রাজধানীর মহাখালী ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৯ আগস্ট) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তথ্যটি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক।
মোহাম্মদ ফারুক বলেন, ‘মহাখালী থেকে প্রাইভেট কার দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে ঢামেকে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন