চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রাউজান-রাঙ্গুনিয়ার অগ্নিকাণ্ড ষড়যন্ত্র উন্মোচনে পুরস্কৃত পুলিশ কর্মকর্তারা

পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। ছবি : কালবেলা
পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের বসতঘরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং রহস্য উদঘাটনে সাফল্যের জন্য চট্টগ্রাম জেলা পুলিশের কর্মকর্তাদের বিশেষ আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) বেলায়েত হোসেন, রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের রবিউল আলম খান।

এর আগে গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম জেলা পুলিশ এক সংবাদ সম্মেলনে রাউজান ও রাঙ্গুনিয়ায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য উদঘাটনের তথ্য প্রকাশ করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব অগ্নিসংযোগ ছিল একটি সংঘবদ্ধ চক্রের সুপরিকল্পিত ষড়যন্ত্র। যার উদ্দেশ্য ছিল দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে বিব্রত করা।

তদন্তে তথ্য-উপাত্ত, প্রযুক্তিগত বিশ্লেষণ ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে গত ২ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে রাঙ্গামাটি পার্বত্য জেলার কলেজ গেট এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করা হয়। এ ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের কাছ থেকে চারটি উসকানিমূলক ব্যানার, দুটি কেরোসিন তেলের কনটেইনার, একটি কেরোসিন তেলের বোতল, কেরোসিনে ভেজানো লুঙ্গি ও শার্টসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। তদন্তে উঠে আসে, পরিকল্পিতভাবে হিন্দু, বৌদ্ধ ও পাহাড়ি জনগোষ্ঠীর বসতঘরে অগ্নিসংযোগ করে দেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল।

এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সমর্থিত এক সাবেক কমিশনারের আর্থিক মদদের তথ্যও পাওয়া গেছে বলে জানায় পুলিশ। গ্রেপ্তার মনির হোসেন ইতোমধ্যে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলামসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিবি ও বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখা এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারে সক্ষম হওয়ায় বিভিন্ন ক্যাটাগরিতে আরও ১১ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ রাসেল কালবেলাকে বলেন, পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে চট্টগ্রাম জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, অগ্নিসংযোগ, উসকানি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে এসব ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ডিবি মোহাম্মদ রাসেল, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন, রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং ডিবির ওসি রবিউল আলম খান। এ সময় জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাসহ সব ওসি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানুয়ারির ১৭ দিনে কোনো রেমিট্যান্স আসেনি যে ৮ ব্যাংকে 

এলপিজি নিয়ে সুখবর দিল সরকার

পরিত্যক্ত ভবনে ৬ মরদেহ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সিরিয়াল কিলার

সিরিয়া সরকার ও এসডিএফের যুদ্ধবিরতি চুক্তি

পাকিস্তান পয়েন্টে চা খেয়ে ফেরা হলো না ২ ভাইয়ের 

দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : নুরুদ্দিন অপু

জেআইসিতে গুম-নির্যাতন / শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

উচ্চ রক্তচাপে লবণ একেবারে বাদ? শরীরে হতে পারে যে সমস্যাগুলো

বিচ্ছেদের পর সুখবর দিলেন তাহসান খান

বড় ব্যবধানে এগিয়ে থাকার সুযোগ হারাল আর্সেনাল

১০

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১১

সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

পরিত্যক্ত ভবনে রহস্যজনক মৃত্যু, ঝলসানো ২ মরদেহ উদ্ধার

১৩

সাইকেল চালানো শিখিয়েই আয় করলেন ৪৭ লাখ টাকা

১৪

চোখ ভালো আছে তো? যেসব লক্ষণে সতর্ক হবেন

১৫

‘নাটকীয়’ ফাইনালে মরক্কোর স্বপ্ন ভেঙে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল

১৬

ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করল ইউরোপের ৮ দেশ

১৭

দিল্লি-লাহোরের বায়ুদূষণ ভয়াবহ, ঢাকার খবর কী

১৮

গণভোট জনগণের উপরই ছেড়ে দেওয়া উচিত : নুরুদ্দিন অপু

১৯

স্পেনে দুটি হাই-স্পিড ট্রেনের সংঘর্ষে নিহত ২১, আহত অনেকে

২০
X