কালবেলা প্রতিবেদক, ঢাকা ও কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০২:৪৬ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৮:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় ঐক্য পরিষদের মিছিলে বাহারের লোকজনের হামলা

গুরুতর আহত ৩
কুমিল্লায় শুক্রবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কর্মসূচিতে হামলায় আহত একজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: কালবেলা
কুমিল্লায় শুক্রবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কর্মসূচিতে হামলায় আহত একজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: কালবেলা

সম্প্রতি শারদীয় দুর্গাপূজা নিয়ে কটূক্তি করে আলোচনায় আসেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য এ কে এম বাহাউদ্দিন বাহার। গত ৪ অক্টোবর কুমিল্লায় পূজার প্রস্তুতি উপলক্ষে এক সভায় হিন্দু ধর্মাবলম্বীদের ‘মদমুক্ত’ পূজা উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পূজা চলাকালে মদ খেয়ে নাচানাচি বন্ধ করতে হবে। এ সময় মণ্ডপে ‘মাদকমুক্ত পূজা’ লিখে দেবেন বলেও উল্লেখ করেন তিনি। তার এমন মন্তব্য হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।

এর দুদিন পর এ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। সেইসঙ্গে গত শুক্রবার কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। বাহারের বক্তব্যের প্রতিবাদ ছাড়াও এর সঙ্গে চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলাকারীদের শাস্তির দাবিটি যুক্ত করা হয়। সে সময় এ প্রতিবাদ কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেন এমপি বাহার। এ নিয়েই সংসদ সদস্যের সমর্থক ও ঐক্য পরিষদের নেতাকর্মীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়, যা সামনে আসে গতকাল শুক্রবার কুমিল্লায় ঐক্য পরিষদের মিছিলে হামলার মধ্য দিয়ে।

এদিন কুমিল্লায় ঐক্য পরিষদের পূর্বঘোষিত কর্মসূচিতে সশস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের সমর্থক, মহানগর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনের মাথা ফেটে যায়। ঘটনার পর তাদের দেখতে যান জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাসও দেন তারা।

এদিকে এ হামলার প্রতিবাদে গতকাল রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা। এ সময় অপরাধীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। অন্যথায় আবারও শাহবাগে অবস্থান নেওয়ার ঘোষণা দেন তিনি।

জানা যায়, সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে নিয়ে মুন্সীগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লবের সাম্প্রদায়িক গালাগাল, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের দুর্গাপূজাকে কটাক্ষ করে মন্তব্য, কুড়িগ্রামের চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা এবং বিভিন্ন জায়গায় পূজার প্রাক্কালে মন্দিরে হামলা এবং ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

গতকাল সকালে কুমিল্লা নগরে ঐক্য পরিষদ তাদের পূর্বঘোষিত কর্মসূচি শুরু করে। তাদের বিক্ষোভ মিছিলটি নগরের নজরুল অ্যাভিনিউ এলাকায় পৌঁছালে মহানগর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে সেটি ছত্রভঙ্গ করে দেয়। সেইসঙ্গে ছোড়া হয় ইটপাটকেল। এ ছাড়া হামলার আগে মিছিলে পুলিশ বাধা দেয় বলেও অভিযোগ করেছেন ঐক্য পরিষদের নেতারা।

আহতরা হলেন কুমিল্লার ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা আদিত্য দাস, সুনীল দাস ও তন্ময় দাস।

হামলার বিষয়ে ঐক্য পরিষদের কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক তপন বকসী বলেন, মিছিল নিয়ে আমরা কর ভবনের কাছে এলে পুলিশ আমাদের বলে, আরেকটি মিছিল আসছে, আমরা যেন ফিরে যাই। তখন আমরা ফিরে যাচ্ছিলাম। এ সময় তারা (অন্য মিছিলে থাকা নেতাকর্মীরা) আমাদের ওপর পেছন থেকে হামলা চালায়। তারা অস্ত্র নিয়ে আমাদের ধাওয়া করে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

কারা হামলা করেছে—এ বিষয়ে তপন বকসী বলেন, গতকাল সদরের এমপি বাহার সাহেব ঘোষণা দিয়েছেন, বিক্ষোভ মিছিল নামলে প্রতিহত করবে ছাত্রলীগ ও যুবলীগ। এটা কে করেছে বুঝে নেন। তা ছাড়া ওই মিছিলে ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ শহিদসহ আওয়ামী লীগের নেতারা।

অভিযোগের বিষয়ে কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি। এ বিষয়ে আওয়ামী লীগের অন্য কোনো নেতাও মন্তব্য করতে রাজি হননি।

ঘটনার পর আহতদের দেখতে যান কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ও জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানসহ প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া কালবেলাকে বলেন, প্রতিবাদ সমাবেশে হামলায় আহতদের দেখতে দুপুরে তাদের বাসায় যান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় তাদের চিকিৎসার খোঁজখবর নিয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ।

কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, আহতদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছি। হামলায় জড়িতদের আইনের আওতায় আনাসহ হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে একই দিন কুমিল্লায় ঐক্য পরিষদের কর্মসূচিতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্যের নির্দেশেই কুমিল্লায় তাদের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টা অবস্থান শেষে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়। অন্যথায় আবারও শাহবাগে অবস্থান নেওয়ার ঘোষণা দেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ঐক্য পরিষদের সহযোগী সংগঠন ছাত্র ও যুব ঐক্য পরিষদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। কর্মসূচি চলমান অবস্থায় কুমিল্লায় ঐক্য পরিষদের কর্মসূচিতে হামলার খবর আসে। এর পরই সেই কর্মসূচি শেষ করে সবাই বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের মূল সড়ক অবরোধ করেন। বন্ধ হয়ে যায় যান চলাচল। এক পর্যায়ে তারা পুলিশের অনুরোধে সরে গিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন। এ সময় থানার ওসির সঙ্গে রানা দাশগুপ্তের বাগবিতণ্ডা হয়। এরপর ওসি বলেন, আমি প্রশাসনের উচ্চপর্যায়ে কথা বলেছি। তারা হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের আশ্বাস দিয়েছেন।

এরপর রানা দাশগুপ্ত বলেন, আমরা বিশ্বাস রাখতে চাই, ৪৮ ঘণ্টার মধ্যে কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কর্মসূচিতে যারা হামলা করেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। সেইসঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় আবারও শাহবাগে এসে অবস্থান নেব।

তিনি বলেন, আসন্ন নির্বাচন ঘিরে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি বাড়ি গিয়ে হামলা, মিথ্যা মামলা দেওয়ার পাঁয়তারা চলছে। আন্দোলনে নামলে নির্যাতন চালাচ্ছে পুলিশ। আমরা এর থেকে মুক্তি চাই। আমরা আমাদের ওপর চলমান যন্ত্রণা ও দুঃখের অবসান চাই।

এ সময় রানা দাশগুপ্ত বলেন, যারা আমাদের ভোটে এমপি হন, তাদের ভোটে যারা সংসদ সদস্য হন, গাড়ি পান, আজ তারাই তাদের ওপর হুমড়ি খেয়ে পড়ছেন। দুর্গাপূজা সামনে রেখে তারা বলে আসছিলেন, এ উৎসব যাতে শান্তিপূর্ণভাবে না হতে পারে, সেজন্য মহলবিশেষ চেষ্টা করছে।

সমাবেশে রানা দাশগুপ্ত কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে সংসদ নির্বাচনে মনোনয়ন না দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। বাহারকে মনোনয়ন দিলে খেসারত দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, আপনারা (পুলিশ) আমাদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে পারবেন, লাঠিপেটা করতে পারবেন, তাতে আমাদের দুঃখ থাকবে না। কিন্তু ঘা খেতে খেতে আমাদের অবস্থানটা এমন দাঁড়িয়ে গেছে যে, আজ আমরা যন্ত্রণায় কাতর। আজ আমাদের অন্তর জ্বলছে।

সমাবেশে আরও বক্তব্য দেন পরিষদের নেতা মণীন্দ্র কুমার নাথ, জয়ন্ত কুমার দেব, তাপস পাল, যুব ঐক্য পরিষদের নেতা শ্যামল দেবনাথ, দিলীপ ঘোষ প্রমুখ।

গত ৪ অক্টোবর কুমিল্লা জেলা পরিষদ কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা নিয়ে একটি সভা হয়। সেখানে স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার নানা আপত্তিকর মন্তব্য করেন। ঐক্য পরিষদ প্রতিবাদ জানালে তিনি প্রতিহতের ঘোষণা দেন। অন্যদিকে, কুড়িগ্রামে চারণকবি রাধাপদ রায়কে আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের দাবির মুখে মূল হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহ ব্যুরো জানায়, মুন্সীগঞ্জের মেয়রের স্থানীয় এমপি মৃণাল কান্তি দাসকে ‘মালাউন’ বলে অকথ্য সাম্প্রদায়িক ভাষায় গালাগাল, শারদীয় দুর্গাপূজাকে কটাক্ষ করে এমপি বাহাউদ্দিন বাহারের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ হয়েছে। শুক্রবার সকালে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ বিক্ষোভ সমাবেশে আয়োজন করে ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্র এবং যুব ঐক্য পরিষদ। এতে পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শংকর সাহা, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি প্রশান্ত কুমার দাস চন্দন, জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সুজিত বর্মণ প্রমুখ বক্তব্য দেন।

এ হামলা পূর্বপরিকল্পিত: বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় গতকাল কুমিল্লা নগরীর ঠাকুরপাড়ার শ্মশান কালীমন্দিরে সংবাদ সম্মেলন করেছেন ঐক্য পরিষদের নেতারা। এ সময় লিখিত বক্তব্যে পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক তাপস বকশী অভিযোগ করে বলেন, বিক্ষোভ মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলা পূর্বপরিকল্পিত। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের পূর্বঘোষিত হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সমাবেশ ও মিছিল প্রতিহতের অংশ হিসেবে যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে এ হামলা চালিয়েছেন।

এ সময় ঐক্য পরিষদের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়। এগুলো হচ্ছে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে, এমপি বাহাউদ্দিন বাহারের দেওয়া দুর্গাপূজা-সংক্রান্ত বক্তব্য প্রত্যাহার করতে হবে, দুর্গাপূজার আগে ও পরে ঐক্য পরিষদের নেতাদের ওপর চোরাগোপ্তা হামলা যাতে না হয়, সেই ব্যবস্থা করতে হবে এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ চন্দ সাহাসহ যুব ও ছাত্র ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদকের পদ স্থগিত: কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিব প্রসাদ রায় ও সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটুর পদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিকও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার স্বাক্ষরিত এক কারণ দর্শানো নোটিশের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের কর্মকাণ্ডের সঙ্গে কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কর্মকাণ্ড সাংঘর্ষিক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক নিয়মনীতির পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এক নোটিশে ১৫ দিনের সময় নির্ধারণ করে তাদের নিজ নিজ অবস্থানের সন্তোষজনক ব্যাখ্যা চাওয়া হয়েছে। সেইসঙ্গে কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের প্রথম সহসভাপতি অমল দত্তকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার রায়কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুল্ক কার্যকর হলো আজ, কীভাবে সামলাবেন মোদি?

শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আবারও নিষিদ্ধ হতে পারে ভারতের ফুটবল

ডানা মেলেছে স্বপ্নের পাঁচপুকুরিয়া সেতু

সীমান্তে ১১ বাংলাদেশিকে বিএসএফের পুশইন

জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযান, মাদক-অস্ত্রসহ আটক ১১

অপর্ণা সেনের প্রেমে পড়ে বাংলা শিখেছিলেন কমল হাসান

সম্পর্ক গভীর করতে ভালোবাসা বোঝার পাঁচটি ভাষা জানুন

‘কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে বরদাশত করা হবে না’

ডাকসুর এক ভিপি প্রার্থী গ্রেপ্তার

১০

ঢাকায় পা রাখল নেদারল্যান্ডস ক্রিকেট দল

১১

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন ভেনেজুয়েলার

১২

মেক্সিকো ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে : রাষ্ট্রদূত আনসারী

১৩

রাকসুর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

১৪

কখনো কোমরপানি, কখনো কোলে চড়ে স্কুলে যায় শত শিক্ষার্থী

১৫

সহকর্মীকে নিয়ে পরী মণির গুঞ্জন

১৬

বিপিএল মাতানো ক্রিকেটারকে ‘মুক্তি’ দিলেন আইপিএল খেলা ক্রিকেটার

১৭

ইরান ও পাক সেনাপ্রধানের ফোনালাপ, আলোচনায় ছিল যেসব বিষয়

১৮

বাচ্চা পটি করতে চাইছে না? জেনে নিন কী করবেন

১৯

সিলেটে পাথরকাণ্ডে এবার মাঠে নেমেছে সিআইডি

২০
X