ইন্দো-প্রশান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদারে ভারতের কাছে ১৩ কোটি ১০ লাখ ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সরঞ্জামের মধ্যে রয়েছে উন্নত ‘সি-ভিশন’ সফটওয়্যার, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এ বিক্রয় যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে এবং ভারতের সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। একইসঙ্গে এটি দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যে কোনো প্রভাব ফেলবে না।
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা বলছে, প্রস্তাবিত এ বিক্রয় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও নিরাপত্তা লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি ভারতের নৌবাহিনীর কৌশলগত অবস্থান ও হুমকি শনাক্ত করার ক্ষমতা বৃদ্ধি করবে।
উল্লেখ্য, সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার নিয়েছে। এর মধ্যেই সামরিক সরঞ্জাম কিনছে ভারত।
মন্তব্য করুন