রাজু আহমেদ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৮ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৬:৩৫ পিএম
প্রিন্ট সংস্করণ

ভালোবাসার গভীরতায় মোড়ানো ‘আজান’ এক ব্যতিক্রমী প্রেমের গল্প

ভালোবাসার গভীরতায় মোড়ানো ‘আজান’ এক ব্যতিক্রমী প্রেমের গল্প

ভালোবাসা কি কেবলই পাওয়া না পাওয়ার গল্প? নাকি ভালোবাসার আসল সৌন্দর্য লুকিয়ে থাকে ত্যাগে? এ প্রশ্নের উত্তর দিতেই আসছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে নির্মিত বিশেষ নাটক ‘আজান’। হৃদয়ছোঁয়া এ গল্পের পরিচালনায় রয়েছেন পুলক অনীল, নাটকটি প্রযোজনা করেছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট।

ভ্যালেন্টাইন ডেতে মুক্তি পাওয়া নাটকগুলোর মধ্যে ‘আজান’ হতে চলেছে অন্যতম সেরা, এমনটাই মনে করেন নাটকের মূল চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ ও ফারিন খান। সাধারণত প্রেমের গল্পগুলো এক ধরনের বাঁধাধরা ধাঁচে বলা হয়, তবে ‘আজান’-এর গল্প সেই প্রচলিত ধারা থেকে একেবারেই আলাদা। এখানে প্রেম কেবল মোহ নয়, এটি এক পরিণত ভালোবাসার প্রতিচ্ছবি।

ইরফান সাজ্জাদ বলেন, ‘এ নাটকের গল্পটা একেবারেই অন্যরকম। সাধারণ ভালোবাসার গল্প থেকে আলাদা। আমার চরিত্রটা একজন পরিবারের কর্তার, যে শুরুতে চঞ্চল ও আড্ডাবাজ একজন তরুণ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে দায়িত্ববান হয়ে ওঠে। এটি এক পরিণত প্রেমের গল্প, যা তরুণ দর্শকদের হৃদয়ে দাগ কাটবে।’

এ নাটকে ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফারিন খান। নিজের অভিজ্ঞতা ভাগ করে তিনি বলেন, ‘আমি যত নাটকে কাজ করেছি, তার মধ্যে এটি হতে যাচ্ছে অন্যতম সেরা। এখানে দর্শক আমাকে এক নতুন রূপে দেখতে পাবেন। ইরফান ভাই একজন দারুণ সহ-অভিনেতা, তার সহযোগিতায় আমার অভিনয় আরও পরিপূর্ণ হয়েছে।’

নির্মাতা পুলক অনীল জানান, ‘আজান’ একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এক বাস্তব প্রেমকাহিনি ও ত্যাগের গল্পের ওপর ভিত্তি করে এ নাটকটি তৈরি হয়েছে। নাটকের নামকরণও বাস্তব জীবনের এক শিশুর নাম থেকে নেওয়া।

তিনি বলেন, ‘আমরা পাঁচ দিন চট্টগ্রামের নানা মনোরম লোকেশনে শুটিং করেছি। এমনকি নাটকের কিছু দৃশ্য বিমানের ভেতর, সমুদ্রের পাড়ে ও পাহাড়েও ধারণ করা হয়েছে। এই গল্পের সবচেয়ে বড় বার্তা হলো—আমরা যা কিছু আঁকড়ে ধরে রাখতে চাই, প্রকৃতি ও সৃষ্টিকর্তার ইচ্ছার বাইরে কিছুই সম্ভব নয়।’ বিশেষ এ নাটকটি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ফেব্রুয়ারির শেষদিকে মুক্তি পাবে। একটি ব্যতিক্রমী প্রেমের কাহিনি দেখতে এবং হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা পেতে দর্শকদের অপেক্ষা করতে হবে আর কিছুদিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে বিসিবি

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়

ভাতে মারার চেষ্টা করা হয়েছে: অভিষেক

নির্বাচনী ব্যয় বড় আকারে বাড়ছে

নাজমুল পদত্যাগ না করায় হোটেলেই ক্রিকেটাররা, প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা

লুটপাটের সময় ২ ডাকাতকে ধরে পুলিশে দিল জনতা

রাবিতে ছুটি নিতে ১৭ দপ্তরে ধর্ণা, ভোগান্তিতে শিক্ষক-কর্মকর্তারা

ইন্ডাস্ট্রির নায়করা নিরাপত্তাহীনতায় ভোগেন: ইমরান হাশমি

রশিদদের বিদেশি লিগ খেলায় লাগাম টানছে আফগান বোর্ড

মেকআপ করলে সমস্যা, না করলেও সমস্যা!: হিমি

১০

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

১১

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কেন কমেছে

১২

শাকসু নির্বাচন  / স্মারকলিপি থেকে স্বাক্ষর প্রত্যাহার ছাত্রদলসহ দুই ভিপি প্রার্থীর

১৩

শাবিপ্রবিতে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত শ্রমিক

১৪

টাইব্রেকারে বোনোর দৃঢ়তায় ফাইনালে মরক্কো

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা মধ্যে আকাশপথ বন্ধ করল ইরান

১৬

সেই পরিচালকের পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা, বিসিবির আশ্বাসেও গলছে না মন

১৭

দায়ের আঘাতে আহত বিড়াল, থানায় অভিযোগ

১৮

১৫ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে 

১৯

যেসব ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে

২০
X