ব্যাটিং ব্যর্থতার পর শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের। গ্রুপ পর্বের দ্বিতীয় শেষ ম্যাচ, তাই বাঁচা-মরার লড়াই হয়ে গেল সাকিব আল হাসানের দলের জন্য। পাকিস্তানের লাহোরে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ভুল করলেই গত টুর্নামেন্টের মতোই সুপার ফোরের আগেই ফিরতে হবে তাদের। এমন কঠিন সমীকরণের সামনে পড়া বাংলাদেশ, একই ভুল আর করতে চায় না। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৪ রানের ইনিংসের একাই ৮৯ রানের জোগান দেওয়া নাজমুল হোসেন শান্তই বলেছেন সেকথা। ব্যাটিং ব্যর্থতার দায় মাথায় নিয়ে ম্যাচের পর সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল। সামনের ম্যাচে ভুল করব না, ইনশাআল্লাহ।’
শ্রীলঙ্কার বিপক্ষে নড়বড়ে শুরুর পরও ছোট দুটি জুটি হয়েছিল বাংলাদেশে। কিন্তু চাপের মুখে ব্যর্থতার পরিচয় দিয়েছেন দলের অভিজ্ঞ ব্যাটাররাও। এতে করে আফগানদের সঙ্গে লড়াইটা এখন কঠিন হয়ে দাঁড়াল। কঠিন সমীকরণ মাথায় রেখেই আশাবাদী শান্ত বলেছেন, ‘পরের ম্যাচ আমাদের জিততে হবে। পরের ম্যাচ আমরা জেতার জন্যই খেলব; জেতার পরে বোঝা যাবে কী সমীকরণ দাঁড়াবে বা কী হবে।’ ঘরের মাঠে সর্বশেষ সিরিজে আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামে হওয়া সে সিরিজে কঠিন পরীক্ষার মুখে পড়েছিল বাংলাদেশ ব্যাটাররা। তবে টি-২০ সিরিজে দাপট দেখিয়েছেন সাকিব-শান্তরা। আপাতত অতীত নিয়ে খুব একটা ভাবছেন না জানিয়ে শান্ত বলেছেন, ‘আমরা অতীত নিয়ে চিন্তা করছি না। আমাদের দল খুবই ভালো। আমরা বিশ্বাস করি যদি আমাদের খেলাটা খেলতে পারি, তাহলে আফগানিস্তানের সঙ্গে ভালো ফলাফল করা সম্ভব।’
শান্ত যতটা আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, বাস্তবতা ততটাই কঠিন। কারণ অচেনা কন্ডিশনের সঙ্গে হারের চাপও থাকবে বাংলাদেশের ওপর। তবে আত্মবিশ্বাসী শান্ত বলেছেন, ‘অবশ্যই সম্ভব (জেতা)। আমি যা বললাম, এত দূরে চিন্তা না করে আফগানিস্তানের সঙ্গে যাতে ম্যাচটা জিততে পারি সে পরিকল্পনাই করছি। সেই ম্যাচ যদি আমরা জিতি, ইনশাআল্লাহ, তাহলে পরের অবস্থা কী দাঁড়াবে তা দেখা যাবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে এমন হারের পর আফগান বাধা—এরপর সুপার ফোরে জায়গা করে নিলে ভারত-পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা। সব নিয়ে কী ভাবছেন প্রশ্নে শান্তের উত্তর, ‘ভারত-পাকিস্তান নিয়ে এখনই চিন্তা করছি না। আপাতত আফগানিস্তান ম্যাচ নিয়ে চিন্তা করছি। পাকিস্তানে গিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে।’ তবে লঙ্কানদের বিপক্ষে খেলা পাল্লেকেলের উইকেট সহজ ছিল না জানিয়ে তিনি বলেছেন, ‘উইকেট বলব না যে সহজ ছিল। নতুন বলে কিছুটা সহজ মনে হয়েছে আমার কাছে, পুরোনো বলে একটু কঠিন হয়েছে ব্যাটিং। ব্যাটাররা যদি ওপরের দিকে জুটি করতে পারলে এরকম হতো না।’ আগামী রোববার ব্যাটাররা ভালো করলে ভিন্ন কিছুর যে স্বপ্ন দেখাচ্ছেন শান্ত, সেটা বাস্তব হওয়ার সম্ভাবনা নিশ্চিতভাবে বাড়বে।
মন্তব্য করুন