মার্শালের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. এ কে এম নজরুল ইসলাম।
০৪ মে, ২০২৪

বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি বছরের ৭ সেপ্টেম্বর এ সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. পারভেজ হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ও জিএমএজি ওসমানী হল মাঠে এই সমাবর্তনের আয়োজন করা হবে। চার হাজারের অধিক গ্রাজুয়েটে অংশগ্রহণ করতে যাচ্ছে এ সমাবর্তনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর আগে চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি সমাবর্তনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তখন রাষ্ট্রপতির সময় না পাওয়ায় অনুষ্ঠানটি বাস্তবায়ন করা যায়নি। এদিকে ৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সমাবর্তন হওয়ার তারিখ ঘোষণায় আনন্দ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বলেন, এ সমাবর্তনের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। আশা করি, এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। তবে শিক্ষার্থীদের অভিভাবকদের সমাবর্তনে অনুমতি না দিতে পারায় তিনি দুঃখ প্রকাশ করেন। 
৩০ এপ্রিল, ২০২৪

অনুষ্ঠিত হলো বিইউএইচএস -এর প্রথম সমাবর্তন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস -এর প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল (বৃহষ্পতিবার) সকাল সাড়ে ৮টায় নিজস্ব ক্যাম্পাসে এ সমাবর্তন শুরু হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। এ সময় সমাবর্তন বক্তা ছিলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গ্লোবাল হেলথ অ্যান্ড সাসটেইনাবল ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক এন্থনি কসটেলো। এ সমাবর্তনে ছয় শতাধিক শিক্ষার্থীকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী দেওয়া হয়। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী সাত শিক্ষার্থীকে সম্মানসূচক চ্যান্সেলর ও ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়।
২৬ এপ্রিল, ২০২৪

অনুষ্ঠিত হতে যাচ্ছে বিইউএইচএস-এর প্রথম সমাবর্তন
অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস) -এর প্রথম সমাবর্তন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিনের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। সমাবর্তন বক্তা হিসেবে অংশ নেবেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গ্লোবাল হেলথ অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক এন্থনি কসটেলা। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিইউএইচএস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক একে আজাদ খান ও উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার কন্ট্রোলার ও প্রোক্টরসহ শিক্ষকমণ্ডলী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।  এ সমাবর্তন অনুষ্ঠানে বিইউএইচএস-এর প্রায় ছয় শতাধিক অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ, বাডাস ন্যাশনাল কাউন্সিলের সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দসহ পাঁচ শতাধিক অতিথি সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সকাল সাড়ে ৮টার সময় প্রসেশনের মাধ্যমে শুরু হয়ে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে এ সমাবর্তন। উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম স্বাস্থ্য খাতে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউএইচএস-এর সমাবর্তন অনুষ্ঠান সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।
২২ এপ্রিল, ২০২৪

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠিত
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাদশ সমাবর্তন হয়েছে। রোববার বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সমাবর্তন বক্তা ছিলেন আমেরিকার জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ড. ফ্রাঙ্কো গান্ডোলিফ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান। আরও বক্তব্য দেন ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান। লিডেকটোরিয়ান বক্তব্য দেন সাংবাদিকতা বিভাগের গ্র্যাজুয়েট মেহরাবুল হক। এবার ৬২৮৪ গ্র্যাজুয়েটকে ডিগ্রি দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ১২ গ্র্যাজুয়েটকে চ্যান্সেলর, চেয়ারম্যান ও উপাচার্যসহ বিভিন্ন ক্যাটাগরিতে ‘স্বর্ণপদক’ দেন। চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের কাওসার হোসেন ও সুমাইয়া আকতার সাম্মী, ব্যবসায় প্রশাসনের জান্নাতুল ফেরদৌস মিম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের নাদিম খান শান্ত এবং কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের মাহামুদুল হাসান সুমন।
১২ মার্চ, ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি / আজ ড্যাফোডিল ইউনিভার্সিটির একাদশ সমাবর্তন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাদশ সমাবর্তন আজ রোববার বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন আমেরিকার জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ড. ফ্রাঙ্কো গান্ডোলিফ। বিশেষ অতিথির বক্তব্য দেবেন ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য দেবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান। অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান ও বিভিন্ন অনুষদের ডিনরা বক্তব্য দেবেন। ভ্যালিডেকটোরিয়ান বক্তব্য দেবেন সাংবাদিকতা বিভাগের গ্র্যাজুয়েট মেহরাবুল হক। এবারের সমাবর্তনে ৬২৮৪ গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হবে। এ ছাড়া কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ১২ গ্র্যাজুয়েটকে চ্যান্সেলর, চেয়ারম্যান ও উপাচার্যসহ বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণপদক দেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তি।
১০ মার্চ, ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন চলতি বছরেই
চলতি বছরেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। গত ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়েন উপাচার্য (রু. দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া। এসময় সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেন উপাচার্য। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে সমাবর্তনে আমন্ত্রণ জানালে তিনি সম্মতি দেন। উপাচার্য বলেন, সমাবর্তনের আয়োজন করার কথা এর আগেও ভেবেছি। শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণ করার চেষ্টা করা হবে। একাডেমিক স্বীকৃতির পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে সম্মান পাক যেটা সবারই প্রত্যাশা। শিক্ষার্থীদের এ প্রত্যাশা পূরণ করার জন্য সর্বোত্তর চেষ্টা করা হবে। ২০২৪ সালের মধ্যে সমাবর্তনের আয়োজন করার চেষ্টা করব। রাষ্ট্রপতিকে সমাবর্তনের আমন্ত্রণ জানালে তিনি ইতিবাচক ভাব প্রকাশ করেছেন।
০৫ ফেব্রুয়ারি, ২০২৪

ববির প্রথম সমাবর্তন আয়োজনে পরিকল্পনা জানালেন উপাচার্য
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অন্যতম সুখের মুহূর্ত ‘সমাবর্তন’। স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী একজন ছাত্র মুখিয়ে থাকেন কবে তিনি কালো গাউন পরবেন। মাথায় সমাবর্তনের ক্যাপ পরে তার জন্য অবদান রাখা ব্যক্তিদের সালাম করে কৃতজ্ঞতা জানাবেন। সম্প্রতি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা এখনও অপেক্ষায়। তবে এবার সুসংবাদ দিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। জানালেন সমাবর্তন অনুষ্ঠানের পরিকল্পনা। ২০১১ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। এক যুগে ছয় হাজারের বেশি শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন। সমাবর্তনের প্রতীক্ষায় দিন গুনছেন তারা। সেই প্রতীক্ষার দিন শেষ হতে যাচ্ছে। চলতি ২০২৪ সালের মধ্যে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করার আশ্বাস দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া। অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া বলেন, সমাবর্তনের আয়োজন করার কথা এর আগেও ভেবেছি। শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণ করার চেষ্টা করা হবে। একাডেমিক স্বীকৃতির পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে সম্মান পাক যেটা সবার প্রত্যাশা। শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। ২০২৪ সালের মধ্যে সমাবর্তনের আয়োজন করার চেষ্টা করব। আমার প্রথম কাজ হবে সমাবর্তন আয়োজন করার। এ বিষয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আশা করি, দ্রুত সময়ে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব। সাবেক শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমাবর্তনের আবেদন জানিয়ে এলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কর্ণপাত করেনি। এক যুগ পার হলেও এখনও সমাবর্তন আয়োজন করতে পারিনি। অথচ যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ অনেক নবীন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয়েছে। অর্থনীতির অষ্টম ব্যাচের ছাত্র জাকিবুল ইসলাম বলেন, ‘সমাবর্তন আমাদের কাছে যেমন আনন্দের, তেমনি গৌরবের। এতে শিক্ষাজীবন পূর্ণতা পায়। আমাদের বিশ্ববিদ্যালয় এক যুগ পার হয়ে গেল কিন্তু সমাবর্তন হয়নি, দুঃখজনক। বর্তমান উপাচার্য যে আশ্বাস দিয়েছেন সেটি বাস্তবায়ন হোক। অন্ততো ১০ জন শিক্ষার্থী জানান, ২০২৩ সালেও সমাবর্তন আয়োজনের কথা বলা হয়েছিল। তবে তা শিডিউলের জন্য আটকে ছিল বলে জানানো হয় ৷ এবার উপাচার্য আশ্বাস পূরণ করবেন বলে শিক্ষার্থীদের আশা।
১৪ জানুয়ারি, ২০২৪

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সমাবর্তন অনুষ্ঠিত 
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি মাধ্যমের এই প্রতিষ্ঠানটির এ-লেভেল ও ও-লেভেল সম্পন্ন করা শিক্ষার্থীরা সমাবর্তন-২০২৩ এ অংশ নেন। স্কুলটির অধ্যক্ষ ড. এম নূরুন নবী, পরিচালক তুবা আরবার ও প্রধান কার্যনির্বাহী মোহাম্মদ আবু কায়েস জাহাদি শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।  মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশের একমাত্র আইএসও সনদপ্রাপ্ত স্কুলটির সমাবর্তন অনুষ্ঠিত হয়। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. এম নুরুন নবীর সভাপতিত্বে সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জার্মান দূতাবাসের সাংস্কৃতিক সংযুক্তিবিষয়ক প্রধান জিলক ইশমিয়ার।  জিলক ইশমিয়ার বলেন, বর্তমান শিক্ষার্থীদের তাদের ভবিষ্যৎ কর্মজীবনে নতুন নতুন সম্ভাবনার মুখোমুখি হতে হবে। তাই সিদ্ধান্ত গ্রহণ ও বর্তমান প্রগতিশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। তিনি শিক্ষার্থীদের লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাবার পরামর্শ দেন।  সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড। তিনি শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতার মেলবন্ধনে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে আহ্বান জানিয়ে বলেন, তোমাদের এখনই এগিয়ে যাওয়ার সময়। যুবকরাই আগামী দিনে দেশের সম্পদে পরিণত হবে। দেশকে এগিয়ে নিয়ে যাবে। সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রায়মান ও ডিরেক্টর অফ বিজনেস ডেভেলপমেন্ট সারওয়াত রেজা, গোয়েখ ইনস্টিটিউট বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর টিম ফাউথ, ক্যাম্ব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা, ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড এসেসমেন্ট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কাজী নাহিয়ান প্রমুখ। সমাবর্তনে আহ্বায়ক ছিলেন মো. শামসুল হক চৌধুরী।
১২ ডিসেম্বর, ২০২৩
X