মো. আবু জুবায়ের উজ্জ্বল, টাঙ্গাইল
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০২:৩১ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৮:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

ঈদযাত্রায় ১৩ কিলোমিটার সড়কে ভোগান্তির শঙ্কা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
ঈদযাত্রায় ১৩ কিলোমিটার সড়কে ভোগান্তির শঙ্কা

আসন্ন ঈদে টাঙ্গাইলের সাড়ে ১৩ কিলোমিটার সড়কে উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষের ভোগান্তির আশঙ্কা রয়েছে। এর কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সড়ক দুই লেনবিশিষ্ট। পাশাপাশি রাস্তার দুপাশের ছোট-বড় বাজার ও সংযোগ সড়কে বাড়তি যানবাহনের চাপে ভোগান্তি বাড়বে। এ ছাড়া এ সড়কে ৬ লেনের কাজ চলমান থাকায় যানবাহন চলাচল বিঘ্ন হতে পারে।

বাসচালকরা জানিয়েছেন, ঢাকা থেকে এলেঙ্গা পর্যন্ত পথে তেমন কোনো সমস্যা হয় না। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যেতে প্রায়ই যানজট সৃষ্টি হয়। এ ছাড়া মহাসড়কের সঙ্গে যুক্ত সংযোগ সড়ক ও ধীরগতির যানবাহনের কারণেও ব্যাহত হয় যান চলাচল।

হানিফ পরিবহনের চালক মোখলেসুর রহমান বলেন, এ রাস্তায় অনেক চালক আছে, যারা ওভারটেক করার সময় রং সাইড দিয়ে প্রবেশ করে। ফলে যানজট লেগে যায়। আমরা চাই ঈদ সিজনে এ রাস্তায় এক লেনে চলাচল হোক। তাহলে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত অনায়াসেই যাওয়া যাবে। এনা পরিবহনের চালক কুদ্দুস জানান, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত রাস্তার কাজ ধীরগতিতে চলছে। ঈদের সময় কাজ বন্ধ রাখা হলে যানজট কম হবে। অতিরিক্ত গাড়ির চাপের পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ি ও বেপরোয়া চলাচলের কারণেও যানজট লেগে যায়।

ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এবার ঈদে গাড়ির চাপ কমাতে শুধু

উত্তরাঞ্চলগামী যানবাহনের জন্য মহাসড়কের এ অংশটি বরাদ্দ থাকবে জানিয়ে তিনি বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ওয়ানওয়েতে (একমুখী) যানবাহন চলাচল করবে। এ ছাড়া ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পার হয়ে গোলচত্বর দিয়ে ভূঞাপুর হয়ে এলেঙ্গায় প্রবেশ করবে। এতে যানজট অনেকটা কমে যাবে।

তিনি আরও বলেন, ঢাকা থেকে যানবাহনগুলো চার লেন সড়কের সুবিধায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত আসতে পারে; কিন্তু এলেঙ্গার পর থেকে সেতু পর্যন্ত সড়ক দুই লেন। চার লেনের যানবাহন দুই লেন সড়কে প্রবেশের সময় যানজটের সৃষ্টি হয়।

পুলিশ সুপার বলেন, এরপরও দুর্ভোগ লাঘবের জন্য যাত্রীরা যানজটে আটকা পড়লে মহাসড়কের পাশে পেট্রোল পাম্প, হোটেল রেস্তোরাঁগুলোর শৌচাগার যাতে ব্যবহার করতে পারেন সে জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়কের পাশে পাম্প বা রেস্তোরাঁ নেই। তাই ওই অংশে ২৫টি অস্থায়ী টয়লেট নির্মাণ করা হবে।

এ ছাড়া ইফতার ও সেহরিতে যাতে অসুবিধা না হয়, সে জন্য এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত যানজটে আটকে পড়া মানুষের মাঝে পানি ও শুকনা খাবার সরবরাহের জন্য জনপ্রতিনিধিদের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, এবার ঈদে ৭০০ পুলিশ হাইওয়েতে ডিউটি পালন করবে। কারণ হিসেবে তিনি বলেন, অনেক সময় ঈদের আগের দিন রাস্তা তুলনামূলকভাবে ফাঁকা হয়ে যায়। তখন অনেক ব্যবসায়ীর ফাঁকা রাস্তায় ছিনতাইকারী বা মলম পার্টির খপ্পরে পড়ার আশঙ্কা রয়েছে। সব পুলিশ ঈদের সাত দিন আগে থেকে ঈদের পরের দুদিন পর্যন্ত হাইওয়েতে ডিউটি করবে, যেন কেউ কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়।

রাস্তার কাজ প্রসঙ্গে মোনায়েম গ্রুপের প্রজেক্ট ম্যানেজার মো. রবিউল আওয়াল কালবেলাকে বলেন, আমাদের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এখন প্রায় ২৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ঈদের আগে আমরা চার কিলোমিটার রাস্তা ছেড়ে দিব। এদিকে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ (বিবিএ) নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, যখন সেতুর ওপর গাড়ির চাপ পড়ে তখন টোল আদায়ে সমস্যা দেখা দেয়। তখন সাময়িক টোল বন্ধ থাকে। এবার সংখ্যা বাড়িয়ে ৮ থেকে ১০টা টোল বক্স বসানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে যোগ দিতে বাধা

এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ

নিয়ম পরিবর্তন করে নির্বাচন দেন, আপত্তি থাকবে না : হাসনাত

তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে

নেদারল্যান্ডসের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে নুরের, মেডিকেল বোর্ড গঠন

মানুষ ঘুমের মধ্যে কেন হাসে, কী করণীয়

জাপার কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান

শাহ পরাণের মাজারে শিরনি বন্ধ হবে, দরবার ভাঙবে : মেঘমল্লার বসু

বাড়ি বেচে দিলেন সোনু সুদ

১০

বাইচের নৌকা ডুবে নিহত ২

১১

মার্কিন আদালতে ট্রাম্পের বেশিরভাগ শুল্ক অবৈধ ঘোষিত

১২

বায়ুদূষণে চ্যাম্পিয়ন কামপালা, ঢাকার অবস্থান কত

১৩

সব সময় ক্লান্ত লাগার ৫ সাধারণ কারণ

১৪

পরীক্ষামূলকভাবে আজ শুরু স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

১৫

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক

১৬

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৭

সারা দেশে গণঅধিকার পরিষদের বিক্ষোভ আজ

১৮

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরছেন কঙ্গনা

১৯

স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে : নীরব

২০
X