যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪।
রোববার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর মার্কিন সুনামি সতর্কতাবিষয়ক সংস্থার পক্ষ থেকে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্প অনুভূত হওয়া এলাকার কাছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর জন্য এ সতর্কতা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন