রূপায়ণ সিটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সাকিব আল হাসান
দেশের আবাসন খাতের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি ও ক্রিকেটের ব্র্যান্ড সাকিব আল হাসান এবার হয়েছেন জুটিবদ্ধ। রূপায়ণ সিটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।  বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা লাউঞ্জে এক অনুষ্ঠানের মাধ্যমে রূপায়ণ সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন সাকিব। রূপায়ণ সিটির পক্ষে সিইও এম মাহবুবুর রহমান চুক্তি স্বাক্ষর করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল ও উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ (অব.), চিফ অপরেটিং অফিসার ব্রিগেডিয়ার সালাহউদ্দীন (অব.), সিবিও (আরসিইউ) রেজাউল হক লিমন, সিবিও (ম্যাক্সাস) গৌতম তরফদারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তি স্বাক্ষর শেষে রূপায়ণ সিটি ঘুরে দেখেন সাকিব আল হাসান। এ সময় তিনি বলেন, একদমই ব্যতিক্রম এখানকার পরিবেশ। কারণ খেলাধুলার জায়গা আছে, বাচ্চাদের জন্য নিরাপদ। বয়স্কদের জন্য আছে হাঁটা-চলার পৃথক রাস্তা। যা ঢাকার অন্যান্য জায়গায় বড়ই অভাব। এখানকার পরিবেশ যে কাউকে মুগ্ধ করে তুলবে। আমি জানি না ক্রিকেটারদের কেউ  রূপায়ণ সিটিতে থাকেন কি না। যদি না থাকেন তাহলে তারা এদিকে আসতে পারে।  রূপায়ণ সিটির ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রচারণামূলক কাজে অংশ নেবেন বলেও জানান সাকিব আল হাসান। বাংলাদেশের গেটেড কমিউনিটির ধারণাতে ‘ব্রেক দ্য স্কয়ার ফিট স্টোরি’- এই দর্শনের মাধ্যমে নতুন মাত্রা দিয়েছে রূপায়ণ সিটি। যার মাধ্যমে এসেছে প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি- রূপায়ণ সিটি উত্তরা। যেখানে আছে রূপায়ণ স্কাই ভিলা, ম্যাক্সাস- দি মল অব বাংলাদেশ এবং নেক্সট জেনারেশন স্মার্ট সিটি ‘নর্থ সাউথ সিটি’।
২৮ মার্চ, ২০২৪

হোমকেয়ার ব্র্যান্ড ‘টাইলক্স’ এর শুভেচ্ছাদূত হলেন সাকিব আল হাসান
হোমকেয়ার ব্র্যান্ড ‘টাইলক্স’ এর শুভেচ্ছাদূত হলেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ডিক্লেয়ারেশন প্রোগ্রামে দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে। এরপরই এই অলরাউন্ডারকে টাইলক্সের শুভেচ্ছাদূত ঘোষণা করেন রিমার্ক-হারল্যানের পরিচালক চিত্রনায়ক শাকিব খান। অনুষ্ঠানে তিনি বলেন, আজকে আমাদের জন্য এক বিশেষ দিন কারণ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে আমরা নতুন পথচলা শুরু করেছি। আমি বিশ্বাস করি, এই চুক্তির মাধ্যমে আমরা একসঙ্গে আরও অনেকদূর এগিয়ে যাব। তিনি বলেন, সাকিব যেমন খেলার মাঠে তার সর্বোচ্চটা দেওয়ার জন্য নিজেকে উজাড় করে দেয় তেমনি ‘টাইলক্স’ ব্র্যান্ডের ব্যাপক প্রচার ও প্রসারের ক্ষেত্রে নিজের সর্বোচ্চটা দিবে। সাকিব আল হাসান বলেন, অনেক রিসার্চ এবং হার্ডওয়ার্কের ফল এই ‘টাইলক্স’। আমি আশা করি ‘টাইলক্স’ দেশের মাটিতে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবে এবং এর অলরাউন্ড পারফর্ম্যান্স দিয়ে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলবে। রিমার্ক এলএলসি, ইউএসএ অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশে ‘টাইলক্স’ উৎপাদন করছে এবং সুলভমূল্যে বাজারে ক্রেতাদের মাঝে সরবরাহ করছে। রিমার্ক এইচবি’র ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া বলেন, হাউজহোল্ড সারফেস ক্লিনিংয়ের জন্য আমরা এমন একটি সল্যুশন খুঁজছিলাম যা শুধু পরিষ্কার করবে না, সাথে পরিবেশকেও রাখবে সুরভিত। যাকে বলে অলরাউন্ডার! আর এমনই প্রোডাক্ট রেঞ্জ বাজারে এনেছে রিমার্ক, যা প্রস্তুত হয়েছে এশিয়ার এই অঞ্চলের অন্যতম বৃহৎ এবং পরিবেশবান্ধব ফ্যাক্টরিতে। সাধারণত ক্লিনিং প্রোডাক্ট কেমিক্যাল এর কড়া গন্ধযুক্ত হয়ে থাকে, ‘টাইলক্স’ এর কোনো পণ্যে সেটা নেই এবং এটি বাংলাদেশের একমাত্র ক্ষতিকারক অ্যামোনিয়া-ফ্রি সারফেস ক্লিনিং রেঞ্জ। রিমার্ক এইচবি‘র হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার ডিভিশনের অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুক বলেন, “ক্রিকেটের ক্ষেত্রে সাকিব আল হাসান যেমন এক নম্বর অলরাউন্ডার; তেমনই সারফেস ক্লিনিং এর জন্য আমরা অলরাউন্ড সল্যুশন নিয়ে এসেছি ‘টাইলক্স’ ব্র্যান্ড।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারল্যান জোনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমদাদুল হক সরকার, রিমার্ক এইচবি’র হেড অব সেলস মাজেদুর রহমান রতন, হারল্যান স্টোরের হেড অব অপারেশন আব্দুল আলীম শিমুলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
০৯ মার্চ, ২০২৪

ঐতিহাসিক ৭ মার্চ নিয়ে যা বললেন সাকিব আল হাসান
মাগুরা-১ আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান বলেন, ‘আমার মনে হয়, ৭ মার্চের এই দিনের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পুরো বাঙালি জাতি একত্রিত হয়। তারা যেভাবে যুদ্ধে নেমেছিলেন বিশ্বে আর কোথাও এটা ঘটেনি।’ বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত ‘৭ মার্চের’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাকিব আরও বলেন, ‘এই বক্তব্যে (৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ) যে তাৎপর্য আছে সেই তাৎপর্যকে আমরা নিয়মিতভাবে তুলে ধরব। বিশেষ করে প্রতিটি পাঠাগারে নিয়মিত আলোচনা করতে হবে। এতে তরুণ প্রজন্ম দেশ প্রেমে আরও উদ্বুদ্ধ হতে পারবে।’ অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক রিজভী জামান, সিভিল সার্জন ডাক্তার মো. শামীম কবির অন্যরা। এর আগে সকাল ১০টায় স্থানীয় নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে অতিথিদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সাকিব আল হাসান।
০৭ মার্চ, ২০২৪

মাগুরায় সবার আগে ভোট দিলেন সাকিব আল হাসান
মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় মাগুরা পৌরসভার ৮নং ওয়ার্ডের দরি মাগুরা ১১১ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। এ সময় তার বাবা মাশরুর রেজা ও বোন রিতুসহ পরিবারের অন্যান্য সদস্যরা ভোট প্রদান করেন।  আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাকিব আল হাসান বলেন, এ নির্বাচনে জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী। আমি মনে করি এ নির্বাচনে ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নির্বাচনে জয়লাভ করে আগামী ৫ বছর মাগুরা-১ আসনের জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। মাগুরার উন্নয়নে আমার ভূমিকা থাকবে অগ্রগণ্য। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি অনেক দূর অগ্রসর হতে পারব।
০৭ জানুয়ারি, ২০২৪

গণভবনে সাকিব আল হাসান   
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের তিন হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করার জন্য তাদের গণভবনে ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সভাপতির সাক্ষাৎ পেতে সকাল থেকেই গণভবনে প্রবেশ করতে শুরু করেছেন নৌকার মনোনয়নপ্রত্যাশীরা। এ সময় অন্য সব মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে গণভবনে প্রবেশ করেছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আজ সকাল ৯টা ৫৫ মিনিটে গণভবনে প্রবেশ করেন তিনি। রোববার (২৬ নভেম্বর) সকালে গণভবনের প্রবেশ পথে তাদের দীর্ঘ লাইন দেখা যায়। সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এর আগে গত শুক্রবার (২৪ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছিলেন, রোববার দলীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে এমপি পদে লড়তে গত শনিবার (১৮ নভেম্বর) মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র কেনেন সাকিব আল হাসান। পরে গত মঙ্গলবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়নপত্রগুলো নিজ হাতে জমা দেন। ওইদিন মনোনয়নপত্র জমা দিতে সাকিব আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গেলে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। পরে তার সঙ্গে ছবিও তোলেন অনেকেই। গত কয়েক দিনে অনেক আসনের প্রার্থী চূড়ান্ত করেছে দলটির মনোনয়ন বোর্ড। এর মধ্যে মাগুরা-১ আসনে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।
২৬ নভেম্বর, ২০২৩

যে আসনে মনোনয়ন পাচ্ছেন সাকিব আল হাসান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। বৃহস্পতবিার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের একটি সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন সাকিব আল হাসান। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে গত শনিবার (১৮ নভেম্বর) ৩টি আসনের জন্য মনোনয়নপত্র কেনেন সাকিব আল হাসান। তিন আসন ছিল মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০।  তবে বৃহস্পতিবার সর্বশেষ তথ্য অনুযায়ী, সাকিব আল হাসানকে মাগুরায় মনোনয়ন দেওয়া হচ্ছে না। ঢাকা-১০ আসনে তাকে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হচ্ছে। এদিকে এখন পর্যন্ত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজশাহী ও রংপুর বিভাগের ৭২টি আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এর মধ্যে রংপুরের ৩৩টি ও রাজশাহীর ৩৯টি আসনের মনোনয়ন চূড়ান্ত করা হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, আগামী ২৫ নভেম্বর আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। এর আগে সকাল ১০টা ১০ মিনিটে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে সভা শুরু হয়। সভায় দুই বিভাগের প্রার্থী চূড়ান্ত করা হয়। এরপর ধাপে ধাপে বাকি বিভাগগুলোর প্রার্থী চূড়ান্ত করা হবে। এই বৈঠক চলবে শনিবার (২৫ নভেম্বর) পর্যন্ত। এর আগে এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ক্ষমতাসীন দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথমে ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।
২৩ নভেম্বর, ২০২৩

তিনটি আসনের মনোনয়ন কিনেছেন সাকিব আল হাসান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের মনোনয়ন ফরম কিনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। তার পক্ষে একজন প্রতিনিধি মনোনয়ন ফরমগুলো সংগ্রহ করেন। জানা গেছে, শনিবার (১৮ নভেম্বর) ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন সাকিব। এ ছাড়াও মাগুরা-১ ও ২ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে মাগুরা-১ তার নিজ এলাকা এবং তিনি এই আসনের ভোটার।  ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর দলীয়প্রধানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। শনিবার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।
১৮ নভেম্বর, ২০২৩

হাসপাতালে সাকিব আল হাসান
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ করার আগেই মাঠ ছেড়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ের সময় পায়ে ক্র্যাম্প (মাংসপেশীতে টান) করতে দেখা যায় সাকিবকে। সেই সমস্যাই প্রকট হয়েছিল কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে এবার জানা গেল স্ক্যান করতে হাসপাতালে গেছেন সাকিব। ম্যাচ শেষে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিব না থাকায় ম্যাচ শেষে প্রেজেন্টেশনে আসেন শান্ত। সাকিবের স্ক্যানের ব্যাপারটা জানিয়ে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক জানান, ‘স্ক্যান করতে হাসপাতালে গেছেন সাকিব। রিপোর্ট আসার পর তার পরবর্তী অবস্থা জানা যাবে।’ সাকিবের অনুপস্থিতিতে দলের আরেকটি হারের ব্যাখাও স্বাভাবিকভাবে শান্ত দিয়েছেন। ব্যাটিং ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি জানান, ‘আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। ভালো শুরুও করতে পারিনি।’ নিজের ব্যাটিং ইনিংস চলাকালেই মাসল ক্র্যাম্প (মাংসপেশীতে টান) পড়েছিল তার। এরপরেই মূলত ম্যাচের গতি পরিবর্তন করতে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালাতে চেয়েছিলেন সাকিব। তাতে কিছুটা সফল হলেও ইনিংসটাকে লম্বা করতে পারেননি। এর আগে বোলিং করতে এসে উইকেট পেলেও বেশ আগেভাগেই নিজের বোলিং কোটা পূরণ করেন। ফিল্ডিং করতে গিয়েও নিজের চেনা জায়গা ছেড়ে স্লিপে দাঁড়িয়েছিলেন টাইগার অধিনায়ক।   
১৪ অক্টোবর, ২০২৩

সাকিব আল হাসান আর খেলবেন না
মধ্যরাতে সকলে যখন ঘুমের প্রস্তুতিতে ব্যস্ত, তখনই বোমা ফাটান সদ্য বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া সাকিব আল হাসান। অধিনায়কত্ব নয় স্ট্যাটাসে খেলা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার লিখেন, "আমি আর খেলবো না, কে খেলবে জানাচ্ছি।...  বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজে হঠাৎ এই রহস্যময় স্ট্যাটাস দেন। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে অস্থিরতা চলছে বাংলাদেশ দলে। হঠাৎ করে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। যদিও প্রধানমন্ত্রীর নির্দেশে আবার ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেও ইনজুরির ছেড়ে দেন ওয়ানডে দলের অধিনায়কত্ব। তবে কী কারণে সাকিব এমন স্ট্যাটাস দিয়েছেন, তা পরিষ্কার নয়। এ বিষয়ে জানতে কয়েক দফা কল করা হলেও সাকিবকে পাওয়া যায় নি। তবে বিভিন্ন সূত্র বলছে, মোবাইল ফোন কোম্পানি অপ্পো, নগদ আর গ্রামীণফোনের কোনো প্রমোশনের কথা স্ট্যাটাসে বলতে চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর আসল ঘটনা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।    
২৪ আগস্ট, ২০২৩
X