শাবির স্পোর্টস সাস্ট’র সভাপতি মাসুদ সম্পাদক আইয়ুব
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ক্রীড়াবিষয়ক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’র ১৯তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।  নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা ও সাধারণ সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. আইয়ুব হোসাইনকে  মনোনীত করা হয়েছে। রোববার (৫ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ১৮তম কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে এবং ১৯তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণা করেন সদ্যবিদায়ী কমিটির সভাপতি শাইখ হাসান দিপ্ত। এদিন রাতে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মো. নাইমুর রহমান, সহসভাপতি রাউফুন জাহান মিলেনিয়াম ও আবিদ হাসান নাইম, যুগ্ম সম্পাদক হিসেবে জয় চৌধুরী, মো. ফারহান তামিম ভুইয়া, সহসাধারণ সম্পাদক হাসিন আবরার, সাজ্জাদুর রহমান শিহাব, মোস্তাহাসান সিয়াম, তানজিদ রহমান অপুর্ব, ইয়াসিন বাশার, রেদুয়ানুল করিম, স্পোর্টস সাস্ট স্কুল পরিচালক মো. জুবায়ের হোসাইন সালমান, সহ-স্পোর্টস সাস্ট স্কুল পরিচালক আব্দুল্লাহ আল মাহফুজ, রায়হান ফেরদৌস, সাজিদুল সাজিদ, গণসংযোগ সম্পাদক আহমেদ নাইম, সহগণসংযোগ সম্পাদক তানবির শাহরিয়ার, নিবির আহমেদ ও মুহই সারদ। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে সাজ্জাদুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মো. ইমাম হোসাইন নয়ন, দুর্জয় বনিক, মো. আব্দুল খালেক জিসান, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাকি এ কাউসার, সহ-কোষাধ্যক্ষ, এস এম তৌহিদুর রহমান, শাহরিয়ার মুসতাক মাহি, প্রিয়ব্রত দাস পার্থ, মো. রাজু ইসলাম, প্রকাশনা সম্পাদক আরিফ জাওয়াদ, সহপ্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, কাউসার আহমেদ হৃদয়, মুসলিম উদ্দিন, নিয়ামুল হাসান সাজিন, আসিফ আদনান, প্রচার সম্পাদক ইমামুল হোসাইন পিয়াস, সহপ্রচার সম্পাদক কাজী আক্তারুজ্জামান জয়, মো. ইমরান হোসাইন বাপ্পি, আরিফ সরকার, ইফতেকার সাকিব, আকিফ জামান আলভি, হাসান শাহরিয়ার, দপ্তর সম্পাদক সাজ্জাদ রহমান শাহিল , সহদপ্তর সম্পাদক এস এম নাঈম, সায়েদ সাইদুল ইসলাম কামরুল, মুবাস্বিরুল ইসলাম বেগ, অনুরাগ সাহা, মো, আব্দুল হাসিব মনোনীত হয়েছেন। উল্লেখ্য, ‘কম্পিটিশন ফর দ্য কম্পোজিশন অব লাইফ’ এই মূলমন্ত্র নিয়ে ২০০৫ সালে যাত্রা শুরু করে শাবিপ্রবির একমাত্র ক্রীড়াবিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট। প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
০৬ মে, ২০২৪

কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড মনোনীতদের তালিকা প্রকাশ
কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, ফুটবলার রাকিব হোসেন ও স্প্রিন্টার ইমরানুর রহমান। পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় নাজমুল হোসেন শান্ত, ইমরানুর রহমান, শেখ মোরসালিনের সঙ্গে আছেন নারী ক্রিকেটার ফারজানা হক পিংকি। গতকাল সংবাদ সম্মেলনে পুরস্কারের জন্য মনোনীত বিভিন্ন ব্যক্তি ও সংস্থার নাম ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালের জন্য ১৬ ক্যাটাগরিতে ১৮ ক্রীড়াবিদ, কোচ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। পুরস্কারের সঙ্গে থাকছে অর্থ পুরস্কারও। বর্ষসেরা ক্রীড়াবিদ ও পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ছাড়া অন্যান্য ক্যাটাগরি হচ্ছে বর্ষসেরা পুরুষ ক্রিকেটার (নাজমুল হোসেন শান্ত), বর্ষসেরা নারী ক্রিকেটার (ফারজানা হক পিংকি), বর্ষসেরা ফুটবলার (রাকিব হোসেন), বর্ষসেরা অ্যাথলেট (ইমরানুর রহমান), সেরা বক্সার (সেলিম হোসেন), সেরা শুটার (কামরুন নাহার কলি), সেরা টেবিল টেনিস খেলোয়াড় (রামহিম লিয়ন বম), উদীয়মান ক্রীড়াবিদ (ফুটবলার শেখ মোরসালিন), বর্ষসেরা দল (অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল), সক্রিয় সংস্থা (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর), বর্ষসেরা কোচ (আলফাজ আহমেদ), বিশেষ সম্মাননা (মনজুর হোসেন মালু), তৃণমূল সংগঠক (মোয়াজ্জেম হোসেন, ভারোত্তোলন), সেরা সংগঠক (হাবিবুর রহমান, কাবাডি)। গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, পিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজীব, সাধারণ সম্পাদক সামন হোসেন ও বাছাই উপ-কমিটির চেয়ারম্যান পরাগ আরমান। আগামী রোববার বিকেল সাড়ে ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে শুরু হবে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী।
১৯ এপ্রিল, ২০২৪

কে হচ্ছেন বর্ষসেরা ক্রীড়াবিদ?
বাংলাদেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তনকারী সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৩-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তিনজনের এই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ফুটবলার রাকিব হোসেন ও স্প্রিন্টার ইমরানুর রহমান। সেরা ক্রীড়াবিদ ছাড়াও পপুলার চয়েজ ক্যাটাগরিতেও স্থান হয়েছে এই তিনজনের। এই বিভাগে নারী ক্রিকেটার ফারজানা হক পিংকির নামও রয়েছে। ২১ এপ্রিল ঘোষণা করা হবে বিজয়ীর নাম। এ ছাড়াও ২০২৩ সালের জন্য ১৬টি বিভাগে সর্বমোট ১৮ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। একই সঙ্গে থাকছে অর্থ পুরস্কারও। বিএসপিএ সর্বপ্রথম ১৯৬৪ সালে ক্রীড়াক্ষেত্রে এই পুরস্কারের প্রবর্তন করে। সেই ধারাবাহিকতায় আগামী রোববার (২১ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসতে যাচ্ছে ক্রীড়াঙ্গনের অন্যতম আকর্ষণীয় এই পুরস্কারের আসর। অনুষ্ঠানে  যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএর সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, খেলোয়াড় যাচাইবাছাই কমিটির চেয়ারম্যান পরাগ আরমান ও সদস্য সচিব মাহবুব সরকার। উল্লেখ্য, এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে দেশের স্বনামধন্য করপোরেট প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।  যারা ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত) নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট), ইমরানুর রহমান (অ্যাথলেটিকস), রাকিব হোসেন (ফুটবল)। পপুলার চয়েজ অ্যাওয়ার্ড নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট), ইমরানুর রহমান (অ্যাথলেটিকস), শেখ মোরসালিন (ফুটবল), ফারজানা হক পিংকি (ক্রিকেট)।
১৮ এপ্রিল, ২০২৪

জয় দিয়ে মিডিয়া কাপ শুরু কালবেলার
জয় দিয়ে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের আয়োজনে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে শুভ সূচনা করল দৈনিক কালবেলা। মঙ্গলবার (৫ মার্চ) আরামবাগে বাফুফে মাঠে নিজেদের প্রথম ম্যাচে নিউজ২৪-কে ৩-০ গোলে হারায় দৈনিক কালবেলা। সকাল সাড়ে ৮টার ম্যাচে শুরুতেই এগিয়ে যায় দৈনিক কালবেলা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করেন কালবেলার রুহুল আমিন। পাঁচ মিনিট পর রহুল আবার গোল করলে কালবেলা ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দৈনিক কালবেলা। বিরতির পর ১৭ মিনিটে দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করে দৈনিক কালবেলার সিনিয়র সাব এডিটর শহিদুল ইসলাম। জোড়া গোলের জন্য ম্যাচ সেরার পুরস্কার ওঠে কালবেলার ভিডিও এডিটর রহুল আমিনের হাতে।   মঙ্গলবার (৫ মার্চ) কুল-বিএসজেএ মিডিয়া ফুটবল টুর্নামেন্টে এবার ৩২টি দল অংশ নিচ্ছে। আসরের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য শেখ আশরাফ আলি। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের কম্পিটিশন ম্যানেজার জাবের বিন তাহের আনসারি, স্কয়ার টয়লেট্রিজের ব্র্যান্ড ম্যানেজার আদিব বিন শহীদ ও স্কয়ার টয়লেট্রিজের মার্কেটিং এক্সিকিউটিভ রুবায়েত আহসান রাহুল।
০৫ মার্চ, ২০২৪

পেশাদার বক্সিং কর্মশালা সম্পন্ন
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে দেশে প্রফেশনাল বক্সিংয়ের বর্তমান অবস্থা, বিশ্ব পরিমণ্ডলে সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে আয়োজিত ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ভবনের ডাচ্-বাংলা অডিটোরিয়ামে ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান। বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজীবের সভাপতিত্বে ওয়ার্কশপে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. সামন হোসেন। বিএসপিএ নির্বাহী কমিটির সদস্য পরাগ আরমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি কাজী শহীদুল আলম। বিএসপিএর সদস্য ছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন সংবাদমাধ্যমের ৫০-এর অধিক ক্রীড়াসাংবাদিক ওয়ার্কশপে অংশ নেন। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দেশে এখন প্রায় ছয় শতাধিক প্রফেশনাল বক্সার আছেন, যাদের উপযুক্ত পরিচর্চা করলে বিশ্বআসরে তারা নিজেদের পাশাপাশি দেশের জন্যও প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। গত কয়েক বছরে দেশের বক্সাররা বেশ কয়েকটি বিদেশি প্রফেশনাল আসরে অংশ নিয়ে আয়ের সুয়োগ পেয়েছেন। এ বছরের শেষভাগে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদমাধ্যমসহ সরকারি সহায়তা পেলে ২০৩০ সালের পর ক্রীড়াবিদদের মধ্যে আয়ের দিক থেকে বাংলাদেশি বক্সাররা শীর্ষে থাকবেন।
২৭ ফেব্রুয়ারি, ২০২৪

নৌবাহিনীর ইন্টারন্যাশনাল ডে অফ মিলিটারি স্পোর্টস উদযাপন
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘ইন্টারন্যাশনাল ডে অফ মিলিটারি স্পোর্টস-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ফেব্রুয়ারি) এ উপলক্ষে ঢাকা সেনানিবাস এলাকায় একটি র‌্যালির আয়োজন করা হয়।  উক্ত অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালির উদ্বোধন করেন।  এ সময় আমন্ত্রিত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।  ‘খেলার মাধ্যমে বন্ধুত্ব’ এই মূলমন্ত্র নিয়ে ১৯৪৮ সালে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা (সিআইসিএম) প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীও প্রতি বছর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে।  এমন উদ্যোগ সশন্ত্র বাহিনীর সকল সদস্যের মধ্যে ক্রীড়া উদ্দীপনা, পারস্পারিক বোঝাপড়া এবং শান্তি বার্তা বহন করবে বলে আশা করা যায়।
২৩ ফেব্রুয়ারি, ২০২৪

শুরু হচ্ছে ময়মনসিংহ জিলা স্কুল সাবেকদের ক্রিকেট প্রতিযোগিতা
চতুর্থবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ময়মনসিংহ জিলা স্কুল এক্স স্টুডেন্টস স্পোর্টস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট। জাঁকজমকপূর্ণ এই প্রতিযোগিতার আয়োজক স্বনামধন্য স্কুলটির এক্স স্টুডেন্টস স্পোর্টস ক্লাব। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টটি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা।  ময়মনসিংহের ঐতিহ্যবাহী জিলা স্কুলের মোট ৪৪টি ব্যাচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জিলা স্কুল ও বোর্ডিং মাঠে দিবারাত্রির এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও প্রাইজমানি। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য দল ও খেলোয়াড়দের জন্য থাকছে বিভিন্ন পুরস্কার। আয়োজকরা জানান, ময়মনসিংহ জিলা স্কুলের সাবেক ছাত্রদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করতে চতুর্থবার আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট। ভবিষ্যতেও এমন টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে। এ আয়োজনকে ঘিরে জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। জাতীয় দলের একাধিক খেলোয়াড়সহ বেশ কয়েকজন সংসদ সদস্যও প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জিলা স্কুল এক্স স্টুডেন্ট স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ৭১ ব্যাচের ছাত্র ও জেলা  আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ ব্যাচের ছাত্র অধ্যাপক শেখ আমজাদ আলী, পৃষ্ঠপোষক শরীফ আহমেদ এমপি, মুশতাক আহমেদ রুহী এমপি, মোহিত উর রহমান শান্ত এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, স্পোটর্স ক্লাবের প্রেসিডেন্ট ও জাতীয় ফুটবল দলের সাবেক কোচ এ, কে, এম, মারুফুল হক, সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক আরিফ চৌধুরী রাসেল, টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোহাম্মদ এমদাদ উল্লাহ রাজু, সংগঠনের অন্যতম সদস্য শরিফুজ্জামান সোহেল, হাবিব উল্লাহ বাবু, আরিফুর রহমান রবিন উপস্থিত ছিলেন।  এছাড়াও, উপস্থিত ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, মিডিয়া কমিটির সাধারণ সম্পাদক সোহাগ আহমদ, ফিল্ড কমিটির চেয়ারম্যান এনামুল করিম, স্টেজ কমিটির চেয়ারম্যান শিপন আলম, রিসিপশন কমিটিরি চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, অর্থ কমিটিরি চেয়ারম্যান, আফজলুর রহমান, স্বাস্থ্য কমিটির চেয়ারম্যান ডাক্তার মামুনুর রহমান, স্বেচ্ছাসেবক কমিটির চেয়ারম্যান রেজাউল করিম মাসুদ। 
২১ ফেব্রুয়ারি, ২০২৪

দেশে ও দেশের বাইরে বিপিএল দেখবেন যেভাবে
রাজস্ব ভাগাভাগির বিতর্ক মাথায় নিয়েই শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে নবাগত দুর্দান্ত ঢাকা। টুর্নামেন্টটি দেশের মধ্যে সম্প্রচার করছে টি স্পোর্টস ও গাজী টিভি। তবে দেশের বাইরের দর্শকরাও উপভোগ করতে পারবেন এ প্রতিযোগিতাটি।  বাংলাদেশে বিপিএল টেলিভিশনের পাশাপাশি সরাসরি সম্প্রচারিত হচ্ছে র‌্যাবিটহোল ও টি-স্পোর্টস অ্যাপে। বাংলাদেশের বাইরে পাকিস্তানে সরাসরি বিপিএল দেখা যাবে টেন স্পোর্টস চ্যানেলে। তাছাড়া দেশটিতে অনলাইনেও বিপিএল দেখতে পারবেন দর্শকরা। ট্যাপম্যাড টিভি ও হাম স্পোর্টসে সরাসরি দেখতে পারবে সাকিব আল হাসান-তামিম ইকবালদের খেলা।  পার্শ্ববর্তী দেশ ভারতের দর্শক-সমর্থকরাও সরাসরি টিভি পর্দায় বিপিএল দেখতে পারবেন। ফ্যানকোডে বাংলাদেশের ঘরোয়া লিগের জমজমাট আসরটি দেখতে পারবে ভারতীয়রা।  মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা থেকেও চলমান বিপিএল দেখতে পারবেন ক্রিকেট সমর্থকরা। সংযুক্ত আরব আমিরাত, কাতার, আলজেরিয়া, ইরান, বাহরাইন, ইরাক ও সৌদি আরবসহ মোট ২৭টি দেশে বিপিএল সরাসরি সম্প্রচার করছে ক্রিকবাজ ও ক্রিকলাই। দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টি দেশেও টুর্নামেন্টটি সম্প্রচার করবে ক্রিকবাজ ও ক্রিকলাইফ।  উত্তর আমেরিকা মহাদেশ থেকেও বিপিএল দেখার সুযোগ পাচ্ছেন দর্শক-সমর্থক। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, হন্ডুরাস, কানাডা, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে আসরটি সম্প্রচার করবে উইলো টিভি। এ ছাড়া সমগ্র পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে টি স্পোর্টস ও র‌্যাবিটহোলের ইউটিউব চ্যানেলে বিপিএল দেখতে পারবেন দর্শকরা।   
১৯ জানুয়ারি, ২০২৪

বিপিএলে পিসিবির বাগড়া!
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি খেলোয়াড়রাও অংশ নিয়েছে প্রতিযোগিতাটিতে। কিন্তু চলমান টুর্নামেন্টে বাগড়া দিয়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিপিএল খেলতে তিন তারকা ক্রিকেটার ফখর জামান, ইফতিখার আহমেদ ও মোহাম্মদ হারিসকে অনাপত্তিপত্র দেয়নি পিসিবি।   ফখর জামান ফরচুন বরিশাল, ইফতিখার আহমেদ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং মোহাম্মদ হারিস চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু পিসিবি অনাপত্তিপত্র না দেওয়ায় বিপিএলে তাদের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।  বাংলাদেশের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও আজ শুরু হচ্ছে আইএল টি–টোয়েন্টি টুর্নামেন্ট। উভয় লিগের কথা বিবেচনায় রেখে ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিয়েছে পিসিবি। খেলোয়াড়সহ জড়িত সব পক্ষের সর্বোচ্চ স্বার্থকে প্রাধান্য দিয়েছে পিসিবি। তবে কোন কোন ক্রিকেটারকে কোন লিগের জন্য অনাপত্তিপত্র দিয়েছে পিসিবি তা জানা যায়নি।  পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, আসন্ন পিএসএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইনকে অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। ফখর, ইফতিখার, হারিস এবং সাইম আইয়ুবও অনাপত্তিপত্র পায়নি। কারণ হিসেবে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত বছরের জুলাই থেকে দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেছেন তারা।  সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সাবেক অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের বিপিএল খেলার অনুমতি দিয়েছে পিসিবি। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষে রংপুর ও কুমিল্লায় যোগ দিবেন তারা।  পিসিবির মিডিয়া পরিচালক আলিয়া রাশিদ ডন নিউজকে জানিয়েছেন, ২০২৪-২৫ মৌসুম থেকে বছরে পিএসএলসহ তিনটি লিগে খেলার অনুমতি পাবেন ক্রিকেটাররা। কিন্তু সর্বশেষ চুক্তি গত নভেম্বরে হওয়ায় অনেক ক্রিকেটার আগেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যান।   
১৯ জানুয়ারি, ২০২৪

যুবাদের ব্যাট-প্যাড দিচ্ছেন মিরাজ-শাহীনরা
নিউজিল্যান্ড থেকে ফেরার পর খুব ব্যস্ত সময় কেটেছে মেহেদী হাসান মিরাজের। জাতীয় দলের দুই সতীর্থ মাশরাফী বিন মুর্তজা ও সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে অংশ নিয়েছিলেন তিনিও। তবে এত ব্যস্ততার পরেও মিরপুরে এসে এশিয়া কাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন ক্রিকেটারকে ব্যাট-প্যাড উপহার দিয়েছেন এই অলরাউন্ডার। জানা গেছে, ইমরুল কায়েস, মোহাম্মদ আফতাব শাহীন ও মিরাজ মিলে দেশে যে ব্যাট তৈরির প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, সেই ‘এমকেএস’ প্রতিষ্ঠানের মাধ্যমে যুব দলের আটজন ক্রিকেটারের হাতে ব্যাট, গ্লাভস ও প্যাড তুলে দেন মিরাজ। প্রতিষ্ঠানটির পরিচালক শাহীন জানিয়েছেন, ‘আমরা যুব দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে এক বছরের চুক্তি করেছি। আগামী এক বছর তাদের যে ক্রিকেট সরঞ্জাম লাগবে, আমরা সেগুলো তাদের দেব।’ মোট আট ক্রিকেটার চারটি ব্যাট, ছয় জোড়া গ্লাভস ও দুই জোড়া করে প্যাড পাচ্ছেন এমকেএসের কাছ থেকে।
০৬ জানুয়ারি, ২০২৪
X