পিরোজপুরে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনার সময় সংঘর্ষে আহত স্বেচ্ছাসেবক দলের শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ লালন ফকিরের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত (৯ ডিসেম্বর) শনিবার রাতে সংঘর্ষে আহত হলে লালনকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল নেওয়া হয়। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, লালন ফকির বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের শ্রমবিষয়ক সম্পাদক হলেও আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী একেএম এ আউয়ালের সমর্থক ছিলেন। ২০১৪ সালে বিএনপির হরতাল কর্মসূচি পালনের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতের ঘটনায় মামলার আসামি ছিলেন তিনি। এদিকে তার মৃত্যুর পর শহরে মিছিল বের করে আউয়ালের সমর্থকরা। মিছিল থেকে তারা সোমবার রাতে মঙ্গলবার (১২ ডিসেম্বর) শহরে হরতালের ঘোষণা দেন।
এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, এখনও থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন