দেশের জনপ্রিয় হার্ড রক ব্যান্ড ‘আর্বোভাইরাস’। দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে তাদের পথচলা দুই দশকের বেশি সময় ধরে। এর মধ্যে দলটি তাদের তিনটি অ্যালবাম মুক্তি দিয়েছে। প্রকাশ করেছে বেশ কিছু জনপ্রিয় গান। এবার প্রকাশ পেল তাদের চতুর্থ অ্যালবাম ‘রিপাবলিক অব আর্বোভাইরাস’-এর নতুন গান ‘ইন্দ্রিয়’। অ্যালবামের এটি তৃতীয় গান। গানটি মাসের শুরুতে ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ বেশ কিছু প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে।
ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট সুহার্তো শেরিফ কালবেলাকে বলেন, আমাদের চতুর্থ অ্যালবাম ‘রিপাবলিক অব আর্বোভাইরাস’-এর তৃতীয় গান ‘ইন্দ্রিয়’ এরই মধ্যে দর্শকমহলে প্রশংসিত হচ্ছে। এর আগে এ অ্যালবামের ‘অনুভূতি’ ও ‘অবাস্তব’ গানটি দর্শকপ্রিয়তা পায়। আমাদের চতুর্থ অ্যালবামে আটটি গান থাকবে। এ গানটি অল্টারনেটিভ রক ধাঁচে নির্মাণ করা হয়েছে।
গানের কথা ও সুর করেছে মুনতাসির মামুন।
উল্লেখ্য, ‘আর্বোভাইরাস’র বর্তমান লাইনআপে রয়েছেন সুহার্তো শেরিফ (গিটার ও ভোকাল), মুনতাসির মামুন স্বপ্ন (গিটার ও ভোকাল), মো. সায়েমুল ইসলাম রিয়াদ (ড্রামস), শামস আলিম বিশ্বাস (বেজ) ও শাহান কামাল উদয় (ভোকাল)।