জীবনের নতুন ইনিংস শুরু করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। গতকাল শুক্রবার ফেসবুকে নিজের একটি ছবি দিয়ে কিছুটা ধোঁয়াশা রেখে এ সুখবর প্রকাশ করেছেন। কবে বিয়ে হয়েছে, কিংবা পাত্র কে—সেসব বিষয়ে কিছু জানাননি জনপ্রিয় এই অভিনেত্রী। শুধু ছবির ক্যাপশনে লিখেছেন—‘আমাদের জন্য দোয়া করবেন।’
পরে বিস্তারিত জানাতে ফারিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে ওই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। একজনের মন্তব্যে ফারিয়া জানান, ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয়েছে।
এর আগে ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি প্রকাশ্যে এসেছিল ফারিয়ার বাগদানের খবর। এ দিনেই দীর্ঘদিনের প্রেমিক মাহফুজ রায়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়। প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর থেকেই টিভি নাটক-বিজ্ঞাপনে নিয়মিত তিনি।
মন্তব্য করুন