নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বেগুনিয়া এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা বিতরণের সময় ঈগল সমর্থকদের বাধা দেয় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের স্থানীয় সমর্থকরা।
স্থানীয়রা জানান, উপজেলা যুবলীগের সভাপতি নাছিম মাহমুদসহ ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদের বেশ কিছু সমর্থক বেগুনিয়া এলাকার ভোটারদের বাড়িতে গিয়ে টাকা বিতরণ করে। এ সময় তারা ভোটারদের কেন্দ্রে যাতায়াত খরচ ও বাদাম খাওয়ার খরচের কথা বলে টাকা দিয়ে ঈগল প্রতীকে ভোট চান। স্থানীয় নৌকার সমর্থকরা ঘটনা জানতে পেরে তাদের বাধা দেয়। পরে স্থানীয়দের বাধার মুখে তারা ফিরে যায়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও নৌকা প্রতীকের সমর্থক উজ্জ্বল হোসেন বলেন, ঈগল প্রতীকের পক্ষে টাকা দিয়ে ভোট কিনতে দেখলে আমরা নিষেধ করি ও বাধা দিই। পরে স্থানীয়দের বাধা পেয়ে তারা ফিরে যায়।
উপজেলা যুবলীগের সভাপতি নাছিম মাহমুদ বলেন, এগুলো ভিত্তিহীন অভিযোগ। আমি কাউকে টাকা দিইনি। আমি ঈগলের ভোট করায় নানাভাবে আমাকেই হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সরকারি মোবাইল নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি।