ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫২ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০২:২৬ পিএম
প্রিন্ট সংস্করণ

‘সামনের ম্যাচে ভুল করব না’

‘সামনের ম্যাচে ভুল করব না’

ব্যাটিং ব্যর্থতার পর শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের। গ্রুপ পর্বের দ্বিতীয় শেষ ম্যাচ, তাই বাঁচা-মরার লড়াই হয়ে গেল সাকিব আল হাসানের দলের জন্য। পাকিস্তানের লাহোরে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ভুল করলেই গত টুর্নামেন্টের মতোই সুপার ফোরের আগেই ফিরতে হবে তাদের। এমন কঠিন সমীকরণের সামনে পড়া বাংলাদেশ, একই ভুল আর করতে চায় না। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৪ রানের ইনিংসের একাই ৮৯ রানের জোগান দেওয়া নাজমুল হোসেন শান্তই বলেছেন সেকথা। ব্যাটিং ব্যর্থতার দায় মাথায় নিয়ে ম্যাচের পর সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল। সামনের ম্যাচে ভুল করব না, ইনশাআল্লাহ।’

শ্রীলঙ্কার বিপক্ষে নড়বড়ে শুরুর পরও ছোট দুটি জুটি হয়েছিল বাংলাদেশে। কিন্তু চাপের মুখে ব্যর্থতার পরিচয় দিয়েছেন দলের অভিজ্ঞ ব্যাটাররাও। এতে করে আফগানদের সঙ্গে লড়াইটা এখন কঠিন হয়ে দাঁড়াল। কঠিন সমীকরণ মাথায় রেখেই আশাবাদী শান্ত বলেছেন, ‘পরের ম্যাচ আমাদের জিততে হবে। পরের ম্যাচ আমরা জেতার জন্যই খেলব; জেতার পরে বোঝা যাবে কী সমীকরণ দাঁড়াবে বা কী হবে।’ ঘরের মাঠে সর্বশেষ সিরিজে আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামে হওয়া সে সিরিজে কঠিন পরীক্ষার মুখে পড়েছিল বাংলাদেশ ব্যাটাররা। তবে টি-২০ সিরিজে দাপট দেখিয়েছেন সাকিব-শান্তরা। আপাতত অতীত নিয়ে খুব একটা ভাবছেন না জানিয়ে শান্ত বলেছেন, ‘আমরা অতীত নিয়ে চিন্তা করছি না। আমাদের দল খুবই ভালো। আমরা বিশ্বাস করি যদি আমাদের খেলাটা খেলতে পারি, তাহলে আফগানিস্তানের সঙ্গে ভালো ফলাফল করা সম্ভব।’

শান্ত যতটা আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, বাস্তবতা ততটাই কঠিন। কারণ অচেনা কন্ডিশনের সঙ্গে হারের চাপও থাকবে বাংলাদেশের ওপর। তবে আত্মবিশ্বাসী শান্ত বলেছেন, ‘অবশ্যই সম্ভব (জেতা)। আমি যা বললাম, এত দূরে চিন্তা না করে আফগানিস্তানের সঙ্গে যাতে ম্যাচটা জিততে পারি সে পরিকল্পনাই করছি। সেই ম্যাচ যদি আমরা জিতি, ইনশাআল্লাহ, তাহলে পরের অবস্থা কী দাঁড়াবে তা দেখা যাবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে এমন হারের পর আফগান বাধা—এরপর সুপার ফোরে জায়গা করে নিলে ভারত-পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা। সব নিয়ে কী ভাবছেন প্রশ্নে শান্তের উত্তর, ‘ভারত-পাকিস্তান নিয়ে এখনই চিন্তা করছি না। আপাতত আফগানিস্তান ম্যাচ নিয়ে চিন্তা করছি। পাকিস্তানে গিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে।’ তবে লঙ্কানদের বিপক্ষে খেলা পাল্লেকেলের উইকেট সহজ ছিল না জানিয়ে তিনি বলেছেন, ‘উইকেট বলব না যে সহজ ছিল। নতুন বলে কিছুটা সহজ মনে হয়েছে আমার কাছে, পুরোনো বলে একটু কঠিন হয়েছে ব্যাটিং। ব্যাটাররা যদি ওপরের দিকে জুটি করতে পারলে এরকম হতো না।’ আগামী রোববার ব্যাটাররা ভালো করলে ভিন্ন কিছুর যে স্বপ্ন দেখাচ্ছেন শান্ত, সেটা বাস্তব হওয়ার সম্ভাবনা নিশ্চিতভাবে বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে বাণিজ্যিক নার্সারি, সন্ধ্যায় বসে মাদকসেবীদের আড্ডা

ইহুদিবিদ্বেষ ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ফ্রান্স

টিভিতে আজকের খেলা

এমবাপ্পের জোড়া গোলে লা লিগায় রিয়ালের সহজ জয়

ইবনে সিনায় চাকরির সুযোগ

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে হত্যা

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দাম কাঁচামালে

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

১০

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

১১

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

১২

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

১৩

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

১৪

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

১৫

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

১৬

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

১৭

বুটেক্স সাংবাদিক সমিতির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৮

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১৯

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

২০
X