সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা

লাইটারেজ সংকট
চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে পণ্য খালাস কার্যক্রমে চরম অচলাবস্থা দেখা দিয়েছে। লাইটারেজ জাহাজের তীব্র সংকটের কারণে খাদ্যশস্য, সার ও শিল্পের কাঁচামালবাহী প্রায় ৯০টি মাদার ভেসেল বর্তমানে সাগরে অলস বসে আছে। গত তিন দিনে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (বিডব্লিউটিসিসি) থেকে কোনো লাইটারেজ জাহাজ বরাদ্দ না পাওয়ায় আমদানিকারকরা প্রতিদিন কোটি কোটি টাকার লোকসানের মুখে পড়ছেন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই সংকটের পেছনে লাইটারেজ জাহাজের অভাবের চেয়ে অব্যবস্থাপনা ও জাহাজের অপব্যবহারই বেশি দায়ী। অনুসন্ধানে জানা গেছে, কয়েক মাস ধরে খাদ্যশস্য নিয়ে আসা বেশ কিছু লাইটারেজ জাহাজ বিভিন্ন গন্তব্যে গিয়ে পণ্য খালাস না করে মাসের পর মাস সাগরে ভাসছে। আমদানিকারকরা এসব জাহাজকে ‘ভাসমান গুদাম’ হিসেবে ব্যবহার করছেন, যার ফলে পণ্যবাহী এসব জাহাজ মূল ধারায় ফিরে আসতে পারছে না। ব্যবসায়ী মহলের মতে, এটি একটি কৃত্রিমভাবে তৈরি করা সংকট।

চট্টগ্রাম বন্দরে সিরিয়াল প্রথা ও বিডব্লিউটিসিসির অধীনে শ্রমিক সংগঠনের ‘দৌরাত্ম্য’ এবং অব্যবস্থাপনার কারণে অনেক মালিক তাদের লাইটারেজ জাহাজ এখন মোংলা চ্যানেলে সরিয়ে নিচ্ছেন। চট্টগ্রাম বন্দরে যেখানে একটি জাহাজ খালি হতে ২০ থেকে ২২ দিন সময় লাগে, সেখানে মোংলায় সিরিয়াল বা শ্রমিক সংগঠনের বাড়তি ঝামেলা না থাকায় এবং লোডিং-আনলোডিং ব্যবস্থা ভালো হওয়ায় মালিকরা সেখানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। বিডব্লিউটিসিসির বর্তমান সিরিয়াল সিস্টেমকে অস্বচ্ছ বলে অভিহিত করেছেন সাধারণ মালিকরা। তাদের অভিযোগ, প্রভাবশালী নেতারা দ্রুত ট্রিপ পেলেও সাধারণ মালিকরা বৈষম্যের শিকার হচ্ছেন।

শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, আগে যেখানে একটি বড় জাহাজ খালাস করতে ৮ থেকে ১০ দিন লাগতো, এখন সেখানে ২০ থেকে ৩০ দিন সময় লাগছে। বর্তমানে বহির্নোঙরে থাকা প্রতিটি মাদার ভেসেলকে প্রতিদিন গড়ে প্রায় ১৬ লাখ টাকা করে ড্যামারেজ বা জরিমানা গুনতে হচ্ছে।

পণ্য আমদানির বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে বড় গ্রুপ অব কোম্পানিগুলো, যাদের নিজস্ব লাইটারেজ জাহাজ রয়েছে। তারা সাধারণত ডব্লিউটিসি থেকে জাহাজ নেয় না এবং নিজেদের জেটি ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে দ্রুত পণ্য খালাস করে নেয়। ফলে সংকটের পুরো প্রভাবটি পড়ছে সাধারণ আমদানিকারক ও ক্ষুদ্র লাইটারেজ জাহাজ মালিকদের ওপর।

এ বিষয়ে আমদানিকারক মশিউর আলম স্বপন কালবেলাকে বলেন, এ অচলাবস্থা নিরসন করতে হলে লাইটারেজ জাহাজকে গুদাম হিসেবে ব্যবহারের প্রবণতা বন্ধ করতে হবে এবং ট্রান্সপারেন্ট ম্যানেজমেন্ট নিশ্চিত করতে হবে। তাহলে এই সংকট কাটবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন শিল্প গ্রুপ তাদের নিজস্ব লাইটারেজ জাহাজ দিয়ে পণ্য খালাস করলেও বাকি আমদানিকারকরা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল থেকে জাহাজ বুকিং নেন। দৈনিক ৮০টি লাইটারেজ বরাদ্দ দেওয়া হলেও তিন দিন সেল থেকে কোনো জাহাজ দেওয়া হয়নি। যে কারণে অর্ধশতাধিক জাহাজের পণ্য খালাস বন্ধ আছে।

বিডব্লিউটিসিসি এই সংকটের পেছনে ঘন কুয়াশা এবং বিএডিসির সারের কাজে নিয়োজিত ১৪০টি জাহাজ আটকে থাকাকে দায়ী করেছে। তবে ব্যবসায়ীরা বলছেন, কুয়াশার কারণে কিছুটা দেরি হলেও মূল সমস্যাটি ব্যবস্থাপনার। সংকট নিরসনে জাহাজের সিরিয়াল প্রথা তুলে দিয়ে উন্মুক্ত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন অপারেটররা।

ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি পারভেজ আহমেদ বলেন, বর্তমানে বহির্নোঙরে প্রায় ৯০টি মাদার ভেসেল রয়েছে। রোজা উপলক্ষে খাদ্যশস্য এবং রাশিয়ার মজুদ ছাড়ার কারণে এক সঙ্গে অনেক জাহাজ চলে এসেছে। ঘন কুয়াশার কারণে রাতে কাজ ব্যাহত হওয়া এবং ধান কাটার মৌসুমে শ্রমিক সংকটের কারণে পণ্য খালাস ধীর হচ্ছে। সরকার যথাসময়ে সারের ব্যাগ সরবরাহ করতে না পারায় সারের জাহাজগুলো সময়মতো খালাস হতে পারছে না। সংকট নিরসনের একমাত্র পথ হলো আমদানিকারকদের হাতে থাকা জাহাজগুলো দ্রুত খালাস করা। এ ছাড়া বন্দর বা নৌপরিবহন অধিদপ্তরের এক্ষেত্রে খুব বেশি কিছু করার নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে মরহুম ইয়াছিন আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিপুন রায়ের

ত্রয়োদশ সংসদ নির্বাচন / সাইফুল হকের সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের মতবিনিময়

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের টিডিএফ উদ্যোক্তাদের রিফাইন্যান্সিং সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

প্রার্থীকে বললেন নির্বাচন কমিশনার / ‘ব্যাংকের টাকাটা দিয়ে দিয়েন, না দিলে জনরোষ তৈরি হবে’

প্রার্থিতা ফিরে পেলেন ৪ শতাধিক, মোট বৈধ প্রার্থী দাঁড়াল যত

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নতুন কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

তসলিমা নাসরিনসহ দুজনের বিরুদ্ধে মামলা

তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ

২১ জানুয়ারির মধ্যেই ঠিক হবে বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য

১০

এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১১

সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম

১২

নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারীর শোকজের জবাব দিল এনসিপি

১৩

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত চট্টগ্রাম : নোমান

১৪

৩৭ বছর পর নিউজিল্যান্ডের ‘ভারত’ জয়

১৫

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত

১৬

১৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করল ডিএনসিসি

১৭

রাউজান-রাঙ্গুনিয়ার অগ্নিকাণ্ড ষড়যন্ত্র উন্মোচনে পুরস্কৃত পুলিশ কর্মকর্তারা

১৮

বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে : ডা. শাহাদাত

১৯

নির্বাচনে দলীয় প্রার্থীদের ৭ দফা নির্দেশনা বিএনপির

২০
X