দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানে সামরিক নিয়োগের দায়িত্বে থাকা ইউক্রেনের সেনাবাহিনীর সব আঞ্চলিক কর্মকর্তা পদচ্যুত হয়েছেন। ঘুষ গ্রহণ ও মানব পাচারের অভিযোগে তারা অভিযুক্ত হয়েছেন। ৩৩ জন কর্মকর্তা ফৌজদারি অভিযোগের মোকাবিলা করছেন বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যুদ্ধের সময়ে ঘুষ গ্রহণ বড় ধরনের বিশ্বাসঘাতকতা। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চলার এ সময়টিতে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে তুলতে চাইছে দেশটি, এরই মধ্যে এ শুদ্ধি অভিযান চালানোর খবর এলো।
মন্তব্য করুন