নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে সাভার বাসস্ট্যান্ডে লিফলেট বিতরণ করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সাভার বাসস্ট্যান্ডে জড়ো হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় তারা সাভার বাসস্ট্যান্ড থেকে নিউমার্কেট পর্যন্ত লিফটের বিতরণ ও জনসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সোহান, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সৈকত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক, শেখ মুজিবুর রহমান হল শাখার যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, মীর মশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, ছাত্রনেতা জুবাইর আল মাহমুদ, নাইমুল হাসান কৌশিকসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদ বলেন, সরকার একতরফা নির্বাচন করে দেশকে গভীর সংকটে ফেলে দেওয়ার পাঁয়তারা করছে। এই তামাশার নির্বাচন বর্জনের ডাক দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে পৌঁছে দিতে এই জনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
মন্তব্য করুন