

যতদিন যাচ্ছে পাকিস্তানি ধারাবাহিকের প্রতি আগ্রহ বাড়ছে দর্শকদের। শুধু পাকিস্তানি দর্শকই নয়, ভারতসহ বাংলাদেশেও রয়েছে অসংখ্য পাকিস্তানি ড্রামাপ্রেমী। এবার তাদের জন্য রয়েছে সুখবর। কারণ নতুন বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে ৫টি নতুন পাকিস্তানি নাটক। আজকের আয়োজনে থাকছে সেসব নাটকের গল্প।
গুলাম বাশাহ সুন্দরী
ইতোমধ্যে সম্প্রচার শুরু হয়ে গেছে ‘গুলাম বাশাহ সুন্দরী’ ধারাবাহিকটির। নতুন বছরের ১২ জানুয়ারি পাকিস্তানি চ্যানেল গ্রিন টিভি এন্টারটেইনমেন্টে নাটকটির সম্প্রচার শুরু হয়।
মুক্তিপ্রাপ্ত এই নাটকটির গল্প আবর্তিত হয় গুলাম নামের এক নির্ভীক ও সাহসী মানুষের জীবনকে ঘিরে, যার জীবন পরিচালিত হয় আবেগ, আনুগত্য এবং অটল ভালোবাসার শক্তিতে।
গুলাম এমন একজন মানুষ, যিনি অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ান এবং প্রতিকূল পরিস্থিতিতেও লড়াই করে যান। তার শক্তিশালী ব্যক্তিত্ব ও গভীর আবেগ দর্শকদেরকে সহজেই তার সঙ্গে সংযুক্ত করে।
নাটকটি পরিচালনা করেছেন আমিন ইকবাল এবং চিত্রনাট্য লিখেছেন খ্যাতিমান লেখক জাঞ্জাবিল আসিম শাহ। এই ধারাবাহিকটিতে অভিনয় করেছেন, ইমরান আশরাফ, জাভিয়ার নওমান ইজাজ, হিনা আফ্রিদি, শাহজাদ নওয়াজসহ আরও অনেকে।
রাহগুজার
রাহগুজার ২০২৬ সালের ১৪ জানুয়ারি মুক্তি পাওয়া নতুন পাকিস্তানি নাটকের তালিকায় আরেকটি অনুপ্রেরণামূলক সংযোজন। এই নাটকের গল্প আবর্তিত হয়েছে রোশনি নামের এক নারীর জীবনকে ঘিরে, যার জীবনযাত্রা গড়ে উঠেছে দৃঢ়তা, সততা ও অন্তর্নিহিত শক্তির ওপর ভিত্তি করে।
প্রচলিত গল্পের বাইরে গিয়ে, রাহগুজার নাটকটি এমন এক চরিত্রকে তুলে ধরে যে কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে ধীরে ধীরে নিজেকে গড়ে তোলে। তেমনই এক চরিত্র রোশনি। গল্পে রোশনির জীবন নানা চ্যালেঞ্জে ভরা, যা তাকে বারবার ভেঙে পড়ার দ্বারপ্রান্তে নিয়ে যায়। তবে প্রতিটি পতনই তাকে আরও শক্তভাবে ঘুরে দাঁড়াতে শেখায়। আর এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প।
মা
চলতি বছরের ১৬ জানুয়ারি মুক্তি পেতে চলেছে অন্যতম হৃদয়স্পর্শী ধারাবাহিক নাটক ‘মা’। এই নাটকে গভীর পারিবারিক সম্পর্ক, না বলা কষ্ট এবং একজন মায়ের নিঃশর্ত ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। পাশাপাশি মায়েদের আত্মত্যাগ এবং কঠিন পরিস্থিতিতেও তাদের অসীম শক্তিকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকটিতে।
আলি ফারহান আনচান পরিচালিত এই ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আইনা আসিফ, আহমেদ রফিক, হারিস ওয়াহিদ, সুনিতা মার্শাল, আলী খান, সাদ জামির ফেরেদি এবং সৈয়দ মোহাম্মদ আহমেদসহ আরও অনেকে।
এক অউর পাকিজা
‘এক অউর পাকিজা’ নাটকটি এ বছরের সবচেয়ে বহুল প্রতিক্ষিত ধারাবাহিক গুলোর মধ্যে একটি। এই ড্রামায় এমন এক জগতের গল্প তুলে ধরতে চলেছে, যেখানে স্বার্থপর মানুষের কারণে ভালো মানুষের স্বপ্ন ভেঙে যায় এবং হৃদয় ক্ষতবিক্ষত হয়।
আবেগঘন ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ গল্পের কারণে এটি সিরিয়াস নাটকপ্রেমীদের জন্য অবশ্যই দেখার মতো একটি নাটক হতে যাচ্ছে। এই নাটকটি দেখায় কীভাবে সমাজের দুর্বল মানুষরা সহজেই টার্গেট হয়ে যায় এবং অন্যের কু-কর্মকাণ্ডের কারণে তাদের জীবন চিরতরে বদলে যায়।
ধারাবাহিকটি পরিচালনা করেছেন কাশিফ নিসার এবং চিত্রনাট্য লিখেছেন খ্যাতনামা পাকিস্তানি লেখিকা বি গুল। এই ড্রামা সিরিয়ালে অভিনয় করছেন সেহার খান, নামির খান, আমনা ইলিয়াস, গোহর রশীদ, নূর-উল-হাসান, উমর দার এবং নাদিয়া আফগান সহ আরও অনেকে। ধারাবাহিকটি জিও টিভিতে মুক্তি পাবে জানুয়ারির শেষ সপ্তাহে।
হামরাহি
২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত নতুন পাকিস্তানি নাটকগুলোর একটি হামরাহি। ইতোমধ্যেই দর্শকমহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে নাটকটি। অনেকেই একে বছরের সবচেয়ে বড় প্রেমের গল্প হিসেবে আখ্যায়িত করছেন। জনপ্রিয় দুই তারকা দানিশ তৈইমূর ও হিবা বুখারি প্রধান চরিত্রে অভিনয় করায় নাটকটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে।
নাটকটির গল্প আবর্তিত হয়েছে ভালোবাসা, নিয়তি এবং মানুষের জীবনে গড়ে ওঠা গভীর আবেগী সম্পর্ককে ঘিরে। আবেগ, ত্যাগ এবং জীবন বদলে দেওয়া সিদ্ধান্তের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া এই গল্প দর্শকদের হৃদয় ছুঁয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। বিশেষ করে ড্যানিশ তাইমূর ও হিবা বুখারির অনবদ্য পর্দার রসায়ন হামরাহিকে-কে রোমান্টিক নাটকপ্রেমীদের কাছে আলাদা মাত্রা এনে দিয়েছে।
এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন বাবর জাভেদ এবং চিত্রনাট্য লিখেছেন খ্যাতনামা লেখক জানজাবিল অসিম শাহ। তবে এখনো তারিখ নির্ধারিত হলেও ধারণা করা হচ্ছে ধারাবাহিকটি মুক্তি পেতে পারে জানুয়ারির শেষ সপ্তাহে।
মন্তব্য করুন