

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ইয়াছিন আলীর ছেলে, দলের আইটি সেলের সদস্য ও ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী মিডিয়া কমিটির সদস্য মাহফুজ কবির মুক্তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা জেলা বিএনপির সদস্য সচিব, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এবং দক্ষিণ কেরাণীগঞ্জ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
সোমবার (১৮ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পঞ্চগড়-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের উন্নয়ন ভাবনা ও বিএনপির রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরতে সাধারণ মানুষের সঙ্গে উঠান বৈঠক করেন নিপুন রায়। বৈঠক শেষে মরহুমের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন তিনি।
নিপুন রায় এ সময় মরহুম ইয়াছিন আলীর রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
এ সময় অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, বিএনপি সবসময় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে। মরহুম ইয়াছিন আলীর মতো নেতাদের অবদান দল কখনো ভুলবে না। তাদের পরিবার আমাদের পরিবারের অংশ।
এ ছাড়া নিপুন রায় পঞ্চগড়-১ সংসদীয় আসনের বিভিন্ন অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন, তাদের সমস্যার কথা শুনেন, বিএনপি পাশে থাকবে বলে আশ্বাস দেন।
মন্তব্য করুন