কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৮:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

ইরান-ইসরায়েল যুদ্ধে ঝুঁকি বাড়ছে আমদানি-রপ্তানির

ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের শঙ্কা
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি শুরু হওয়া ইরান-ইসরায়েলের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। যদিও এই দুই দেশের সঙ্গে বাংলাদেশের সরাসরি কোনো বাণিজ্যিক সম্পর্ক নেই, তার পরও যুদ্ধের কারণে আমদানি-রপ্তানিতে ব্যয় বৃদ্ধি ও নানা ধরনের সমস্যার আশঙ্কা করছেন তারা।

ব্যবসায়ীরা বলছেন, ইউরোপ ও আমেরিকায় তৈরি পোশাক পাঠাতে হরমুজ প্রণালি ও সুয়েজ খাল ব্যবহার করা হয়ে থাকে। এ দুটি রুট ব্যবহার করলে সময় ও খরচ দুটিই কম পড়ে। কিন্তু চলমান সংঘাতের ফলে হরমুজ প্রণালি ব্যবহারে বাধা তৈরি হলে রপ্তানি ব্যয় ৩০ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটলে বিদেশি ক্রেতার সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ব্যবসায়ীদের অভিমত, মধ্যপ্রাচ্যের তেল ও খনিজসম্পদ সমৃদ্ধ অঞ্চলটিতে যুদ্ধ অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা হতে পারে। বিশেষ করে এই সংঘাত বৈশ্বিক গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলোর ওপর ঝুঁকি তৈরি করছে। ফলে পণ্যের মূল্য বাড়তে পারে। তাদের মতে, ব্যবসায়িক স্থিতিশীলতার ওপর সরাসরি প্রভাব ফেলছে এই যুদ্ধ। এরই মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ছে, শিপিং ব্যয়ও ঊর্ধ্বমুখী এবং উৎপাদন ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, এটি বিশ্ব অর্থনীতির জন্য সাম্প্রতিক একটি বড় ভূ-রাজনৈতিক ঝাঁকুনি, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আরোপের পর আরেকটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

জানা গেছে, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে, যদিও এর আগে তা ১৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। উল্লেখ্য, বিশ্বে মোট তেলের এক-তৃতীয়াংশ উৎপাদন করে মধ্যপ্রাচ্য। এরই মধ্যে শেয়ারবাজারেও এর প্রভাব পড়েছে—ইউরোপীয় শেয়ারবাজার ১.১ শতাংশ এবং এস অ্যান্ড পি ৫০০ ফিউচারস ১.৩ শতাংশ কমে গেছে।

এই হামলা এমন এক সময় হয়েছে, যখন গ্লোবাল স্টক সূচক বিগত বৃহস্পতিবার রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল এবং এপ্রিল থেকে তা ২০ শতাংশের বেশি বেড়েছিল। বিনিয়োগকারীরা এখন পরিস্থিতির আরও অবনতি হবে কি না, তা সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন।

বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল কালবেলাকে বলেন, ইরান-ইসরায়েল সংঘাত বৈশ্বিক বাণিজ্য ও উৎপাদনে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করছে। ট্রাম্পের ট্যারিফজনিত ধাক্কা সামলানোর পর এমন একটি সংঘাত সরাসরি অর্থনীতিতে প্রভাব ফেলছে। এরই মধ্যে জ্বালানি খাতে মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে, শিপিং খরচ বেড়েছে এবং উৎপাদনেও প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে, যার প্রভাব স্টক মার্কেটেও দৃশ্যমান। তিনি বলেন, বিশ্ব জ্বালানির এক-তৃতীয়াংশ উৎপন্ন হয় মধ্যপ্রাচ্যে। হরমুজ প্রণালি যদি বন্ধ হয়ে যায়, তাহলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২০ থেকে ১৩০ ডলার পর্যন্ত উঠতে পারে, যা অর্থনীতিতে বিরাট চাপ সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের পরিবহনের পাশাপাশি সুয়েজ খাল হয়ে বিপুল পরিমাণ বৈশ্বিক পণ্য পরিবহন হয়। এই পথ ব্যবহারে বাধা তৈরি হলে জাহাজগুলোকে আফ্রিকার কেপ অব গুড হোপ হয়ে ঘুরে যেতে হবে। এতে সময় ও ব্যয় দুটিই বাড়বে। এই বাড়তি পথ পাড়ি দিতে সময় প্রায় ১৫ দিন বেশি লাগবে। আর শিপিং খরচ প্রতি কনটেইনারে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

শিপিং সংশ্লিষ্টরা বলছেন, হরমুজ প্রণালি নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ বিরাজ করছে, কারণ এটি দিয়ে বিশ্বে মোট তেলের প্রায় এক-চতুর্থাংশ সরবরাহ হয়। ইরানের সীমানার কাছাকাছি থাকা এই জলপথে যে কোনো বিঘ্ন বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় সংকট তৈরি করতে পারে।

তারা আরও বলেন, ইরানের মিত্র বাহিনীগুলোর মধ্যে কেউ কেউ সুয়েজ খালের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সক্ষমতা রাখে, যা ভূমধ্যসাগর ও লোহিত সাগরের সংযোগ হিসেবে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট। গত বছর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রেড সাগরে নিজেদের প্রভাব দেখিয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড. মাসরুর রিয়াজ কালবেলাকে বলেন, ইসরায়েলি হামলা সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করায় বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। তিনি আরও বলেন, ইরানের সমর্থিত গোষ্ঠীগুলোর সুয়েজ খাল নিয়ন্ত্রণের সক্ষমতা রয়েছে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। হুতিরা গত বছর রেড সাগরে তাদের সামর্থ্য দেখিয়েছিল। এমন পরিস্থিতি আবার তৈরি হলে শিপিং সময় ও ব্যয়ে মারাত্মক প্রভাব পড়বে বলেও মত দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে ‘চিরকুট’

জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার অনুরোধ

শাহবাগে উপস্থিত হয়ে যে আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন আখতার

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা হাসান

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও প্রার্থী হবেন তারেক রহমান

সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি

১০

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১১

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

১২

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

১৩

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

১৪

যে দিনটিকে অবিস্মরণীয় বললেন তারেক রহমান

১৫

জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটাঙ্গন

১৬

রানার হ্যাটট্রিকও থামাতে পারল না সিলেটকে, শেষ বলে রুদ্ধশ্বাস জয়

১৭

এক উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত

১৮

ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি মুজিব, সম্পাদক নোমান

১৯

শ্বশুরবাড়িতে ‘প্রাণিপ্রেমী তারেক রহমান’

২০
X