চলতি বছরেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। গত ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়েন উপাচার্য (রু. দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া।
এসময় সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেন উপাচার্য। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে সমাবর্তনে আমন্ত্রণ জানালে তিনি সম্মতি দেন।
উপাচার্য বলেন, সমাবর্তনের আয়োজন করার কথা এর আগেও ভেবেছি। শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণ করার চেষ্টা করা হবে। একাডেমিক স্বীকৃতির পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে সম্মান পাক যেটা সবারই প্রত্যাশা। শিক্ষার্থীদের এ প্রত্যাশা পূরণ করার জন্য সর্বোত্তর চেষ্টা করা হবে। ২০২৪ সালের মধ্যে সমাবর্তনের আয়োজন করার চেষ্টা করব। রাষ্ট্রপতিকে সমাবর্তনের আমন্ত্রণ জানালে তিনি ইতিবাচক ভাব প্রকাশ করেছেন।
মন্তব্য করুন