

তুরস্কের একটি সামরিক পরিবহন বিমান জর্জিয়া ও আজারবাইজানের সীমান্ত এলাকায় বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সি-১৩০ মডেলের বিমানটি আজারবাইজান থেকে উড্ডয়ন করে ফেরার পথে সীমান্তবর্তী এলাকায় দুর্ঘটনার শিকার হয়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, বিমানে ২০ জন সামরিক সদস্য ছিলেন, তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।
ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে।
মন্তব্য করুন