ইসরায়েলের বিমান হামলা ইরানের ১১ শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা নিহত
সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অন্তত ১১ শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন। গত শুক্রবার অজ্ঞাত একটি সূত্রের বরাতে সৌদি আরবভিত্তিক আল আরাবিয়া টিভি এই খবর দিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। তবে সিরিয়ার সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র বলেছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ ক্ষেপণাস্ত্রে প্রতিহত করা হয়েছে। সূত্রের বরাতে আল আরাবিয়া জানায়, হামলার সময় ইরানি সেনা কর্মকর্তারা দামেস্ক বিমানবন্দরে একটি উচ্চপদস্থ প্রতিনিধিদলকে স্বাগত জানাতে এসেছিলেন। এই হামলায় ১১ জন নিহত ছাড়াও আইআরজিসির পূর্ব সিরিয়ার কমান্ডার নূর রশিদ আহত হয়েছেন। তবে দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলায় ১১ আইআরজিসি কর্মকর্তার মৃত্যু নিয়ে প্রতিবেদন নাকচ করে দিয়েছেন আইআরজিসির মুখপাত্র। শুক্রবার সন্ধ্যায় ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরিফ বলেছেন, দামেস্ক বিমানবন্দরের বিমান হামলায় আইআরজিসির ১১ উপদেষ্টা নিহত হয়েছেন দাবি করে গণমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে, তা ভিত্তিহীন। এর আগে গত ২৫ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে ইসরায়েলি বিমান হামলায় আইআরজিসির জ্যেষ্ঠ উপদেষ্টা সাইদ রাজি মৌসাভি নিহত হন। তিনি রেভল্যুশনারি গার্ডের এলিট শাখা কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
৩১ ডিসেম্বর, ২০২৩

ইসরায়েলের বিমান হামলায় ইরানের ১১ শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা নিহত
সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অন্তত ১১ জন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) অজ্ঞাত একটি সূত্রের বরাতে সৌদি আরবভিত্তিক আল আরাবিয়া টিভি এই খবর দিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। তবে সিরিয়ার সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র বলেছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ ক্ষেপণাস্ত্রে প্রতিহত করা হয়েছে। সূত্রের বরাতে আল আরাবিয়া জানায়, হামলার সময় ইরানি সেনা কর্মকর্তারা দামেস্ক বিমানবন্দরে একটি উচ্চপদস্থ প্রতিনিধিদলকে স্বাগত জানাতে এসেছিলেন। এই হামলায় ১১ জন নিহত ছাড়াও আইআরজিসির পূর্ব সিরিয়ার কমান্ডার নূর রশিদ আহত হয়েছেন। তবে দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলায় ১১ আইআরজিসি কর্মকর্তার মৃত্যু নিয়ে প্রতিবেদন নাকচ করে দিয়েছেন আইআরজিসির মুখপাত্র। শুক্রবার সন্ধ্যায় ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরীফ বলেছেন, দামেস্ক বিমানবন্দরের বিমান হামলায় আইআরজিসির ১১ উপদেষ্টা নিহত হয়েছেন দাবি করে গণমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে, তা ভিত্তিহীন। এর আগে গত ২৫ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে ইসারয়েলি বিমান হামলায় আইআরজিসির জ্যেষ্ঠ উপদেষ্টা সাইদ রাজি মৌসাভি নিহত হন। তিনি রেভল্যুশনারি গার্ডের এলিট শাখা কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
৩০ ডিসেম্বর, ২০২৩

নেত্রকোনায় মন্ত্রীর স্ত্রী ও সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আটক ৩
নেত্রকোনায় মন্ত্রীর আত্মীয় ও সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই নারীসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৩ ডিসেম্বর) ডিবি (পশ্চিম) পুলিশের একটি দল আটক করার পর তাদের আদালতে সোপর্দ করে। আটকরা হলো- নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাবেরী বেগম কণা (৪০), সাদিয়া আফরিন মুক্তা (২৪) ও মো. জাহাঙ্গীর আলম (৪০)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে নারীরা নিজেদের কখনো প্রভাবশালী মন্ত্রীর স্ত্রী বা আত্মীয় কখনো সেনাবাহিনীর বড় অফিসার, আবার কখনো বড় ডাক্তার পরিচয় দিতেন। এসব পরিচয় দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে দামি উপহার নিতেন। এ ছাড়া তারা সরকারি চাকরি, সরকারি বড় কাজ, কখনো রাজনৈতিক পদ-পদবি পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। সর্বশেষ কলমাকান্দা উপজেলার মকবুল হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে মামলার রায় পক্ষে এনে দেওয়ার কথা বলে সাত লাখ টাকা ও বিভিন্ন উপহারসামগ্রী হাতিয়ে নেন তারা। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে ওই তিনজনকে আটক করে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
১৪ ডিসেম্বর, ২০২৩
X