রাজু আহমেদ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৮ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৬:৩৫ পিএম
প্রিন্ট সংস্করণ

ভালোবাসার গভীরতায় মোড়ানো ‘আজান’ এক ব্যতিক্রমী প্রেমের গল্প

ভালোবাসার গভীরতায় মোড়ানো ‘আজান’ এক ব্যতিক্রমী প্রেমের গল্প

ভালোবাসা কি কেবলই পাওয়া না পাওয়ার গল্প? নাকি ভালোবাসার আসল সৌন্দর্য লুকিয়ে থাকে ত্যাগে? এ প্রশ্নের উত্তর দিতেই আসছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে নির্মিত বিশেষ নাটক ‘আজান’। হৃদয়ছোঁয়া এ গল্পের পরিচালনায় রয়েছেন পুলক অনীল, নাটকটি প্রযোজনা করেছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট।

ভ্যালেন্টাইন ডেতে মুক্তি পাওয়া নাটকগুলোর মধ্যে ‘আজান’ হতে চলেছে অন্যতম সেরা, এমনটাই মনে করেন নাটকের মূল চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ ও ফারিন খান। সাধারণত প্রেমের গল্পগুলো এক ধরনের বাঁধাধরা ধাঁচে বলা হয়, তবে ‘আজান’-এর গল্প সেই প্রচলিত ধারা থেকে একেবারেই আলাদা। এখানে প্রেম কেবল মোহ নয়, এটি এক পরিণত ভালোবাসার প্রতিচ্ছবি।

ইরফান সাজ্জাদ বলেন, ‘এ নাটকের গল্পটা একেবারেই অন্যরকম। সাধারণ ভালোবাসার গল্প থেকে আলাদা। আমার চরিত্রটা একজন পরিবারের কর্তার, যে শুরুতে চঞ্চল ও আড্ডাবাজ একজন তরুণ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে দায়িত্ববান হয়ে ওঠে। এটি এক পরিণত প্রেমের গল্প, যা তরুণ দর্শকদের হৃদয়ে দাগ কাটবে।’

এ নাটকে ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফারিন খান। নিজের অভিজ্ঞতা ভাগ করে তিনি বলেন, ‘আমি যত নাটকে কাজ করেছি, তার মধ্যে এটি হতে যাচ্ছে অন্যতম সেরা। এখানে দর্শক আমাকে এক নতুন রূপে দেখতে পাবেন। ইরফান ভাই একজন দারুণ সহ-অভিনেতা, তার সহযোগিতায় আমার অভিনয় আরও পরিপূর্ণ হয়েছে।’

নির্মাতা পুলক অনীল জানান, ‘আজান’ একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এক বাস্তব প্রেমকাহিনি ও ত্যাগের গল্পের ওপর ভিত্তি করে এ নাটকটি তৈরি হয়েছে। নাটকের নামকরণও বাস্তব জীবনের এক শিশুর নাম থেকে নেওয়া।

তিনি বলেন, ‘আমরা পাঁচ দিন চট্টগ্রামের নানা মনোরম লোকেশনে শুটিং করেছি। এমনকি নাটকের কিছু দৃশ্য বিমানের ভেতর, সমুদ্রের পাড়ে ও পাহাড়েও ধারণ করা হয়েছে। এই গল্পের সবচেয়ে বড় বার্তা হলো—আমরা যা কিছু আঁকড়ে ধরে রাখতে চাই, প্রকৃতি ও সৃষ্টিকর্তার ইচ্ছার বাইরে কিছুই সম্ভব নয়।’ বিশেষ এ নাটকটি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ফেব্রুয়ারির শেষদিকে মুক্তি পাবে। একটি ব্যতিক্রমী প্রেমের কাহিনি দেখতে এবং হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা পেতে দর্শকদের অপেক্ষা করতে হবে আর কিছুদিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেরা পাঁচ ক্রিকেটারের নাম প্রকাশ ওয়াসিম আকরামের

প্রাক্তনদের উদ্দেশে যা বললেন ইমন

তিন ম্যাচ নিষিদ্ধের শঙ্কায় মেসিদের কোচ

সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ

গুম-নির্যাতনের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের সুখরঞ্জন বালির

বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে

৪ সমুদ্রবন্দরকে সতর্কসংকেত, বজ্রবৃষ্টির পূর্বাভাস

রেখার সঙ্গে পরকীয়া, প্রেম ভাঙে অক্ষয়-রাভিনার

বিশ্বের সবচেয়ে ‘দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

রাশিয়ার তেল কেনায় ভারত শাস্তি পেল, চীন পেল না কেন?

১০

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সারওয়ার আলম

১১

টিউমারের ভারে থমকে আছে শিশু মুকাব্বিরের দুরন্তপনা

১২

১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

১৩

নিখোঁজ স্বেচ্ছাসেবক দল নেতা উদ্ধার

১৪

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মাহবুবুল আনামের

১৫

চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

১৬

এবার কোথায় বসবেন তারা

১৭

খাবার প্লেটের আকারের সঙ্গে স্বাস্থ্যের কী সম্পর্ক রয়েছে

১৮

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

১৯

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

২০
X