মাইদুর রহমান রুবেল, কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

দেড় লাখ টাকার রুম ভাড়া নিয়ে হোটেলে থাকছে বিড়াল

প্রায় এক বছর ধরে রাজধানীর হোটেলে থাকছে চিকিৎসকের পোষা বিড়াল।
প্রায় এক বছর ধরে রাজধানীর হোটেলে থাকছে চিকিৎসকের পোষা বিড়াল।

মানুষ হোটেলে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোনো বিড়াল বা কুকুর হোটেলে থাকছে, শুনে হয়তো চোখ কপালে উঠবে আপনার। কিন্তু এই ঘটনাই সত্যি। তাও আবার বাংলাদেশের রাজধানী ঢাকায়। স্থানীয় একটি হোটেলে প্রায় এক বছর ধরে থাকছে এক চিকিৎসকের পোষা বিড়াল।

বিড়ালটির নাম প্যান্ডা। এর মালিক ডাক্তার মাইমুনা সিফা। বর্তমানে তিনি আছেন ইউরোপের কোনো একটি দেশে। বিদেশে যাওয়ার পর প্যান্ডার দেখভাল করতেন তার বাবা-মা। কিন্তু তাদের অসুস্থতার কারণে যত্নআত্মিতে ঘাটতি পড়ে প্রিয় প্রাণীটির। এরপর বিড়ালটিকে হোটেলে পাঠায় সিফা।

প্যান্ডার প্রিয় খাবার মুরগির মাংস। প্রতিদিন ৩ বেলা সেদ্ধ করে দিতে হয় মাংস। মাসে ১২ কেজির মতো মাংস লাগে প্যান্ডার। ৪২০ টাকা কেজি দরে তার পেছনে খাবারে খরচ হয় ৫ হাজার টাকার মতো। বছরে ৬০ হাজার টাকার কিছু বেশি। তাছাড়া প্যান্ডার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাসহ চিকিৎসা বাবদ খরচ হয় আরও কিছু টাকা।

প্রতিমাসে বিদেশ থেকে প্যান্ডার জন্য মাসিক হোটেল ভাড়া পাঠায় তার মালিক ডা. সিফা। হোটেলে বিড়াল রাখতে প্রতিদিনের জন্য ভাড়া গুণতে হয় ৭শ টাকা। প্যান্ডা যেহেতু বছরব্যাপী থাকছে, তাই তার জন্য ছাড় দিয়ে ভাড়া প্রতিদিন ৪শ টাকা। সেই হিসেবে বিড়ালের জন্য প্রায় দেড় লাখ টাকা রুম ভাড়া পরিশোধ করেছেন ডাক্তার সিফা।

নিয়মিত ফোন করে প্রিয় বেড়ালের খোঁজখবরও রাখেন তিনি। পশু হলেও হোটেলে আদর-সোহাগের কমতি নেই প্যান্ডার। ফারিঘরের ম্যানেজার তোয়ানুর রাহা জানান ২০২৩ সালের মার্চ থেকে এই প্যাট হোটেলে আছে প্যান্ডা এমাস পার হলেও ওর এক বছর হয়ে যাবে। ও হচ্ছে আমাদের সবচেয়ে পুরাতন গেস্ট এবং সবচেয়ে লম্বা সময়ের গেস্ট। এই হোটেলে বিড়াল রাখতে চাইলে প্রতিদিনের জন্য ভাড়া গুনতে হবে ৭শ টাকা । তবে প্যাকেজে ৭ দিনের বেশি রাখতে তার জন্য ছাড় দিয়ে রাখা হয় ৫৭০ টাকা করে। ১৫ দিনের বেশি সময় রাখলে তার জন্য ভাড়া ৫শ টাকা করে। ১ মাসের বেশি সময় কেউ রাখলে তার জন্য ৪শ টাকা হোটেল ভাড়া দিতে হয়। প্যান্ডা যেহেতু ১ বছর ধরে আছে তার জন্য ৪শ টাকা হারে ভাড়া দিয়ে যাচ্ছেন তার মালিক ডা. সিফা।

প্যান্ডার আরও অন্তত ৩৬টি পোষা প্রাণী রয়েছে ফারি ঘর নামে মিরপুরের এই প্যাট হোটেলে। তাদের দেখাশোনা করেন হোটেল ম্যানেজার তোয়ানুর রাহা। তিনি জানান, বিড়াল বা কুকুরকে বিদেশে নিতে দেশ ভেদে ভ্যাক্সিনেশনের পাশাপাশি লাগে বিশেষ পাসপোর্টও। সেই জটিলতা এড়াতেই অনেকে তার হোটেলে রেখে যান প্রিয় পশুটি।

রাহা জানায় কোথায় গেলে তার প্রিয় পশুটিকে কোথায় রেখে যাবে তা নিয়ে এক সময় দুশ্চিন্তায় থাকতে হতো এখন তার অবসান ঘটেছে। কারণ সব জায়গায় এসব প্রাণী নিয়ে যাওয়া যায় না। তার জন্যই ২০২২ সালে সৃষ্টি হয়েছে ফারিঘরের।

ফারিঘর কুকুর বিড়ালের ফাইভস্টার হোটেল হিসেবে পরিচিত। যেখানে প্রতিটি বিড়ালের জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত পৃথক কেবিন। বিশেষ আদর আপ্যায়নের সঙ্গে আছে ক্যাট ট্রি, কুশন ও লিটারের ব্যবস্থা। কুকুরের জন্য বিছানা বালিশ তো আছেই, আবার প্রাকৃতিক কাজ সারার জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা।

রাহা জানান এই হোটেলে শুধু থাকার ব্যবস্থা আছে তার বিড়াল বা কুকুরের জন্য খাবার দিয়ে যেতে হয় বিড়াল বা কুকুরের মালিককে। কারণ প্রতিটি বিড়াল বা কুকুর আলাদা আলাদা খাদ্যাভ্যাসে অভ্যস্ত। কেউ প্যাকেট ফুড খায়, কেউ ড্রাই ক্যাট বা ডগ ফুট খায়। কেউ পাউচ খায়। কেউ মাছ খায় কেউ মাংস খায়। তবে যে যে খাবারে অভ্যস্ত তাকে সেই খাবার দিতে হয় না হয় তাদের ফুড পয়জনিং হতে পারে বমি হতে পারে।

তবে এসব বিড়াল অন্যন্য বিড়ালের মতো মাছের কাঁটা খায় না। কাঁচা মাছও খায় না। এদের মাছ বা মাংস সিদ্ধ করে দিতে হয়। স্প্যাম্পু দিয়ে গোসল করাতে হয়। গরমে এসি ছাড়া ঘুমাতে পারে না। শীতে হিটার ব্যবহার করতে হয়। লোম যাতে ঝড়ে না পড়ে তার জন্য ব্যবহার করতে হয় মেডিসিন।

যত্নের কুকুর বা বিড়ালকে রাখার জায়গা না থাকায় এতদিন সমস্যায় পড়তে হতো প্রাণীপ্রেমীদের। ফারিঘরের মতো হোটেল গড়ে ওঠায় এখন স্বস্তি কর্মব্যস্ত মানুষের। সারা দিনের কর্মব্যস্ততায় নিজেদের পোষ্যকে হোটেলে রেখে যান অনেকে। মিরপুরের চিড়িয়াখানা সড়কে কয়েক বছর ধরে গড়ে ওঠা এমন হোটেলের চাহিদাও দিনে দিনে বাড়ছে বলেও জানান প্যাট হোটেল কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে বিএনপির ৪ ইউনিটের কমিটি স্থগিত

সাময়িক বন্ধের পর আকাশসীমা আবার খুলে দিল ইরান

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

তুমি শুধু পরিবারের না, বাংলাদেশের গর্ব : তারেক রহমান

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র ব্যবহার করতে পারে

অনিশ্চয়তায় বিপিএলের সূচনা, সময়মতো শুরু হচ্ছে না দিনের প্রথম ম্যাচ

ফের অবরোধ ঢাকার তিন স্থান

১০

পাকিস্তান–বংশোদ্ভূতদের পর এবার ভিসা সংকটে ইংল্যান্ডের দুই ক্রিকেটার

১১

সম্পত্তির দৌড়ে দিশার চেয়ে কতটা পিছিয়ে প্রেমিক তালবিন্দর!

১২

বিটিসিএলের তিন কর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

১৩

দুই দফা অ্যাম্বুলেন্স আটক, রোগীর মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

১৪

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১৫

পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

১৬

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা

১৭

সরাসরি এলপি গ্যাস আমদানিতে যাচ্ছে সরকার

১৮

ঢাকায় স্মার্ট মিটার সিস্টেম (এসডব্লিউএম) পাইলট প্রকল্পের উদ্বোধন

১৯

প্রথমবারের মতো নারী ক্রিকেট দল গঠন করেই চ্যাম্পিয়ন চবি

২০
X