

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সকল ওয়ার্ডের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্ল্যাহ সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। পরে নতুন কমিটি ঘোষণা করা হবে।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্ল্যাহ সেলিম বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সকল ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছি। পরে নতুন কমিটি ঘোষণা করা হবে।
মন্তব্য করুন