জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ)
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০২:৩৮ এএম
আপডেট : ২২ জুন ২০২৪, ০৭:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

হরিরামপুরে ফের ভাঙন পদ্মা পাড়ে আতঙ্ক

ধসে পড়ছে জিও ব্যাগ
হরিরামপুরে ফের ভাঙন পদ্মা পাড়ে আতঙ্ক

পদ্মা নদীতে বর্ষার পানি বৃদ্ধি পেতে না পেতেই মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চল আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা নদীতীরবর্তী এলাকায় ফের ভাঙন দেখা দিয়েছে। এতে নতুন করে ভাঙন আতঙ্কে রয়েছেন চরাঞ্চলের কয়েক হাজার মানুষ।

জানা যায়, প্রায় পঞ্চাশ দশক থেকে অব্যাহত পদ্মার ভাঙনে এ উপজেলার আজিমনগর, সুতালড়ী ও লেছড়াগঞ্জ তিনটি ইউনিয়ন সম্পূর্ণরূপে নদীতে বিলীন হয়ে যায়। সত্তর দশকের শেষের দিকে চর জেগে উঠলে তিনটি ইউনিয়নে আবার জনবসতি শুরু হয়। বর্তমানে চরাঞ্চলের এসব ইউনিয়নে ৫০ হাজারেরও বেশি মানুষের বসবাস। এখনো ভাঙা গড়ার মধ্য দিয়ে বসবাস করতে হয় চরাঞ্চলের বাসিন্দাদের। ২০২২ সালের দিকে তীব্র ভাঙন শুরু হলে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম জরুরি ভিত্তিতে চরাঞ্চলে নদী শাসনের উদ্যোগ গ্রহণ করেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে ৬০ লাখ টাকা ব্যয়ে আজিমনগরে ৪০০ মিটার এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ করা হয়। চলতি বর্ষা মৌসুমে পদ্মার পানি বৃদ্ধির ফলে প্রবল স্রোত আর ঢেউয়ের আঘাতে আজিমনগরের হাতিঘাটা এলাকায় দুই দিন ধরে নতুন করে আবার ভাঙন দেখা দিয়েছে। এতে করে জিও ব্যাগ ধসে নদীতীরের মাটি বের হয়ে আসছে। নদীভাঙন আতঙ্কে রয়েছে এ এলাকার শত শত পরিবার। এ ছাড়া ভাঙনের হুমকির মুখে রয়েছে সুয়াখাড়া আশ্রয়ণ প্রকল্প, হাতিঘাটা বাজার, বসতভিটাসহ শত শত বিঘা ফসলি জমি।

আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মো. শহিদুল ইসলাম জানান, বুধবার বিকেলে নদীর পাড়ে বেড়াতে গিয়ে ভাঙনকবলিত জায়গা নজরে পড়ে। দুই বছর আগে যে জিও ব্যাগগুলো ফেলা হয়েছিল, প্রবল স্রোত আর ঢেউয়ের আঘাতে সেই জিও ব্যাগ ধসে মাটি বের হয়ে আসছে। প্রায় ৮ মিটার এরিয়া ভেঙে ভেতরে ঢুকে গেছে। দ্রুত পদক্ষেপ না নিলে ভয়াবহ ভাঙনে রূপ নিতে পারে।

একই গ্রামের নাসির উদ্দীন জানান, নদীর পানি বৃদ্ধির সঙ্গে প্রবল স্রোত আর ঢেউয়ের আঘাতে আবার ভাঙন দেখা দিয়েছে। জিও ব্যাগ ধসে যাচ্ছে। এখনই ব্যবস্থা গ্রহণ করা না চরাঞ্চলের ফসলি জমিসহ ঘরবাড়ি ঝুঁকিতে পড়ে যাবে।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দীন কালবেলাকে বলেন, ‘হরিরামপুরের বেশিরভাগ এলাকায় জিও ব্যাগ ফেলে নদী শাসনের কাজ বাস্তবায়ন করা হয়েছে। কিছুদিন আগে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তীব্র ঢেউয়ের কারণে পদ্মার তীরে কিছু কিছু জায়গায় জিও ব্যাগ স্লাইড করে। সম্প্রতি উজানে ভারি বৃষ্টিপাতের কারণে পদ্মা ও যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে জেলার যমুনা ও পদ্মা নদীর পাড়ে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। আমি হরিরামপুর উপজেলার ভাঙনকবলিত স্থানগুলো সরেজমিন পরিদর্শন করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করার ব্যবস্থা গ্রহণ হবে। তবে পদ্মা নদী পৃথিবীর দ্বিতীয় খরস্রোতা নদী। বন্যাকালীন এখানে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিতে পারে। আমরা সচেষ্ট আছি, যাতে এলাকাগুলো রক্ষা করতে পারি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ ইটভাটায় অভিযান, ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা

কমলো স্বর্ণের দাম, শুক্রবার থেকে কার্যকর

শীতে ত্বক-চুল সুন্দর রাখতে চিয়া সিড কীভাবে খাবেন

কালবেলায় সংবাদ প্রকাশ, দুদকের মুখোমুখি এলজিইডির প্রকৌশলী

টাকায় এমপিওভুক্তিসহ নানা দুর্নীতি, প্রমাণ মিললেও বহাল মাউশির ৫ কর্মকর্তা

হামজার শুভেচ্ছায় বিস্মিত মুশফিক: জানালেন কৃতজ্ঞতা

বাউল শিল্পী আবুল সরকারকে কারাগারে প্রেরণ

যেভাবে জন্মদিন উদযাপন করলেন বুবলী

‘১০০ টেস্ট খেলেছি—এখনো বিশ্বাস হয় না’

ইউটিউব না ইনস্টাগ্রাম, কোন প্ল্যাটফর্ম থেকে বেশি আয় সম্ভব?

১০

দেশে দুজন দরবেশ, আদালতকে অ্যাটর্নি জেনারেল

১১

চট্টগ্রাম বন্দরে নতুন মাইলফলক, একদিনে ৬৩০১ গেটপাস ইস্যু

১২

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে : রিজভী

১৩

রোমান আমলের নাট্যশালা ও মুখোশের ভাস্কর্য উদ্ধার

১৪

হোন্ডা ফুটসাল লিগ উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া

১৫

গাজার আন্তর্জাতিক বাহিনীতে আরেক মুসলিম দেশকে আহ্বান যুক্তরাষ্ট্রের

১৬

ইন্দোনেশিয়ায় সিত্রা পারিওয়ারা ফেস্টিভালের ডাক পেলেন বাংলাদেশের আকরম

১৭

মিস ইউনিভার্স মঞ্চে বিতর্ক,আচরণে শালীনতার জবাব দিলেন মিথিলা

১৮

এনসিপির মনোনয়ন কিনলেন সেই রিকশাচালক, লড়বেন যে আসন থেকে

১৯

ঘরের যে ৮টি জিনিস সরিয়ে রাখলেই ওয়াই-ফাইয়ের গতি বাড়বে

২০
X