তাইওয়ানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছ দেশটির পূর্ব উপকূল। ভূমিকম্পের পর তাইওয়ান, ফিলিপাইন ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকালে দেশটির পূর্ব উপকূলে এ ভূমিকম্প আঘাত আনে।  এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানানো হয়। জানা যায়, গত ২৫ বছরের মধ্যে তাইওয়ানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। তাতে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। যদিও সুনামি সতর্কতা জারি করেছে তাইওয়ান কর্তৃপক্ষ। এক জরুরি বার্তায় জানানো হয়, ভূমিকম্পের কারণে সুনামি আঘাত হানতে পারে। তাইওয়ানে এর প্রভাব পড়তে পারে। উপকূলীয় এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলা হচ্ছে। অন্যদিকে জাপানের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোতেও সুনামি সতর্কতা দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। তাদের সতর্ক বার্তায় বলা হয়েছে, তাইওয়ানের কাছে মিয়াকোজিমা দ্বীপসহ জাপানের কয়েকটি দ্বীপে শিগগিরই ১০ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।
০৩ এপ্রিল, ২০২৪

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ায় সুনামি সতর্কতা জারি
জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঞ্চলে সুনামি সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) পূর্ব রাশিয়ার ভ্লাদিভোস্টক, নাখোদকা ও সাখালিন দ্বীপে এই সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। রাশিয়ার এসব অঞ্চল জাপান সাগরের দিকে মুখোমুখিভাবে অবস্থিত। তবে সুনামি সতর্কবার্তা জারি করা হলেও মানুষজনকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ এখনো দেওয়া হয়নি। সোমবার জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর পর উপকূলীয় অঞ্চল ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামায় সুনামি সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া বিভাগ। বর্তমানে এসব এলাকার মানুষজনকে ঘরবাড়ি ছেড়ে উঁচু এলাকায় আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ। বিবিসির খবরে বলা হয়, ইশিকাওয়ার উপকূলীয় নোটো এলাকায় বড় ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সুনামি হলে ৫ মিটার (১৬ ফুট) উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। নোটোর পাশের নিগাতা ও তোয়ামা এলাকায়ও সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এই দুই অঞ্চলে ৩ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। এর আগে গত ৩ ডিসেম্বর ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ৪০ সেন্টিমিটার (এক দশমিক ৩ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানে। দেশটির রাজধানী টোকিও থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণে হাচিজোজিমা দ্বীপে এই সুনামি আঘাত হেনেছিল।
০১ জানুয়ারি, ২০২৪

জাপানে ভূমিকম্প / সুনামি সতর্কবার্তার পর এবার মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ
জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর বেশ কয়েকটি অঞ্চলে সুনামি সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সুনামি সতর্কবার্তার পর এবার মানুষজনকে ঘরবাড়ি ছেড়ে উঁচু এলাকায় আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ। বিবিসির খবরে বলা হয়, ইশিকাওয়ার উপকূলীয় নোটো এলাকায় বড় ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সুনামি হলে ৫ মিটার (১৬ ফুট) উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। নোটোর পাশের নিগাতা ও তোয়ামা এলাকায়ও সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এই দুই অঞ্চলে ৩ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। সরকারি টেলিভিশনে জনগণকে উঁচু এলাকায় আশ্রয় নিতে জোর দিয়ে সংবাদ প্রচার করা হচ্ছে। সংবাদমাধ্যম এনএইচকের একজন সংবাদ পাঠক দর্শকদের উদ্দেশে বলেছেন, আমরা জানি আপনার বাড়ি, জিনিসপত্র সবই মূল্যবান। কিন্তু সবকিছুর ওপরে জীবন। তাই সম্ভাব্য সর্বোচ্চ উঁচু এলাকায় আশ্রয় গ্রহণ করুন। সোমবার জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর পর উপকূলীয় অঞ্চল ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামায় সুনামি সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া বিভাগ। এর আগে গত ৩ ডিসেম্বর ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ৪০ সেন্টিমিটার (এক দশমিক ৩ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানে। দেশটির রাজধানী টোকিও থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণে হাচিজোজিমা দ্বীপে এই সুনামি আঘাত হেনেছিল।
০১ জানুয়ারি, ২০২৪

জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (০১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, সোমবার দেশটিতে সাত দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়।  জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় অঞ্চল ইশিকাওয়া, নিগাতা এবং তোয়ামায় এ সতর্কতা জারি করা হয়।  আবহাওয়া বিভাগের তথ্যমতে, সুনামির তীব্রতা পাঁচ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এটি ইশিকাওয়ার প্রিফেকচারের শহর নোটোতে আঘাত হানতে পারে। এ ছাড়া উপকূলীয় অঞ্চল ওয়াজিমায় এটির প্রভাবে এক মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে।  এনএইচকে জানিয়েছে, হকুরিকু বিদ্যুৎকেন্দ্র তাদের পারমাণবিক কেন্দ্রটিতে কোনো ধরনের অনিয়ম আছে কিনা তা তারা পরীক্ষা করে দেখছে।  এর আগে গত ৩ ডিসেম্বর ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ৪০ সেন্টিমিটার (এক দশমিক ৩ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানে। দেশটির রাজধানী টোকিও থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণে হাচিজোজিমা দ্বীপে এই সুনামি আঘাত হেনেছিল। ওই সময়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। অন্যদিকে ফিলিপাইনি সংস্থা জানিয়েছিল, এটির তীব্রতা ছিল ৬ দশমিক ৯। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি সিসমোলজির কর্মকর্তা তেরেসিতো বাকোলকোল এপিকে জানান, তারা দক্ষিণ সুরিগাও দেল সুর এবং দাভাও ওরিয়েন্টাল প্রদেশের উপকূলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু অঞ্চলে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
০১ জানুয়ারি, ২০২৪

ফিলিপাইনে ভূমিকম্পের পর জাপানে ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি
ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ৪০ সেন্টিমিটার (এক দশমিক ৩ ফুট) উচ্চতার সুনামি আঘাত হেনেছে। রোববার দেশটির রাজধানী টোকিও থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণে হাচিজোজিমা দ্বীপে এই সুনামি আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা। গতকাল শনিবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় ১০টা ৩৭ মিনিটে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনার পরপর দেশটিতে সুনামি সতর্কতাও জারি করা করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, দক্ষিণ ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সুনামি এবং আরও ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। অন্যদিকে ফিলিপাইনি সংস্থা জানিয়েছে, এটির তীব্রতা ছিলে ৬ দশমিক ৯। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি সিসমোলজির কর্মকর্তা তেরেসিতো বাকোলকোল এপিকে জানান, তারা দক্ষিণ সুরিগাও দেল সুর এবং দাভাও ওরিয়েন্টাল প্রদেশের উপকূলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু অঞ্চলে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানান, ভূমিকম্পের ফলে উপকূলীয় অঞ্চলে এক মিটার (তিন দশমিক ২ ফুট) সুনামির আশঙ্কা রয়েছে। ফিলিপাইনে ভূমিকম্প আঘাত হানার পরপর জাপানের আবহাওয়া সংস্থা জানায়, তাদের দেশে রোববার এক মিটার (৩ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। এরপরই জাপানে এই সুনামির ঘটনা ঘটল। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
০৩ ডিসেম্বর, ২০২৩

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামি সতর্কতা
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন। শনিবার (২ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। এ ঘটনায় ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ১০টা ৩৭ মিনিটে এ ভূমিকম্প হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকেম্পর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩২ কিলোমিটার গভীরে।  প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দক্ষিণ ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সুনামি এবং ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে।   মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। অন্যদিকে ফিলিপাইনি সংস্থা জানিয়েছে, এটির তীব্রতা ছিলে ৬ দশমিক ৯।   ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি সিসমোলজির কর্মকর্তা তেরেসিতো বাকোলকোল এপিকে জানান, তারা দক্ষিণ সুরিগাও দেল সুর এবং দাভাও ওরিয়েন্টাল প্রদেশের উপকূলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু অঞ্চলে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।  তিনি জানান, ভূমিকম্পের ফলে উপকূলীয় অঞ্চলে এক মিটার (তিন দশমিক ২ ফুট) সুনামির আশঙ্কা রয়েছে।  
০২ ডিসেম্বর, ২০২৩

জাপানে সুনামি সতর্কতা জারি
প্রশান্ত মহাসাগরের ইজু দ্বীপপুঞ্জে একের পর এক ভূমিকম্পের পর সোমবার জাপানের কিছু উপকূলীয় অঞ্চলে টোকিও সুনামি সতর্কতা জারি করেছে। ভূপৃষ্ঠের স্বল্প গভীরে এসব ভূমিকম্প আঘাত হানে। তবে ভূমিকম্পের ফলে সৃষ্ট হালকা সামুদ্রিক ঢেউয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দেশটির ভূকম্পনবিদরা এ কথা জানিয়েছেন। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, টোকিওর ২৮০ কিলোমিটার দক্ষিণে হচিজোজিমা দ্বীপে ৬০ সেন্টিমিটার উচ্চতার (২৪ ইঞ্চি) সুনামি ঢেউ আঘাত হানে। এদিকে পশ্চিমাঞ্চলীয় কোচি অঞ্চলে ও দক্ষিণাঞ্চলীয় মিয়াজাকি অঞ্চলে যথাক্রমে ৪০ ও ২০ সেন্টিমিটার উচ্চতার সামুদ্রিক ঢেউ আছড়ে পড়ে। জেএমএ জানায়, এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে টোকিওর কাছের চিবার তাতেয়ামা শহর উপকূলীয় এলাকার জন্য সুনামি সতর্কতা জারির পর সেখানের বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। জেএমএ কর্মকর্তা তোশিহিরো শিমোয়ামা এক সংবাদ সম্মেলনে সতর্ক করে বলেন, ‘এটি সমুদ্রে এবং উপকূলের জন্য বিপজ্জনক।’ তিনি বলেন, ‘দয়া করে সমুদ্র থেকে চলে আসুন এবং উপকূল থেকে দূরে থাকুন।’ এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইজু দ্বীপপুঞ্জে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে কয়েক দফা ভূমিকম্প আঘাত হানার কথা জানিয়েছে। এসবের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৪। এটি স্থানীয় সময় সোমবার ভোর ৫টা ১৭ মিনিটে শিমোদা থেকে ৫৫১ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে। জাপান গত সপ্তাহে রিখটার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্পে ইজু দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করেছিল।
১০ অক্টোবর, ২০২৩

আলাস্কা উপদ্বীপে ভূমিকম্পে সুনামি সতর্কতা
আলাস্কা উপদ্বীপ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। অবশ্য প্রাথমিকভাবে এ কম্পনের মাত্রা ৭ দশমিক ৪ বলে জানানো হয়েছিল। খবর সিএনএনের। এদিকে ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোরে আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৩২ দশমিক ৬ কিলোমিটার (২০ দশমিক ৩ মাইল) গভীরতায় আঘাত হেনেছে বলেও জানিয়েছে ইউএসজিএস। যদিও প্রাথমিকভাবে ভূমিকম্পের গভীরতা ৯ দশমিক ৩ কিলোমিটার বলে জানানো হয়েছিল। আলাস্কার ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, আলাস্কা উপদ্বীপ, আলিউটিয়ান দ্বীপ এবং কুক ইনলেটে অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, দুই সপ্তাহ আগে আলাস্কার অ্যাঙ্কোরেজে একটি মৃদু ভূমিকম্প হয়েছিল। ইউএসজিএসের তথ্য অনুসারে, আগেই সেই ভূমিকম্পটি শহরের প্রায় ১২ মাইল দক্ষিণে এবং ঈগল নদীর প্রায় দুই মাইল দক্ষিণে রেকর্ড করা হয়েছিল। অবশ্য ভূমিকম্পের জেরে সে সময় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএসের প্রদত্ত ডেটা অনুযায়ী, ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৫ মাইল গভীরতায় আঘাত হানে ওই ভূমিকম্পটি। এর আগে পশ্চিম উপকূলে আরেকটি ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছিল। এর আগে ২০২১ সালের জুলাই মাসের শেষের দিকে আলাস্কা উপদ্বীপে ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। স্থানীয় সময় রাত ১০টার পর আঘাত হানা ওই ভূমিকম্পের জেরে সে সময়ও সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। তারও আগে ২০২০ সালের অক্টোবর মাসে আলাস্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং এর জেরে সুনামির ঘটনা ঘটে। তবে সে সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মূলত প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে আলাস্কায় প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। আলাস্কায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ১৯৬৪ সালের মার্চ মাসে। শক্তিশালী সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৯ দশমিক ২। শক্তিশালী সেই ভূমিকম্প এবং এর জেরে সৃষ্ট সুনামির আঘাতে সে সময় আড়াই শতাধিক মানুষের প্রাণহানি হয়।
১৭ জুলাই, ২০২৩

আলাস্কা উপদ্বীপে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। রোববার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর মার্কিন সুনামি সতর্কতাবিষয়ক সংস্থার পক্ষ থেকে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্প অনুভূত হওয়া এলাকার কাছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর জন্য এ সতর্কতা দেওয়া হয়েছে।
১৬ জুলাই, ২০২৩
X