ওষুধবাহী পিকআপের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে নিহত ১
দিনাজপুরের ফুলবাড়ীতে ওষুধবাহী মিনি পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক ব্যক্তির নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর তিনজন। বৃহস্পতিবার (৯ মে) সকাল ৮টার দিকে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বারোকোনো নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত ওই ব্যক্তির নাম সামসুল হক (৬৯)। তিনি পার্বতীপুর উপজেলার হারিরামপুর ইউনিয়নের বারোঘরিয়া গ্রামের মৃত মজিতুল্লাহর ছেলে। আহত তিনজন হলেন একই উপজেলার আনন্দবাজার উত্তর গ্রামের ফয়জার আলীর ছেলে রফিকুল ইসলাম (৬৫), একই গ্রামের আলস্না মালিকের ছেলে শফিকুল ইসলাম (৪০) ও দলাইকোটা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মো. মাবুদ (৪২)। পেশায় হতাহতরা সকলেই মৎস্যজীবী। মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করতেন।      পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামসুল হকসহ ওই তিনজন ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুরের এক পুকুরে মাছ ধরার জন্য বৃহস্পতিবার সকালে সরঞ্জামসহ ব্যাটারিচালিত অটোভ্যানে করে ফেরার সময় ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারোকোনা ওষুধবাহী মিনি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপটি ছিটকে রাস্তার পাশের জমিতে পড়ে যায়। ঘটনাস্থলেই সামসুল হকের মৃত্যু ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফুলবাড়ী থানার এসআই আসলাম উদ্দিন বিশ্বাস ও এএসআই মো. গোলাম রব্বানী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর মিনি পিকআপটির চালক ও সহকারী পালিয়ে গেছে। মরদেহ ও পিকআপটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  ফুলবাড়ী থানার ওসি মো. মোস্তাফিজার রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং পিকআপটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে সড়ক আইনে মামলা হয়েছে।
৩ ঘণ্টা আগে

সাংবাদিকদের বললেন, ‘নো মোর কোশ্চেন’ / সরকারি টাকা ব্যয়ে নিজ খামারের জন্য সড়ক নির্মাণ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ উঠেছে। তিনি নিজের গরু ও মাছের খামারে সহজে যাতায়াতের জন্য কৃষকের ফসলি জমির ওপর দিয়ে সরকারি টাকা ব্যয় করে দেড় কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা নির্মাণ করেছেন। এমনকি যাদের ফসলি জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে তাদের কোনোপ্রকার ক্ষতিপূরণও দেওয়া হয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রথম ধাপে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আওয়ামী লীগ নেতা ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেনের বাকরা গ্রামে তিনি গরু ও মাছের খামার করেছেন। এ জন্য উপজেলার নাথেরপেটুয়া-হাসনাবাদ সড়ক থেকে জাকিরের ওই খামার বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ করা হয়। ফসলি জমির ওপর দিয়ে নির্মিত ওই রাস্তার সুফল একাই ভোগ করছেন উপজেলা চেয়ারম্যান। ২০২১ সাল থেকে পর্যায়ক্রমে নির্মিত ওই রাস্তাটির দুই পাশে কোনো ধরনের ঘর-বাড়ি নেই। রাস্তাটি দিয়ে মানুষের যাতায়াতের কোনো প্রকার প্রয়োজনীয়তাও নেই। শুধু চেয়ারম্যান জাকির হোসেনের মালিকানাধীন সুবিশাল মাছের ও গরুর খামারের জন্যই সড়কটি ক্ষমতার অপব্যবহার করে নির্মাণ করেছেন তিনি। স্থানীয় পরানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সৌদি প্রবাসী মিজানুর রহমান বলেন, তিনি ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ভুক্তভোগীদের একজন। তিনি বলেন, ‘আমার ২২-২৩ বছরের আয়-উপার্জনের টাকা দিয়ে আমিনাথেরপেটুয়া-হাসনাবাদ সড়কের পাশে সাড়ে ৪০ শতক জায়গা ক্রয় করি। আমাকে না জানিয়ে জাকির হোসেন আমার জায়গার ওপর দিয়ে ১৪ ফুট প্রশস্ত রাস্তাটি তৈরি করেন। এতে আমার প্রায় ৩০ শতক জায়গা রাস্তার ভেতর পড়ে যায়। আর বাকি অংশ গর্ত করে মাটি নিয়ে গেছেন তিনি। এ কথাগুলো বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রবাসী। তিনি আরও বলেন, আমি বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, কুমিল্লা জেলা প্রশাসক, কুমিল্লা পুলিশ সুপার, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাতীয় মানবাধিকার কমিশন, সৌদি আরব অবস্থিত বাংলাদেশ দূতাবাস, স্থানীয় রাজনৈতিক নেতাসহ বিভিন্ন মহলে জানিয়েছি। কিন্তু জায়গার ক্ষতিপূরণ ও জাকির হোসেনের বিচার হয়নি। নাম প্রকাশ না করার শর্তে ক্ষতিগ্রস্ত আরেক জমির মালিক জানান, আমার পৈতৃক সম্পত্তির ওপর দিয়ে জাকির তার নিজ খামারে যাতায়াতের জন্য রাস্তাটি নির্মাণ করেছেন। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারে না। এজন্য আমরা চুপ করে আছি। এত দীর্ঘ রাস্তা হলো আমাদের জমির ওপর দিয়ে; কিন্তু ক্ষতিপূরণ তো দূরের কথা আমাদের জিজ্ঞেসও করেননি তিনি। নিজের সুবিধার জন্য সরকারের পুরো টাকাটা অপচয় করেছেন তিনি।   এ প্রসঙ্গে জানতে চাইলে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজালা রানী চাকমা বলেন, যে সময় রাস্তাটি নির্মাণ করা হয়েছে, সে সময় আমি এখানে ছিলাম না। আমি যোগদানের পর বিষয়টি নিয়ে কেউ আমাকে অভিযোগ করেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।  এদিকে মঙ্গলবার (৭ মে) বেলা ১১টায় কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকেন জাকির হোসেন। সেখানে উপজেলা নির্বাচন নিয়ে ‘মনগড়া’ মন্তব্যসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। জাকির বলেন, আমি একা। তারা সবাই ঘোড়া প্রতীকের প্রার্থী আবদুল মান্নান চৌধুরীর পক্ষে। তবে সুষ্ঠু ভোট হলে আমি সব কেন্দ্রে পাস করব। এক পর্যায়ে জাকির হোসেন মানুষের ফসলি জমির ওপর দিয়ে নিজের গরু ও মাছের খামারের জন্য দেড় কিলোমিটার রাস্তা নির্মাণ করার বিষয়টি আলোচনায় আসে। এ ছাড়া নির্বাচন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন শুনে দ্রুত প্রেস ক্লাব ত্যাগ করেন তিনি। জাকির হোসেনের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ঘোড়া প্রতীক নিয়ে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল মান্নান চৌধুরী বলেন, জাকির হোসেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে ঘোলাটে করতে চান। এজন্য তিনি কয়েকদিন ধরে উল্টাপাল্টা বকছেন।
০৭ মে, ২০২৪

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ থেকে ৬ জন। নিহতদের একজন পিকআপ চালক বাবুল চিশতি (৪৪)। আরেকজনের নাম কবির হোসেন বেপারী (৪৮)। গত রোববার রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত পৌনে ৩টার দিকে বাবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মারা যান কবির হোসেন। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। পথচারী তরিকুল ইসলামের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার মধ্যরাতে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের সড়কে ইউটার্ন নেওয়ার সময় পিকআপ ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রাবাড়ী থানার এসআই আবু সায়েম জানান, পিকআপভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় তুহিন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি পাশে খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে নিহত কবির হোসেন বেপারীর স্ত্রী নাসরিন বেগম ঢামেক হাসপাতালে গিয়ে স্বামীর লাশ শনাক্ত করেন। পিকআপ চালক বাবুল চিশতি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার সামন্ত সাহা গ্রামের বাসিন্দা। কবির হোসেন একই জেলার ভেদরগঞ্জ থানার সিংঢালা গ্রামের বাসিন্দা। দুজনেই মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।
০৭ মে, ২০২৪

বেতন-বোনাস বাড়ানোর দাবিতে ভালুকায় শ্রমিকদের সড়ক অবরোধ
ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এ সময় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। গতকাল সোমবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মায়ের মসজিদ এলাকার রাইদা কালেকশন (লাবীব গ্রুপ) এর শ্রমিকরা বিক্ষোভ করেন। জানা যায়, বেতনের হারে ঈদ বোনাস কম, কাজের মজুরি কম, ডিএমডির মাজাহারুল ইসলাম কর্তৃক ছাঁটাইয়ের হুমকি ও হয়রানির প্রতিবাদে কারখানা থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীনূর খান, ময়মনসিংহ শিল্প পুলিশের এসপি মো. মিজানুর রহমান, ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ শাহ্ কামাল আকন্দ ঘটনাস্থলে আসেন। তারা দাবি পূরণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
০৭ মে, ২০২৪

যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস ও পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন পিকআপ ভ‍্যানচালক বাবুল চিশতী (৪৫) ও কবির হোসেন (৫০)। রোববার (৫ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক চিশতীকে মৃত ঘোষণা করেন এবং ভোরে চিকিৎসাধীন কবির হোসেন মারা যান।   জানা গেছে, পিকআপভ্যানের চালক বাবুল চিশতি শরীয়তপুরের গোসাইরহাট থানার সামন্ত সাহা গ্রামের আব্দুর রশিদ আকন্দের ছেলে এবং কবির হোসেন একই জেলার ভেদরগঞ্জ থানার সিংঢালা গ্রামের আব্দুর রশিদ বেপারির ছেলে। বর্তমানে দুজনই মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।  যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েম জানান, রোববার দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে একটি পিকআপভ্যান ইউটার্ন নেওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের কোনো যাত্রী বা চালককে পাওয়া যায়নি। তবে পিকআপ ভ্যান থেকে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি বলেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক কবির হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পিকআপভ্যানচালক বাবুল চিশতীর মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছেন। তিনি আরও বলেন, নিহত বাবুল চিশতীর মরদেহ তার স্ত্রী নার্গিস আক্তার শনাক্ত করেন। প্রথমে কবির হোসেনের পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে তার স্ত্রী নাসরিন বেগম তার স্বামীর পরিচয় নিশ্চিত করেন।
০৬ মে, ২০২৪

সড়ক নয় যেন রেললাইন!
দূর থেকে প্রথম দেখায় মনে হবে রেললাইন। কিন্তু সেই ভ্রম কাটবে মহাসড়কে গাড়ি চলাচল করতে দেখলে। তীব্র তাপে গলে গেছে সড়কের পিচ; তার ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে তৈরি হয়েছে রেললাইনের মতো অবস্থা। এতে মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটছে। সরেজমিন দেখা গেছে, ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী বটতলা থেকে রাকিবের চায়ের দোকান পর্যন্ত ১ হাজার ২০০ ফুট রাস্তা ফুলে ওঠে মাঝখানে উঁচু ঢিবির সৃষ্টি হয়েছে। যেটি অনেকটাই ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। দুই সপ্তাহ ধরে তৈরি হয়েছে এই বেহাল দশা। ছয় লেনের মহাসড়কের কাজ শুরু হবে বলে সড়কের পাশের বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে। ফলে প্রখর রোদ পড়ে উত্তপ্ত হচ্ছে সড়ক; গলে যাচ্ছে পিচ। যানবাহনের চালক ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সড়কের এমন হাল হয়েছে। বিষয়খালী গ্রামের বাসিন্দা সবুজ জানান, সড়কটির এতটাই বেহাল অবস্থা যে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তিনি বলেন, মেঠো সড়কে যেমন গরুর গাড়ি চললে লম্বা গর্ত তৈরি হয়, গুরুত্বপূর্ণ এই মহাসড়কের অবস্থাও তেমন। স্থানীয় মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশীদ আলম বলেন, ঝুঁকি নিয়ে এই সড়কে যানবাহন চলাচল করছে। প্রতিদিনই সড়কে বিকল হয়ে পড়ছে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন। ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। বিষয়খালী বাজারের চা বিক্রেতা হাসান জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ২০-২৫টি মোটরসাইকেল এই রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনায় পড়ছে। রাস্তাটি মেরামত করা জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সড়ক বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম বলেন, সড়কটি উইকেয়ার সেকশন (ফেজ-১) ছয় লেন প্রকল্পের অধীনে হস্তান্তর করার কারণে ঝিনাইদহ সড়ক বিভাগের এখন আর করার কিছুই নেই। এখন সড়কের সব সমস্যা প্রকল্পের মাধ্যমে সমাধান করতে হবে।
০৬ মে, ২০২৪

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ২ কৃষি শ্রমিক নিহত
জয়পুরহাট সদর উপজেলায় সিএনজি অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুই কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। রোববার (৫ মে) জয়পুরহাট-আক্কেলপুর সড়কের দাদড়াজন্তি গ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জিতেন বর্মণ (৪৫) ও ইদ্রিস আলী (৪৮)। জিতেন পাঁচবিবি উপজেলার সালুয়া গ্রামের বাসিন্দা ও ইদ্রিস বড় মানিক গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- সুনীল চন্দ্র, ইসমাইল হোসেন, আলমগীর হোসেন ও মন্টু মিয়া। দুর্ঘটনার খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত মন্টু মিয়ার অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। চিকিৎসাধীন সুনীল চন্দ্র বলেন, তারা নওগাঁর রানীনগর থেকে বোরো ধান কেটে সেখানকার সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি এ দুর্ঘটনা ঘটে।  জয়পুরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক  ডা. সরদার  রাশেদ মোবারক বলেন, দুজন ঘটনাস্থলে মারা গেছেন। আহত চারজনের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।
০৫ মে, ২০২৪

বিয়ের সপ্তাহ পেরোতেই সড়ক ‍দুর্ঘটনায় স্বামী নিহত, আইসিইউতে স্ত্রী
বিয়ের মেহেদি না শুকাতেই মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নববিবাহিত সৌদি প্রবাসী আকতার হোসেন (৩২) নিহত হয়েছেন। একই ঘটনায় মারাত্মক আহত নববধূ সুবর্ণা আক্তারকে (১৯) আইসিইউতে নেওয়া হয়েছে।  শনিবার (৪ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আকতার হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিয়ারা গ্রামের কালু ড্রাইভারের ছেলে।  প্রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক জানান, তারা স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে চান্দিনার দিকে যাওয়ার পথে নিমসার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি বাস চাপা দিলে মারাত্মক আহতাবস্থায় তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আকতার হোসেনকে মৃত ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় নিহতের স্ত্রী সুবর্ণা আক্তারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করান। নিহতের পরিবার সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার চান্দিয়ারা গ্রামের কালু ড্রাইভারের ছেলে আকতার হোসেন দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত থেকে ছুটিতে বাড়িতে এসে গত ২৭ এপ্রিল কুমিল্লার সদর উপজেলার শংকরপুর গ্রামে বিবাহ করেন। শুক্রবার (৩ মে) মোটরসাইকেল যোগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যান এবং শনিবার স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা জামাল হোসেন জানান, এক শনিবার বিয়ে করেছেন পরের শনিবার বাড়িতে এল তার লাশ। এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা পরপর আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। পরে খোঁজ নিয়ে মরদেহ উদ্ধার করলেও পরিবারের দাবিতে বিনা ময়নাতদন্তের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
০৫ মে, ২০২৪

সড়ক দুর্ঘটনায় জরুরি চিকিৎসা
প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় হতাহত হচ্ছেন অনেকে। আহতদের বেশিরভাগেরই প্রাথমিক জরুরি চিকিৎসা দেওয়া যায় না। তবে কিছু বিষয় জানা থাকলে অনেক ক্ষেত্রে রোগীকে বাঁচানোও সম্ভব। নিজেকে পরীক্ষা করুন নিজে দুর্ঘটনায় আহত হওয়ার পর যদি জ্ঞান থাকে তবে আতঙ্কিত না হয়ে আগে দ্রুত সব পরীক্ষা করুন। হাত-পা ঠিকমতো নাড়াতে পারছেন কি না, সেটাও দেখুন। মাথাঘোরা, বমির মতো উপসর্গ অনুভব করলে দ্রুত সাহায্যের আহ্বান জানান ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নিতে বলুন। অন্যদের ক্ষেত্রে কেউ দুর্ঘটনায় পড়ার পর তার মাথা, ঘাড়, হাত-পা, পেট ইত্যাদি চেক করুন। লোকটি সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছেন কি না দেখুন। তাকে তার নাম জিজ্ঞেস করুন, সাহস দিন। যদি ঠিকঠাক সাড়া দিতে পারেন তবে বুঝতে হবে তিনি মাথায় গুরুতর আঘাত পাননি এবং পরিস্থিতি বুঝতে সক্ষম। সাহায্যের জন্য ডাকুন প্রয়োজন মনে হলে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন বা চলমান কোনো গাড়ি থামিয়ে ওই ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। রোগীর অবস্থা সম্পর্কে চিকিৎসককে সঠিক তথ্য দিন। মুখ ও গলার বাধা পরীক্ষা কেউ আহত হয়ে কাতরাতে থাকলে আগে দেখুন তিনি শ্বাস নিতে পারছেন কি না। নড়াচড়া না করে থাকলে নাড়ি পরীক্ষা করুন। শ্বাসের শব্দ শোনা না গেলে গলার ভেতর কোনো বাধা আছে কি না, তা দেখতে মুখ পরীক্ষা করুন। শ্বাস-প্রশ্বাসের গতিরোধে কিছু থাকলে মধ্যম আঙুল ঢুকিয়ে তা পরিষ্কার করার চেষ্টা করুন। এ ক্ষেত্রে কোনো ধরনের সংকোচ করবেন না। যদি নাড়ির স্পন্দন না থাকে তাহলে সিপিআর (কার্ডিও ফুসফুসের পুনর্বাসন) বা এয়ার (বাহ্যিক এয়ার রিসাসক্যাটিকেশন) শুরু করুন। এর জন্য আহত ব্যক্তির ঘাড় সোজা রাখুন। যদি বমি হয় বা মুখ দিয়ে রক্ত বের হয় তবে আহতকে পাশ করে শোয়ান। এতে তার হিক্কা থামবে। এরপর একটি হাত ব্যক্তির পিঠের নিচে এবং অন্য হাত বুকের ওপর সামান্য চেপে ধরুন, বাহু সোজা বুক বরাবর রাখুন। যদি বেশি ক্ষত থাকে, তবে কাপড় দিয়ে স্থানটি শক্তভাবে বেঁধে রক্তপাত বন্ধ করার চেষ্টা করুন। ফ্র্যাকচার হয়েছে বা হাড় ভেঙে গেছে মনে হলে, সতর্কভাবে কাঠের বা শক্ত সমান বস্তু ভাঙা অংশের দুই পাশে দুটি এবং নিচে একটি অংশ রেখে টাইট করে ব্যান্ডেজ দিয়ে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন। মেরুদণ্ড যদি ব্যক্তির ঘাড় অসুবিধাজনক বা অস্বাভাবিক অবস্থায় থাকে বা ব্যক্তি অজ্ঞান হয়, তাহলে তাকে নাড়াবেন না। হতে পারে যে ঘাড় ভেঙে গেছে। তখন দ্রুত হাসপাতালেই নিতে হবে। দাঁত যদি ব্যক্তির দাঁত ভেঙে যায়, তবে দাঁতের ক্রাউন বা সাদা অংশটি ধরে পড়ে যাওয়া দাঁতটি খুঁজে বের করুন, তবে দাঁতের শিকড়ের গায়ে হাত দেবেন না। দাঁতে ময়লা লেগে গেলে তা ধোয়ার জন্য একটি বাটিতে নরমাল স্যালাইন অথবা দুধ নিয়ে তাতে দাঁতটি রাখুন। এরপর দাঁতের ক্রাউন অংশটি ধরে মুখের মধ্যে চোয়ালের জায়গামতো অর্থাৎ আগে যেখানে ছিল সেখানে বসিয়ে দিন। এরপর কামড় দিয়ে আলতো চাপে তা ধরে রাখতে বলুন। এক ঘণ্টার মধ্যেই যদি চিকিৎসকের সহায়তায় দাঁতটি তার আগের জায়গায় বসিয়ে দেওয়া যায়, তবে তা লেগে যায়। উষ্ণ রাখুন দুর্ঘটনায় আহতরা শকের কারণে ভয় পেতে পারে। হতাশও হয়ে পড়ে। সুতরাং বেঁচে থাকার জন্য তাদের উষ্ণ রাখার চেষ্টা করুন। এজন্য শার্ট, টি-শার্ট, জ্যাকেট ইত্যাদি তার গায়ে চাপান। খাওয়া বন্ধ এ অবস্থায় আহতকে কোনো খাদ্য বা তরল দেবেন না। এতে রোগীর ঢেকুর উঠে বিপদ বাড়তে পারে। রক্তক্ষরণ হতে থাকলে আঘাতের অংশটি ওপরে তুলে ধরে হাসপাতালে পৌঁছানো পর্যন্ত রুমাল, গামছা জাতীয় বস্তু দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে।
০৫ মে, ২০২৪

বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টা থেকে কারখানা বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে তারা বিক্ষোভ করছেন। এ ঘটনায় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে যারা এয়ারপোর্টের উদ্দেশে বের হয়েছেন তাদের ভোগান্তির শেষ নেই। এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, বনানীর চেয়ারম্যান বাড়ী এলাকার পোশাক কারখানা অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা সকালে কাজে এসে দেখেন কারখানা বন্ধের নোটিশ ঝুলছে। এর প্রতিবাদে তারাসড়ক অবরোধ করেন। সাহান বলেন, এই কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। তাদের এপ্রিল মাসের বেতন বকেয়া। এর মধ্যেই তাদের সুযোগ-সুবিধা না দিয়েই হঠাৎ কারখানা বন্ধ করে দিয়েছে।  তিনি আরও বলেন, শ্রমিকরা বৃহস্পতিবার কারখানায় এসেছিলেন কিন্তু কাজ না থাকায় ফিরে গেছে। তারা জানিয়েছেন, তখনো তাদের জানানো হয়নি কারখানা বন্ধ করে দেওয়া হবে। তারা মালিকপক্ষের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন। ওসি বলেন, আমরা গার্মেন্টসটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ঘটনাস্থলে এলে শ্রমিকদের সঙ্গে আলোচনা করবেন। সড়ক স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।
০৪ মে, ২০২৪
X