সমাবেশে যাওয়ার পথে নিখোঁজ স্বেচ্ছাসেবক দল নেতার মরদেহ উদ্ধার
নিখোঁজের এক দিন পর স্বেচ্ছাসেবক দলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফেরদৌস আলম (৩৫) উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দ বাজার কালমাটি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। ফেরদৌসের বড় ভাই আব্দুর রশিদ জানান, রোববার (১০ মার্চ) দুপুর দুইটার সময় সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে স্থানীয় বিএনপির সমাবেশে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন তিনি। আড়াইটার দিকে শহরের মিশন মোড় একালায় তার মোটরসাইকেলটি পাওয়া যায়। তিনি তখন থেকে নিখোঁজ ছিলেন। পরে রাত পর্যন্ত তাকে খুঁজে না পেয়ে লালমনিরহাট সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন। পর দিন সোমবার সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকার রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সদর থানার ওসি ওমর ফারুক জানান, খরব পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
১১ মার্চ, ২০২৪

সাতক্ষীরার স্বেচ্ছাসেবক দল নেতা জুলফিকারকে জনসম্মুখে হাজিরের আহ্বান বিএনপির
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দীককে চালতেঘাটা বাজার থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে অবিলম্বে তাকে জনসম্মুখে হাজির করার জোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। রিজভী বলেন, জুলফিকার সিদ্দীককে গতকাল (শনিবার) আনুমানিক রাত সোয়া ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চালতেঘাটা বাজার থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা সাদা রঙের নোহা মাইক্রোবাসে মুখ বেঁধে তুলে নিয়ে যায়। এ সময় স্থানীয় মেম্বার জাফর আলীসহ বাজারের দোকানদাররা বাধা দিলে তারা বলেন আমরা ডিবির লোক। এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বর্তমান যুবলীগ নেতা হাফিজুর রহমান ও যুবলীগ নেতা উজ্জ্বল উপস্থিত ছিলেন।  তিনি আরও বলেন, জুলফিকার সিদ্দীককে তুলে নেওয়ার ১০ মিনিট পর তার মোটরসাইকেলটি ছাত্রলীগ নেতা উজ্জ্বল নিয়ে যায়। পরবর্তীতে জুলফিকার সিদ্দীকির মা শ্যামনগর থানায় গিয়ে খোঁজ করলে ওসি আবুল কালাম আজাদ বলেন তাকে ডিবি তুলে নিয়ে গেছে। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আমি অবিলম্বে স্বেচ্ছাসেবক দল নেতা জুলফিকার সিদ্দীককে জনসম্মুখে হাজির করে তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার জোর আহ্বান জানাচ্ছি।  বিএনপির এই নেতা বলেন, গত ৭ জানুয়ারি গণবর্জিত ডামি নির্বাচনের পর দেশ এক গভীর সংকটে পতিত হয়েছে। চিহ্নিত কতিপয় পুলিশ, আমলা, আর সরকারি দলের টাকা পাচারকারী সুবিধাভোগী দুর্নীতিবাজ মাফিয়া চক্র ছাড়া দেশের ৯৫ ভাগ মানুষ এই সরকারের বিপক্ষে। চর দখলের মতো আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকের নলের মুখে রাষ্ট্রক্ষমতা দখল করে জনগণকে ক্রীতদাসে পরিণত করার চক্রান্ত চলছে। আওয়ামী লীগ ও তাদের দোসররা ব্যতিত প্রতিটি মানুষ আজ নিরাপত্তাহীন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি অতিক্রম করছে। মানুষের জানমাল ও জীবন-জীবিকার কোনো নিরাপত্তা নেই। নারী-শিশু নির্যাতন ভয়ানক আকার ধারণ করেছে। নতজানু সরকারের কারণে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এখন হুমকির মুখে পড়েছে। এই অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
২৫ ফেব্রুয়ারি, ২০২৪

সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
নীলফামারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত রাকিবুল ইসলাম রকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার চাঁদের হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রকি (৩৮) কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি এলাকার বগুলাগাড়ী গ্রামের ওসমান গনির ছেলে। নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রকি কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে নীলফামারীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি চার্জার ভ্যান রকির মোটরসাইকেলের সামনে চলে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহন হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তার মৃত্যু হয়। সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
২২ ফেব্রুয়ারি, ২০২৪

রাজধানীতে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ জানানো হয়। এ ছাড়াও গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বানে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ শিরোনামে লিফলেট বিতরণ করা হয়। পুরানা পল্টন কালভার্ট রোড পল্টন টাওয়ারের সামনে থেকে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে লিফলেট বিতরণকালে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মনির হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ, সাবেক সহসাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ সব মহানগর নেতারা ও থানা, ওয়ার্ডের সব সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
১৪ ফেব্রুয়ারি, ২০২৪

কৃত্রিম পা হারানো স্বেচ্ছাসেবক দল নেতার পাশে বিএনপি 
লক্ষ্মীপুরে দল ঘোষিত হরতাল কর্মসূচি পালনকালে কৃত্রিম পা হারানো সদর পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোক্তার হোসেনের পাশে দাঁড়িয়ে বিএনপি।  বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শ্যামলীতে ব্র্যাক কৃত্রিম পা সংযোজন কেন্দ্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে কৃত্রিম পা হস্তান্তর ও আর্থিক সহযোগিতা দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।  এ সময় রিজভীর সঙ্গে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি মোক্তার হোসেনের চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন। বিএনপি ঘোষিত গত ২৩ নভেম্বর লক্ষ্মীপুরে হরতাল কর্মসূচি পালনকালে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকরা মোক্তার হোসেনের কৃত্রিম পা ভেঙে দেয় বলে অভিযোগ করা হয়।
০১ ফেব্রুয়ারি, ২০২৪

ফেনীতে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলা
ফেনী সদর উপজেলা শাখার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেনের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।  বুধবার (১০ জানুয়ারি) রাতে হামলাকারীরা সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মীরগঞ্জস্থ বেলালের গ্রামের বাড়ির প্রধান ফটক ভাঙচুর করেছে বলে বাড়ির লোকজন অভিযোগ করেছেন। এসময় বাড়িতে থাকা নারীরা আতংকিত হয়ে পড়ে।  স্থানীয়রা জানায়, ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল পরিবার নিয়ে শহরে থাকেন। গ্রামের বাড়িতে তার মা-বোন থাকেন। ঘটনার রাতে দুর্বৃত্তরা তার বাড়ির সামনে বোমা ফাটিয়ে মূল ফটক ভাঙচুর করেছে। স্বেচ্ছাসেবক দল নেতা বেলাল হোসেন অভিযোগ করেন, সরকার দলীয় সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।  এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন ও সদর উপজেলা আহ্বায়ক জোবায়ের হোসেন।  তারা বলেন, হামলা চালিয়ে এবং মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না।
১১ জানুয়ারি, ২০২৪

সিলেটে কেন্দ্র দখলচেষ্টা, নৌকার এজেন্টকে পেটাল স্বেচ্ছাসেবক দল
সিলেটে ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে নৌকার এজেন্টকে পেটানোর ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পেটানোর ঘটনায় জড়িত বলে জানা যায়। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নগরীর পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে এ হামলা চালায় স্বেচ্ছাসেবক দল। হামলায় আহত হয়েছেন, আওয়ামী লীগের সদস্য বশির খান লাল। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সজিব ও রাসেলের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন বশির খান লাল। সিলেট মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের এজেন্টকে হামলা করেছে। আমরা চিকিৎসার জন্য বশিরকে হাসপাতালে পাঠিয়েছি। সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র সদস্য সিরাজ খান কালবেলাকে বলেন,  আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হরতালের দ্বিতীয় দিনে শান্তিপূর্ণ মিছিল ও পিকেটিং করা হয়। পরে পুলিশ গুলি করে আমাকেসহ এলাকার বাসাবাড়িতে গুলি করে। আমি আহত রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। তিনি আরো বলেন, পাঠানঠুলা এলাকার বাসাবাড়িতে পুলিশ হামলা চালিয়েছে। সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার উত্তর আজবাহার আলী শেখ কালবেলাকে বলেন, পাঠানটুলা স্কুলের ভোট কেন্দ্র দখলের চেষ্ট করে। আমরা তাৎক্ষণিক এসে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত আছি। তিনি আরো বলেন, সেচ্ছাসেবক দলের হামলায় আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। এ ছাড়াও পাঠানটুলা এলাকার বাসিন্দার জহিরুল ইসলাম কালবেলাকে জানান, হঠাৎ করে আমার বাসায় হামলা চালিয়েছে পুলিশ। জানাল ভাঙচুরের ফলে আমার স্ত্রী ও বাচ্চা আহত হয়েছেন। 
০৭ জানুয়ারি, ২০২৪

সাভারে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লিফলেট বিতরণ
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে সাভার বাসস্ট্যান্ডে লিফলেট বিতরণ করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।  ছাত্রদলের নেতাকর্মীরা জানান, শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সাভার বাসস্ট্যান্ডে জড়ো হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় তারা সাভার বাসস্ট্যান্ড থেকে নিউমার্কেট পর্যন্ত লিফটের বিতরণ ও জনসংযোগ করেন।  এ সময় উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সোহান, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সৈকত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক, শেখ মুজিবুর রহমান হল শাখার যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, মীর মশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, ছাত্রনেতা জুবাইর আল মাহমুদ, নাইমুল হাসান কৌশিকসহ অর্ধশতাধিক নেতাকর্মী।  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদ বলেন, সরকার একতরফা নির্বাচন করে দেশকে গভীর সংকটে ফেলে দেওয়ার পাঁয়তারা করছে। এই তামাশার নির্বাচন বর্জনের ডাক দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে পৌঁছে দিতে এই জনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
২৪ ডিসেম্বর, ২০২৩

বিভিন্ন স্থানে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের মিছিল
বিএনপির ডাকা ৩৬ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।  মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনের বিভিন্ন সময়ে মোট ৫টি এলাকায় বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার এসব মিছিলে নেতৃত্ব দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়- রাজধানীর আরামবাগ থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত, মগবাজার ওয়ারলেস গেট থেকে মগবাজার মোড় পর্যন্ত, সেগুনবাগিচা, সেন্ট্রাল রোড থেকে আইডিয়াল কলেজ পর্যন্ত, বনশ্রী রামপুরা সংযোগ সড়ক পর্যন্ত অবরোধ সফলে মিছিল হয়েছে।  মিছিলগুলোতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহসভাপতি নাসির মোল্লা, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক মাহবুব ফরাজী, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি এস এম সায়েম, সহসভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।  
১২ ডিসেম্বর, ২০২৩

আ.লীগের অফিস ভাঙচুরের ঘটনায় সংঘর্ষে আহত স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
পিরোজপুরে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনার সময় সংঘর্ষে আহত স্বেচ্ছাসেবক দলের শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ লালন ফকিরের মৃত্যু হয়েছে।  সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত (৯ ডিসেম্বর) শনিবার রাতে সংঘর্ষে আহত হলে লালনকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল নেওয়া হয়। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, লালন ফকির বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের শ্রমবিষয়ক সম্পাদক হলেও আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী একেএম এ আউয়ালের সমর্থক ছিলেন। ২০১৪ সালে বিএনপির হরতাল কর্মসূচি পালনের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতের ঘটনায় মামলার আসামি ছিলেন তিনি।     এদিকে তার মৃত্যুর পর শহরে মিছিল বের করে আউয়ালের সমর্থকরা। মিছিল থেকে তারা সোমবার রাতে মঙ্গলবার (১২ ডিসেম্বর) শহরে হরতালের ঘোষণা দেন। এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, এখনও থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১২ ডিসেম্বর, ২০২৩
X