সিলেটে ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে নৌকার এজেন্টকে পেটানোর ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পেটানোর ঘটনায় জড়িত বলে জানা যায়।
রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নগরীর পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে এ হামলা চালায় স্বেচ্ছাসেবক দল।
হামলায় আহত হয়েছেন, আওয়ামী লীগের সদস্য বশির খান লাল। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সজিব ও রাসেলের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন বশির খান লাল।
সিলেট মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের এজেন্টকে হামলা করেছে। আমরা চিকিৎসার জন্য বশিরকে হাসপাতালে পাঠিয়েছি।
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র সদস্য সিরাজ খান কালবেলাকে বলেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হরতালের দ্বিতীয় দিনে শান্তিপূর্ণ মিছিল ও পিকেটিং করা হয়। পরে পুলিশ গুলি করে আমাকেসহ এলাকার বাসাবাড়িতে গুলি করে। আমি আহত রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। তিনি আরো বলেন, পাঠানঠুলা এলাকার বাসাবাড়িতে পুলিশ হামলা চালিয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার উত্তর আজবাহার আলী শেখ কালবেলাকে বলেন, পাঠানটুলা স্কুলের ভোট কেন্দ্র দখলের চেষ্ট করে। আমরা তাৎক্ষণিক এসে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত আছি। তিনি আরো বলেন, সেচ্ছাসেবক দলের হামলায় আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন।
এ ছাড়াও পাঠানটুলা এলাকার বাসিন্দার জহিরুল ইসলাম কালবেলাকে জানান, হঠাৎ করে আমার বাসায় হামলা চালিয়েছে পুলিশ। জানাল ভাঙচুরের ফলে আমার স্ত্রী ও বাচ্চা আহত হয়েছেন।
মন্তব্য করুন