কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গ্রামীণফোনের নতুন সিএমও নাজ, সিপিও সোলায়মান

বাঁয়ে ফারহা নাজ জামান, ডানে সোলায়মান আলম। ছবি : সংগৃহীত
বাঁয়ে ফারহা নাজ জামান, ডানে সোলায়মান আলম। ছবি : সংগৃহীত

ফারহা নাজ জামানকে চিফ মার্কেটিং অফিসার (সিএমও) এবং সোলায়মান আলমকে চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে এ নিয়োগ কার্যকর হবে। তারা উভয়ই হবেন গ্রামীণফোন ব্যবস্থাপনা টিমের গুরুত্বপূর্ণ সদস্য। এই নিয়োগের আগে সোলায়মান আলম গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার এবং ফারহা নাজ জামান হেড অব মার্কেটিং হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নতুন সিএমওকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘আমরা উদ্ভাবন ও গ্রাহক-কেন্দ্রিকতায় প্রাধান্য দিচ্ছি। এক্ষেত্রে সিএমও হিসেবে ফারহার নিয়োগ গ্রামীণফোনে নতুন অধ্যায়ের সূচনা করবে। গ্রাহকদের সেবা প্রদানে বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার, যা গ্রাহকদের সম্পর্কে তাকে দিয়েছে এক স্পষ্ট ধারণা। ফলে সত্যিকার অর্থে গ্রাহকদের পরিবর্তিত চাহিদার বিষয়টি মাথায় রেখে উদ্ভাবনী সেবার পরিকল্পনা করার সক্ষমতা রয়েছে তার। গ্রামীণফোনের অভিজ্ঞতায় বেড়ে ওঠা এই মেধাবীর রয়েছে রূপান্তরমূলক পদক্ষেপ গ্রহণে বিশেষ দক্ষতা যা আমাদের ব্র্যান্ডকে আরও সমুন্নত করেছে। টিমে তিনি অনুপ্রেরণামূলক নেতৃত্ব দিতে এবং সাফল্যে নতুন মাত্রা যোগ করতে পারবে বলে আমার বিশ্বাস।’

নতুন নিয়োগ পাওয়া সিপিও’কে অভিনন্দন জানিয়ে আজমান বলেন, ‘গ্রাহক-কেন্দ্রিক প্রোডাক্টস ও সার্ভিসেস প্রদানে গ্রামীণফোনের নিরন্তর পথ চলায় একটি বড় পদক্ষেপ সিপিও হিসিবে সোলায়মানের নিয়োগ। গ্রাহকদের পরিবর্তিত চাহিদা অনুধাবন করতে পারা এবং সেই অনুযায়ী কার্যকর সমাধান বের করার ক্ষেত্রে ধারবাহিক সাফল্য দেখিয়েছেন তিনি। আমি এটা ভেবে আনন্দিত, সোলায়মানের পারদর্শিতা আমাদের ডিজিটাল রূপান্তরের যাত্রাকে আরও বেগবান করবে এবং আমাদের দেবে নতুন নতুন উদ্ভাবনী প্রোডাক্টস ও সার্ভিসেস প্রদানের সক্ষমতা। আমার বিশ্বাস, সোলায়মান তার নিপুণ নেতৃত্বে আমাদের সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যৎমুখী গ্রামীণফোন গড়ে তুলায় বিশেষ ভূমিকা রাখবে।’

গ্রামীণফোন ব্যবস্থাপনা টিমে নিয়োগ পেয়ে উদ্দীপ্ত ফারহা নাজ জামান বলেন, ‘নতুন এই দায়িত্ব গ্রহণ করতে পেরে এবং সমাজের ক্ষমতায়নে গ্রামীণফোনের চলমান প্রচেষ্টায় অবদান রাখায় সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত। প্রবৃদ্ধি, গুণগতমান, উদ্ভাবন ও গ্রাহক-কেন্দ্রিক আবহ অব্যাহত রেখে অসাধারণ একটি টিমের সঙ্গে কার্যকর রূপান্তরের অংশ হওয়ার অপেক্ষায় আমি।’

সোলায়মান আলম বলেন, ‘গ্রামীণফোনের প্রোডাক্টস ইকোসিস্টেম ও ডিজিটাল রূপান্তরের কাজ এগিয়ে নিতে দারুণ সুযোগ এনে দিয়েছে এই নতুন অধ্যায়। গ্রাহক ও অংশীজনদের জন্য মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে আমরা সংকল্পবদ্ধ। মেধাবী এই টিমের সঙ্গে কাজ করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত  

আদানি গ্রুপের কর ফাঁকির অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিজেআইএমের সিম্পোজিয়াম

যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি

হিন্দু-মুসলিম আমরা এক বৃন্তে দুটি ফুল : মির্জা ফখরুল

বিবাহিতদের এএসপি পদে নিয়োগ না করার প্রস্তাব

এনবিআর চেয়ারম্যানের কক্ষ ঘেরাও কাস্টমস-ট্যাক্সের কয়েকশ কর্মকর্তার

উত্তরায় অপহরণের ঘটনায় প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২

ছেলেকে হত্যা করে থানায় বাবার আত্মসমর্পণ

পাকিস্তানের পারমাণু অস্ত্র কোথায় মজুত আছে?

১০

অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

১১

টেস্টে ফেল করেও পরীক্ষার টেবিলে বসবে সেই ৫০ শিক্ষার্থী!

১২

১৭ বছর পর বাংলাদেশের ম্যাচ দিয়ে ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

১৩

কুমিল্লায় দুই মামলায় আসামিপক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর নির্দেশ

১৪

বিদ্যুৎ সংকটের অবসান, পুরোদমে চলছে ডিইপিজেডে উৎপাদন

১৫

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

১৬

বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা 

১৭

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না : প্রধান উপদেষ্টা 

১৮

তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন 

১৯

হলুদ ছেড়ে লাল জার্সির খবরে প্রশ্নের মুখে ব্রাজিল!

২০
X