টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০২:১৭ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৮:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

নাফে মিয়ানমারের ‘যুদ্ধজাহাজ’

বিস্ফোরণের তীব্রতা বেড়েছে
নাফে মিয়ানমারের ‘যুদ্ধজাহাজ’

গুলির শব্দ, মর্টার শেলের গোলা ও আগুনের ধোঁয়ার পর টেকনাফ সীমান্তে নাফ নদ থেকে দেখা গেল মিয়ানমারের জাহাজ। স্থানীয়দের ধারণা, নাফ নদের ওপারে দেখা যাওয়া জাহাজটি ছিল যুদ্ধজাহাজ। যদিও আসলেই সেটি যুদ্ধজাহাজ কি না, তা নিশ্চিত নয় বিজিবি। গতকাল শুক্রবার সকাল থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তে নাফ নদের ওপারে দেখা যায় জাহাজটি। সকাল ১১টা পর্যন্ত এটি বাংলাদেশ থেকে দৃশ্যমান ছিল। এরপর সেটি অন্য কোথাও চলে যায়।

একই সঙ্গে সকাল থেকে থেমে থেমে শোনা যাচ্ছে বিস্ফোরণের বিকট শব্দ। জাহাজটি দৃষ্টিসীমার বাইরে যাওয়ার পর বেড়ে যায় গুলি ও বিস্ফোরণের আওয়াজ। সীমান্তবর্তী এলাকার লোকজন জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত বিচ্ছিন্নভাবে কয়েকটি শব্দ শোনা গিয়েছিল। কিন্তু দুপুরের পর থেকে আবারও ভেসে আসতে থাকে বিকট আওয়াজ।

শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুর রহমান বলেন, সকালে নাফ নদের ওপারে মিয়ানমারের যুদ্ধজাহাজ দেখতে পেরেছেন তারা। সকাল ১১টা পর্যন্ত সেটি দেখেছেন স্থানীয়রা। পরে এটি চলে যাওয়ার পর বাড়ে বিস্ফোরণের শব্দ। সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালামও জানিয়েছেন যুদ্ধজাহাজ দেখতে পাওয়ার কথা।

টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. এনামুল হক জানান, বৃহস্পতিবার থেকে গতকাল দুপুর পর্যন্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিকই মনে হচ্ছিল। কিন্তু দুপুরের পর থেকে আবার ভেসে আসতে থাকে গুলির শব্দ।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, গত কয়েকদিন ধরেই হ্নীলা থেকে মিয়ানমার সীমান্তের ওপারের গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার সকাল থেকে শব্দ কিছুটা কম ছিল; কিন্তু গতকাল আবার বাড়তে থাকে।

সেন্ট মার্টিনের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বিকেল ৩টার পর থেকে ওপারে

গোলাগুলি-বিস্ফোরণের শব্দে কাঁপছে সেন্টমার্টিন। এখানকার স্থানীয়রা অনেক আতঙ্কে আছেন। তবে বিজিবি ও কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে।

অন্যদিকে সেন্টমার্টিনের বাসিন্দা কবির আহমেদ জানিয়েছেন, মিয়ানমারের গোলার বিকট শব্দে কাঁপছে প্রবাল দ্বীপটি। বিশেষত দুপুরের পর থেকে গোলার শব্দ প্রকট হতে শুরু করেছে। সেন্টমার্টিনের বাসিন্দা জাহিদ হোসেন বলেন, বিকেল ৩টার পর থেকে গোলাগুলি ও ভারী অস্ত্রের বিকট শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে গুলিগুলো বাড়ির ওপরে পড়ছে। জেলেরা ভয়ে মাছ শিকার না করে সাগর থেকে কূলে চলে আসছেন। আরেক বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, একের পর এক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিস্ফোরণের শব্দে সেন্ট মার্টিনের মাটি পর্যন্ত কেঁপে উঠছে।

মিয়ানমারের এ সংঘাতের প্রভাবে টেকনাফের সেন্টমার্টিন, হোয়াইক্যং, হ্নীলা, সাবরাং, শাহপরীর দ্বীপসহ বিভিন্ন স্থানের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, সেহরির শেষ সময় থেকে মিয়ানমার অভ্যন্তরে গুলি ও মর্টার শেলের আওয়াজ শোনা যায়। বিকট শব্দে ঘুমাতে পারিনি।

টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার বাসিন্দা আব্দুল আমিন জিসান বলেন, মিয়ানমারে থেমে থেমে চলা বোমার বিকট শব্দে কেঁপেছে তার বাড়ি। এমন শব্দ কোনোদিন শোনেননি। মনে হয়েছে, বাড়ি ধসে পড়ছে। ঘুমাতে পারেননি। টেকনাফের নাইট্যংপাড়া এলাকার বাসিন্দা শাহ আলম বলেন, মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ চলছে বলে তিনি শুনেছেন। অনেক বিকট শব্দ শোনা গেছে।

জাহাজ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, সকালে শাহপরীর দ্বীপ সীমান্তে নাফ নদের ওপারে মিয়ানমারের জলসীমায় একটি বড় জাহাজ দেখা গিয়েছিল। এটি যুদ্ধজাহাজ নাকি অন্য সাধারণ জাহাজ তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দুপুরের আগেই জাহাজটি সেখান থেকে সরে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটকীয়তা শেষে মনোনয়ন জমা দিলেন আবুল কালাম 

ইরানে হামলার খায়েশ নেই : ট্রাম্প

প্রার্থিতা ফিরে পেলেন হুম্মাম কাদের

মেরাজ কি রজবের ২৭ তারিখেই হয়েছিল?

ধানের শীষ পবিত্র মার্কা, বদনাম হতে দিব না : শামা ওবায়েদ 

মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর

মেরাজ সফরে যাঁদের সঙ্গে দেখা হয়েছিল নবীজির (সা.)

সায়েন্সল্যাবে ঢাবির বাস ভাঙচুর, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ডাকসু

জাতীয় বেতন কমিশনের কার্যক্রম নিয়ে ঢা‌বি সাদা দলের উদ্বেগ

১২ দিনেও সন্ধান মেলেনি স্কুল থেকে নিখোঁজ শিশুর

১০

রাষ্ট্রপতির কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

১১

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 

১২

দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

সেই ছবি দেখিয়ে ট্রাম্পকে হত্যার হুমকি

১৪

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

১৫

উন্নত ফিচার ও শক্তিশালী ব্যাটারিসহ নতুন স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো

১৬

এসএসসি পরীক্ষা শুরুর তারিখ প্রকাশ

১৭

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন রাশেদ প্রধান

১৮

নগরবাউল জেমসের উদ্দেশ্যে যে প্রশ্নটি করলেন আসিফ আকবর

১৯

নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

২০
X