

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে। এ উপলক্ষে ডাকা সংবাদ সম্মেলনে আসছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলুল করিম মারুফ।
এ ছাড়া রাত সোয়া ৮টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন জানায়, নির্বাচনি সমঝোতা বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান নিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
এদিকে, রাত সাড়ে ৮টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন শুরু হয়েছে।
মন্তব্য করুন