সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষ পবিত্র মার্কা, বদনাম হতে দিব না : শামা ওবায়েদ 

ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন শামা ওবায়েদ। ছবি : কালবেলা
ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন শামা ওবায়েদ। ছবি : কালবেলা

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ রিংকু বলেছেন, বিএনপি দেশের মানুষের সেবা করে যাচ্ছে। সেই দলের নামেও আমি বদনাম হতে দিব না। ধানের শীষ অত্যন্ত পবিত্র মার্কা। এই ধানের মার্কার বদনাম হতে দিব না। সুতরাং আমরা সৎপথে থেকে উপার্জন করে জীবিকা নির্বাহ করব। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে সবই সম্ভব।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে মো. ইব্রাহিম মোল্যার বাড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, আমি যদি আমার বাবার সন্তান হয়ে থাকি তাহলে কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দেব না। কেউ দুর্নীতি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। কারো অন্যায়ের দায়-দায়িত্ব আমি শামা ওবায়েদ নিব না। আমার বাবার নাম আমি নষ্ট হতে দিব না।

তিনি আরও বলেন, আপসহীন জননেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কারণেই সালথা উপজেলা সৃষ্টি হয়েছে। ২০০১ সালে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন সালথায় এসে জনসভা করে এখানে উপজেলা ঘোষণা করেন। এরপর আমার বাবা সাবেক মন্ত্রী মরহুম কেএম ওবায়দুর রহমানের নেতৃত্বে সালথা উপজেলা পরিষদ হয়। যে কারণে আজকে আপনারা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান হওয়ার সুযোগ পেয়েছেন। তাই আমরা সালথাবাসী দেশনেত্রী খালেদা জিয়ার কাছে ঋণী।

শামা ওবায়েদ বলেন, আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সালথা ও নগরকান্দার মানুষ ছাড়া কিছু বুঝে নাই। আমি যেন ওনার অবর্তমানে সালথা-নগরকান্দার সকলের পাশে থাকতে পারি। সেই দোয়া সকলে করবেন। আমরা ইচ্ছা সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল করা। যেখানে স্বল্পমূল্যে গরিব মানুষ চিকিৎসা পাবে। শিক্ষাখাত ঢেলে সাজানো হবে। যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান করা হবে।

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা শাহিদুজ্জামান শাহিদ, মনির মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, খন্দকার রেজাউর রহমান চয়ন, ইউপি সদস্য শাহজাহান মোল্যা প্রমুখ। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় অজ্ঞাত মরদেহ উদ্ধার

কেন উত্তর দিকে মাথা রেখে ঘুমানো মানা

প্রাথমিক শিক্ষক নিয়োগে যেসব জেলার মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুলের আপিলের শুনানি পেছাল

বিএনপির আরও ২ নেতা বহিষ্কার

আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি

আমি প্রেম করছি: বাঁধন

ফিলিপাইনে ফেরিডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ১৮

ঢাকা-১৮ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর ওপর হামলা, এনসিপির নিন্দা

নৌকা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত : মির্জা ফখরুল

১০

যুক্তরাষ্ট্রে ৮ আরোহী নিয়ে ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত

১১

ভারী খাবারের পর মিষ্টি নাকি টক দই ভালো

১২

‘পদ্মশ্রী’ সম্মান পেলেন প্রসেনজিৎ-মাধবন

১৩

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : তুলি

১৪

৪ পুলিশ সদস্যের সাজায় অসন্তুষ্ট প্রসিকিউশন, আপিলের সিদ্ধান্ত

১৫

মোংলায় ৩ শতাধিক হিন্দু-খ্রিস্টানের বিএনপিতে যোগদান

১৬

সাত বছরের সাবিহা বাঁচতে চায়

১৭

মক্কা-মদিনায় ইতিকাফের জন্য মানতে হবে নতুন নিয়ম

১৮

আগুনে পুড়ে ছাই ৭ দোকান

১৯

মারা গেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি

২০
X