

সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। তিন পরিবর্তন নিয়ে এদিন একাদশ সাজিয়েছে টাইগাররা। প্রথম টি-টোয়েন্টিতে সফরকারীদের কাছে হারের পর দ্বিতীয়টিতে জয়ের দেখা পায় স্বাগতিকরা। আজ যে দল জিতবে তাদের হাতেই উঠবে সিরিজের ট্রফি।
নাসুম আহমেদ, নুরুল হাসান ও তানজিম হাসান সাকিবের পরিবর্তে একাদশে ডুকেছেন শরীফুল ইসলাম, শামীম পাটোয়ারি ও রিশাদ হোসেন।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারে ৩৯ রানে। আগে ব্যাটিং করে আয়ারল্যান্ড করে চার উইকেটে ১৮১ রান। জবাবে বাংলাদেশ থামে ৯ উইকেটে ১৪২ রানে। বাংলাদেশের হয়ে ৫০ বলে সর্বোচ্চ ৮৩ রানের হার না মানা ইনিংস আসে তাওহীদ হৃদয়ের ব্যাটে।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য ম্যাচ জিতে বাংলাদেশ। আগে ব্যাটিং করে আয়ারল্যান্ড করে ছয় উইকেটে ১৭০ রান। জবাবে ১৯.৪ ওভারেই এই লক্ষ্য তাড়া করে বাংলাদেশ। ৩৭ বলে ৫৭ রানের দারুণ ইনিংস খেলেন লিটন দাস। ২৮ বলে ৪৩ রানের ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আদাইর, ক্রেগ ইয়াং, মার্ক হামফ্রিস ও বেন হোয়াইট।
মন্তব্য করুন