

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এ জোটে থাকছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। আজ বৃহস্পতিবার কিংবা আগামীকাল শুক্রবার এ জোটের ঘোষণা আসতে পারে।
গতকাল বুধবার দলগুলোর সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতৃত্ব এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, নতুন জোট গঠন নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত। গণঅধিকার পরিষদ ও জেএসডির সঙ্গেও আলোচনা চলছে। তারা এ জোটভুক্ত হলে সেটি ৬ দলীয় জোটে রূপ নেবে। আসন্ন নির্বাচনের আগে এ জোট গঠন হলেও মূলত দীর্ঘমেয়াদে জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্রের সংস্কার নিশ্চিতে ‘প্রেশার গ্রুপ’ হিসেবে এ জোট ভূমিকা রাখবে। এ ছাড়া জাতীয় নির্বাচনেও দলগুলো জোটবদ্ধ নির্বাচন করবে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘এবি পার্টি, আপ বাংলাদেশ ও রাষ্ট্র সংস্কারকে নিয়ে নতুন জোট গঠন নিয়ে আলোচনা হচ্ছে। তবে এটা এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাব।’
তবে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইয়ুমের বরাত দিয়ে গতকাল রাতে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আজ বেলা ১১টায় রাজধানীর শাহবাগ শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এ জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে।
গত ৯ নভেম্বর নির্বাচনকে সামনে রেখে জোট গঠন নিয়ে বাংলামটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দীর্ঘ বৈঠক করেছে এনসিপির নির্বাহী কমিটি। ৬ ঘণ্টার ওই বৈঠকে এনসিপির বেশিরভাগ নেতাই বিনা জোটে নির্বাচনের পক্ষে ছিলেন। তবে বৈঠকে এবি পার্টি ও গণঅধিকার পরিষদের মতো সমমনা দলগুলোকে নিয়ে তৃতীয় একটি ফ্রন্ট গঠনের বিষয়েও আলোচনা হয়।
নির্ভরযোগ্য একাধিক রাজনৈতিক সূত্র কালবেলাকে জানিয়েছে, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আপ বাংলাদেশ এই ঐক্য প্রক্রিয়া নিয়ে এরই মধ্যে একাধিকবার বৈঠক করেছে। দীর্ঘ আলোচনার পর তারা এখন যৌথভাবে এ নিয়ে কাজ শুরু করেছে। জুলাই গণঅভ্যুত্থান ও সংস্কারের আদর্শকে প্রাধান্য দিয়ে জাতীয় নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী সময়ে সহায়ক রাজনৈতিক শক্তি হিসেবে ভূমিকা রাখতে চাওয়া দলগুলোকে একটি প্ল্যাটফর্মে আনাই তাদের মূল লক্ষ্য।
আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, ‘জোটের আলাপে এখন পর্যন্ত আমরা চারটি দল একটা জায়গায় পৌঁছেছি। এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এনসিপির সঙ্গে আমরা প্রায় একমত হয়েছি। এটা এখনো পজিটিভ আছে। অন্যান্য আরও দু-একটা দলের সঙ্গেও আলাপ চলছে। তবে আমাদের চার দলের ব্যাপারটা প্রায় চূড়ান্ত।’
এর আগে গত মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, ‘শিগগির দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে, যা বিএনপি ও জামায়াতের বাইরে থাকা দলগুলোর নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তাদের উদ্দেশ্য হবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। এই জোট কাজ করবে সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম-ওলামাদের পক্ষে এবং দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে।’
এর আগে গত ২৩ নভেম্বর ফেনীতে এক অনুষ্ঠানে জোট গঠনের কথা জানিয়েছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছিলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী কয়েক দিনের মধ্যেই নতুন জোট গঠন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে দল হিসেবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে, তাদের নিয়ে এ জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে। জোটে এবি পার্টির সঙ্গে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি দল থাকবে।’
মন্তব্য করুন