

ইনিংস ব্যবধানে জয়ের সুবাস নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিনটা শেষ করে বাংলাদেশ। চতুর্থ দিন আয়ারল্যান্ডের ব্যাটাররা কত সময় টিকতে পারে সেটিই ছিল দেখার বিষয়। তবে, চতুর্থ দিনের সকালে শুরুটা ভালো করে সফরকারীরা।
১৬ রান করে তাইজুলের বলে সুইপ খেলতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরেন হামফ্রিস। তার বিদায়ের পর জুটি গড়েন বলবার্নি ও ম্যাকব্রাইন। তাদের ৬৬ রানের জুটি ভাঙেন হাসান মুরাদ। বাঁহাতি এই স্পিনারের বলে সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন ৩৮ রান করা বলবার্নি। এই ইনিংসে এটি হাসান মুরাদের তৃতীয় উইকেট।
বাংলাদেশের অপেক্ষা বাড়িয়ে ১০২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ম্যাকব্রাইন। তিনি ৫২ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যান। ৬ রান নিয়ে অপরাজিত অভিষিক্ত জর্ডান নিল। প্রথম সেশনে আয়ারল্যান্ড ২ উইকেট হারিয়েছে মাত্র।
মন্তব্য করুন