ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব এশিয়া) সৌরভ কুমার আজ বৃহস্পতিবার দুদিনের সফরে ঢাকায় আসছেন।
ঢাকা ও দিল্লির সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী ১৭ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠেয় বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মন্ত্রীপর্যায়ের বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য এ সফরে আসছেন প্রতিবেশী বন্ধু দেশটির জ্যেষ্ঠ এ কূটনীতিক।
জানা গেছে, সফরকালে সৌরভ কুমার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বিমসটেক মহাসচিব তেনজিন লেখফেলের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকগুলোতে বিমসটেকের মন্ত্রীপর্যায়ের বৈঠক নিয়ে আলোচনা হবে। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে ব্যাংককে বাংলাদেশের অবস্থান কী হবে এবং ভারত কী অবস্থান নেবে, তা জানবেন ও জানাবেন সৌরভ কুমার। আগামীকাল শুক্রবার সকালে তিনি ঢাকা ছাড়বেন।
মন্তব্য করুন